হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি Redmi Note 13 4G ফোনের কাস্টম রিকভারি ইন্সটল করার একটা সহজ উপায়। আপনারা যারা ফোন কাস্টমাইজ করতে ভালোবাসেন, তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুব কাজে দেবে।
Redmi Note 13 4G এর ১২০Hz AMOLED ডিসপ্লে, ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা আর Snapdragon 685 প্রসেসর।
আচ্ছা, কাস্টম রিকভারি ব্যাপারটা কী, বলুন তো?
সহজ ভাষায় বললে, এটা ফোনের একটা বিশেষ মেন্যু, যেটা স্টক রিকভারির চেয়ে অনেক বেশি সুবিধা দেয়। ধরুন, আপনি আপনার ফোনের লুকটা একটু অন্যরকম করতে চান, বা দরকারি ডেটাগুলোর ব্যাকআপ রাখতে চান, কিংবা সিস্টেমের কিছু পরিবর্তন করতে চান। কাস্টম রিকভারি থাকলে এই কাজগুলো খুব সহজেই করতে পারবেন।
দেখুন, ফোনের স্টক রিকভারি দিয়ে আপনি শুধু সিস্টেম আপডেট বা ফ্যাক্টরি রিসেট করতে পারবেন। কিন্তু কাস্টম রিকভারি আপনাকে অনেক বেশি সুবিধা দেবে
* নিজের মতো রম ফোনের লুক আর পারফরম্যান্স নিজের ইচ্ছেমতো সাজাতে পারবেন।
* ডেটা সুরক্ষিত ফোনের সব ডেটা ব্যাকআপ রাখতে পারবেন।
* গভীর পরিবর্তন সিস্টেমের আরও গভীরে গিয়ে বিভিন্ন পরিবর্তন করতে পারবেন।
* বাড়তি সুবিধা আরও অনেক অ্যাডভান্সড ফিচার, যেগুলো স্টক রিকভারিতে থাকে না।
তবে একটু সাবধানও থাকতে হবে:
* কাজটা একটু জটিল, তাই ভুল হলে ফোনটা নষ্টও হয়ে যেতে পারে।
* ফোনের ওয়ারেন্টি চলে যেতে পারে।
* তাই, সবকিছু নিজের দায়িত্বে করবেন। কিছু হলে আমি বা ট্রিকবিডি টিম কিন্তু দায়ী থাকব না।
কী কী লাগবে?
* একটা কম্পিউটার (যদি না থাকে, কমেন্টে জানান, ফোন দিয়ে করার উপায়ও বলব)
* ভালো মানের USB ক্যাবল
* ADB আর Fastboot টুলস
* Redmi Note 13 4G-এর কাস্টম রিকভারি ইমেজ ফাইল
* Magisk zip ফ্ল্যাশ করে রুট করতে পারেন, আর কাস্টম রিকভারিটা স্থায়ীভাবে রাখতে পারেন। Magisk zip ফ্ল্যাশ না করলে কাস্টম রিকভারি স্থায়ী হবে না।
* format data দিন।
.
..
.
.
* fastboot reboot দিন।
.
.
.
.
যদি বুঝতে অসুবিধা হয়, বা পিসি না থাকে, তাহলে কমেন্টে জানান। আমি পরের পোস্টে বিস্তারিত বলব, কীভাবে ইন্সটল করতে হয়। আর অন্য কোনো Redmi ফোনের কাস্টম রিকভারি লাগলে, ফেসবুকে নক করতে পারেন।
বিশেষ সতর্কতা:
ফোন বুটলুপে গেলে, আবার ফাস্টবুট মোডে গিয়ে vbmeta.img ফ্ল্যাশ করুন।
* সঠিক vbmeta.img ডাউনলোড করে fastboot –disable-verity –disable-verification flash vbmeta vbmeta.img দিয়ে ফ্ল্যাশ করুন।
কাস্টম রিকভারি: Ofox Recovery V1
আশা করি, টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন।
যে কোনো প্রয়োজনে ফেসবুকে আমি 👉 Facebook
You must be logged in to post a comment.
Samsung A03S7F ফোন রুট করার সহজ ও সঠিক নিয়ম দিলে অনেক উপকার হতো।🙏
ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব তবে এই মুহূর্তেই এই ফোনটি আমার হাতের কাছে নেই।
Realme8 ফোনটি রুট করার টিউটোরিয়াল দিলে ভালো হতো।
ইনশাআল্লাহ চেষ্টা করব।
Apni je recovery ta share korsen oitar kintu bug ache. screen off hole fastboot mara lagbe
আমার ক্ষেত্রে আমি এরকম কোন সমস্যা দেখিনি সমস্যা শুধু একটাই রিকভারি মোডে গিয়ে ফ্ল্যাশ লাইট অন করা যায় না আর আমি মনে করি এটার হয়তো দরকারও নাই ।
তবে কিছু ক্ষেত্রে আরো বেশি সমস্যা হতে পারে তা আমি পোস্টটি বলে দিয়েছি নিজ দায়িত্বে ইন্সটল করুন ।
Vivo s1 pro রুট করার টিউটোরিয়াল চাই….
Redmi 13 5g hobe?
Pc chara Redmi 10 pro max kivabe custom recovery kora jai
Redmi Note 13 4G bootloader Unlocke korbo ki bab aa Akdom potom thka soro kora jodi akta post detan valo hoto