আসসালামুয়ালাইকুম! Trickbd বাসী কেমন আছেন আপনারা সবাই? আসা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।
আজকে আমি আপনাদের কিভাবে shizuku সেটআপ করতে হয় তা দেখাবো। Shizuku কি ? না জেনে থাকলে আমার পূর্ববর্তী পোস্টটা পড়তে পারেন।
পোস্ট লিঙ্ক ?

অথবা ইউটিউবে বা গুগলে সার্চ করতে পারেন shizuku লিখে। তারপরও আমি শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি।

অ্যান্ড্রয়েড একটি ওপেন সোর্স প্লাটফর্ম। তাই এখানে ডেভলপারদের পরিমাণ অনেক বেশি। আমরা জানি রুটেড ইউজাররা অনেক ফিউচার ব্যবহার করতে পারেন। কিন্তু কাল ক্রমে অ্যান্ড্রয়েড তাদের সিকিউরিটি স্ট্রং করার মাধ্যমে রুট করা কঠিন করেছে। এ কারণে এখন রুটেড ইউজারদের সংখ্যা কম। আবার কিছু কিছু কোম্পানি তাদের ফোনে রুট করা অনেক কমপ্লিকেটেড করেছে। এ কারণে developer রা নন রুটেট ফোনের জন্য অল্টারনেটিভ বের করেছে। এটি মূলত কম্পিউটার বেস এডিবি সফ্টওয়্যার। কিন্তু এই সিস্টেমটি ব্যবহার করার জন্য কোন কম্পিউটারের দরকার হয় না। এর মাধ্যমে ফোনেই এডিবি শেল ব্যবহার করে এন্ড্রয়েড ফোন খানিকটা মডিফাই করা যায়। সিস্টেম অ্যাপ রিমুভ করা যায়। বিভিন্ন কাস্টম মডিউল ব্যবহার করা যায়। আর এটাই হচ্ছে shizuku ।

Shizuku App link ?

Google play store

GitHub

প্রথমে App টি install করুন। তারপর নিচের স্টেপ গুলো ফলো করুন।

১. আপনার ফোনের সেটিং থেকে ডেভলপার অপশনটি অন করে নিন। ডেভলপার অপশন অন করার জন্য ফোনের about সেকশনে গিয়ে build number অথবা software version এ চার থেকে ছয় বার ক্লিক করুন।
যদি না পারেন তাহলে ইউটিউব থেকে দেখে নেন কিভাবে আপনার ফোনের জন্য ডেভলপার অপশন অন করতে হয়।



২. developer option on হয়ে গেলে
Wireless debugging অপশনটি চালু করে নিন।

৩. এখন shizuku অ্যাপ এ প্রবেশ করে pairing option এ ক্লিক করুন।

এখন shizuku এর একটি নোটিফিকেশন আসবে। যদি নোটিফিকেশন না আসে তাহলে app info থেকে নোটিফিকেশন চালু করে নিন।

৪. তারপর developer option এ Wireless debugging এ ক্লিক করুন।

৫. তারপর Pair device with pairing code এ ক্লিক করুন। ও হ্যাঁ এর জন্য আপনাকে কোন ওয়াইফাই এর আন্ডারে কানেক্ট থাকতে হবে। বা hotspot হলেও চলবে।

৬.এখন একটি পপ-আপ শো করবে। এখানে আপনার কোড লেখা থাকবে এবং উপর থেকে shizuku এর entire কোড লেখা আসবে।

কোডটি বসিয়ে দিন এবং send icon অপশনে ক্লিক করুন।
তারপর সাকসেসফুল পেয়ারিং অপশন আসবে।

৭. এখন shizuku App এ প্রবেশ করে start অপশনে ক্লিক করুন। দুই থেকে তিন সেকেন্ড সময় লাগবে তারপর Shizuku is running দেখাবে।

##Root বা computer এর মাধ্যমেও আপনি চাইলে shizuku running করতে পারবেন। পরবর্তী পোস্টে আমি দেখাবো কিভাবে shizuku এর মাধ্যমে সিস্টেম অ্যাপ আনইন্সটল করতে হয়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর কোন কিছু বুঝতে না পারলে নিচে comment করুন।

17 thoughts on "?Shizuku setup নন রুটেট ইউজাররা অবস্যই দেখবেন।"

  1. Avatar photo Hasib Contributor says:
    Very unique post, keep it up brother.
    1. Avatar photo Code-x Author Post Creator says:
      Thanks, Jajakallah bro.
    1. Avatar photo Code-x Author Post Creator says:
      ?Thanks, Jajakallah bro
  2. Avatar photo Bullet Contributor says:
    Shizuku diye ki ki kora jay..er koyekta example diye post diyen vai
  3. Avatar photo MD Rasel Rana Contributor says:
    Wireless debugging অপশনটি আসে না
  4. Tech Zone Contributor says:
    ভালো পোস্ট ❤️

    তবে এটা সবার ফোনে কাজ করে না, Only Android 11,12,13 এ কাজ করে, এটা পোস্টে উল্লেখ করতে পারেন,
    <Android 11 ইউজাররা কম্পিউটার এর সাহায্যে এটা চালু করতে পারবেন

    1. Avatar photo Code-x Author Post Creator says:
      Ata sobar phone Hobe , wireless debugging ar jonno minimum 11 lagbe
  5. Avatar photo Sajeeb Islam Author says:
    সুন্দর টিউটোরিয়াল, Shizuku এপ্স বেশির ভাগ ডিভাইসে কাজ করেনা, বিশেষ করে পেয়ারড হয় না, আমার ডিভাইসে অনেক আগেই চেস্টা করেছিলাম বাট পেয়ারড হয়না বিশেষ করে এন্ড্রয়েড ১১ – ১২ এগুলায় সমস্যাটা হয়, এটা সমাধানের বিষয় নিয়ে পোস্ট করলে উপকার হতো,
    1. Avatar photo Code-x Author Post Creator says:
      Ata sobar phone Hobe , wireless debugging ar jonno minimum 11 lagbe. Developer option properly on Korle obosoi hobe
    2. Avatar photo Sajeeb Islam Author says:
      ডেভেলপার অপশন অন করার কি ১০০ টি উপায় আছে নাকি ভাই? আর আমি Brevent ইউজ করি ত এটা পেয়ার করা আর Shizuku পেয়ার করা একই বিষয় , বাট পেয়ারড হলেও কাজ করেনা, পিসি থেকে করার জন্য বলে
  6. Avatar photo Rh Contributor says:
    Phone er gps location change kora jabe?
  7. Jâ kâ r îâ Contributor says:
    Amr phn a Developer option er moddhe Wireless debugging ta nai .. ?
    Model: symphony z28
    Ekhon koroniyo ki?
  8. Avatar photo Ratul+Hasan Contributor says:
    Android 10. Wireless debugging nai. Ekhno ki kora jay
    1. Avatar photo Code-x Author Post Creator says:
      W8 alternative nia asbo bro

Leave a Reply