Be a Trainer! Share your knowledge.
Home » Payment » Payment Policy

Payment Policy

ট্রিকবিডি আর্নিং টার্মস এন্ড কন্ডিশনসঃ

১। দৈনিক সাইটের পুরো লাভ এবং ঐ দিনে করা পোষ্টের মানের উপর আপনি কতো টাকা পাবেন তা নির্ধারিত হবে। সুতরাং আপনার আর্টিকেলের জন্য ঠিক কতো পরিমান টাকা যুক্ত হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

২। আপনাকে অবশ্যই ট্রিকবিডি তে পোষ্ট করার জন্য প্রনিত নীতিমালা মেনে চলে স্বার্থহীন ভাবে সকলের সাথে জ্ঞান বিতরনের উদ্দেশ্যে পোষ্ট করতে হবে। যদি এর ব্যতিক্রম হয় সে পোষ্টের জন্য কোন টাকা পাবেন না।

৩। আপনি আগের কোন পোষ্ট এর জন্য টাকা পাবেন না।

৪। আপনার ইনকাম সর্বনিন্ম ২৫০ টাকা হলে আপনি পেমেন্ট এর জন্য আবেদন করতে পারবেন (নগদ/ বিকাশ/ রিচার্জ)

৫। বিকাশ/নগদে এ পেমেন্ট নেয়ার ক্ষেত্রে আপনাকে ৫ টাকা সেন্ড মানি চার্জ বহন করতে হবে, সেক্ষেত্রে ২৫০ টাকা পেমেন্ট রিকোয়েস্ট করলে আপনার একাউন্ট এ ২৪৫ টাকা সেন্ড মানি করা হবে।

৬। পেমেন্ট রিকোয়েস্ট করার পর ৭ দিনের মাঝে পেমেন্ট প্রসেস করা হবে, বিশেষ কোন কারণে দেরি হলে সেটা নোটিশ আকারে পেমেন্ট পেজে দেয়া থাকবে।

৭। কোনো পোস্ট যদি ডিলিট করে দেন তাহলে সেটির জন্য এড হওয়া রিওয়ার্ড ও রিমুভ হবে। এক্ষেত্রে আগে পেমেন্ট পেয়ে থাকলেও পরেরবারের জন্য মাইনাস হিসেবে থাকবে।

৮। আপনার ফাইনাল পেমেন্ট দেয়ার আগে এডমিন গন রিভিও করে কোন সমস্যা খুজে পেলে পেমেন্ট বাতিল/ পেমেন্ট এমাউন্ট কমানো এই ধরনের একশন নিতে পারে। সেক্ষেত্রে আপনাকে নোটিশ দেয়া হবে।

৯। এই আর্নিং সিষ্টেম টা সম্পূর্ন ট্রিকবিডি এর লাভের উপর নির্ভরশীল… সুতরাং এটাকে ওয়েবসাইটের উন্নতির কথা ভেবে যেকোন সময় এডমিনগন বন্ধ অথবা চালু করতে পারেন।

I Agree Decline

Categories

Switch To Desktop Version