Be a Trainer! Share your knowledge.
Home » Android Tips » ?এখন App Freeze & Hide করুন Shizuku এর মাধ্যমে। Install apps disable.

?এখন App Freeze & Hide করুন Shizuku এর মাধ্যমে। Install apps disable.

আসসালামুয়ালাইকুম! Trickbd বাসী কেমন আছেন আপনারা সবাই? আসা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।

তো আজ কে আমি আপনাদের Shizuku এর মাধ্যমে সিস্টেম এবং ইন্সটল অ্যাপ freeze & hide করা দেখাবো। এর আগে আমি আপনাদের canta app এর মাধ্যমে সিস্টেম অ্যাপ আনইন্সটল করে দেখিয়ে ছিলাম।তো যাদের ফোনে default ভাবে app hide করা যায় না, তারা এভাবে অ্যাপ hide & freeze করতে পারবেন, কোনো launcher app ছাড়াই।এই মাধ্যমে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে এবং পারফরম্যান্স বেড়ে যাবে। কারণ যখন কোনো অ্যাপ ফোনে থাকে তখন সেটা ফোনে running থাকে এবং internet এর সাথে connect থাকে।যার কারণে ব্যাটারি এবং Ram দুটোই ব্যবহার হয়।
আর freeze করলে app গুলো ram&CPU use করতে পারে না।
Setup Tutorial

1.১ম এ Shizuku connect করে নিন।
Shizuku কি ? কিভাবে setup করতে হয় ? না জেনে থাকলে আমার পূর্ববর্তী পোস্টগুলো পড়তে পারেন।
Shizuku কী

Shizuku setup tutorial

2.Easy তে Shizuku connect করতে developer tiles use করুন।
3.এখানে ক্লিক করুন।

4.তারপর এখানে

6.এখন দেখুন উপরে wireless debugging option চলে এসেছে।

7.এখন‌ wireless debugging option এ ক্লিক করে Shizuku start দিলে running হয়ে যাবে।
8.নিচের লিংক থেকে Hail app টি ডাউনলোড করে নিন।

Download

9. ডাউনলোড হয়ে গেলে অ্যাপটি ইন্সটল করে ওপেন করুন। তারপর সেটিংস অপশনে ক্লিক করুন।

10. তারপর এখানে ক্লিক করুন

11.এখন Shizuku – Disable এ ক্লিক করুন।

12.Shizuku permission চাইলে তা দিয়ে নিন।

12.তারপর এরকম দেখাবে

13.এখন Apps এ ক্লিক করে আপনার পছন্দ মত app select করুন।

14.তারপর Home এ ক্লিক করুন।

15.তারপর Ice চিহ্নে ক্লিক করুন।

16.এখন‌ app গুলো এরকম দেখাবে।

17. ? Boom


Install app disable ?

#Android os file freeze করলে system crash করবে।
##তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ। কোন কিছু বুঝতে না পারলে নিচে comment করুন।

3 months ago (Jan 28, 2024)

About Author (11)

Code-x
author

Learning is a journey ??⛷️

Trickbd Official Telegram

23 responses to “?এখন App Freeze & Hide করুন Shizuku এর মাধ্যমে। Install apps disable.”

  1. asu Contributor says:

    Nice post. Google play service remove Korle problem Hobe?

  2. Code-x Author Post Creator says:

    Thanks.onek app crash korbe bcz ogula run korle google play service lage but system os kisu hobe nah.

  3. Zahidul Islam Contributor says:

    আপনার পোস্টগুলো সত্যি অসাধারণ।রুট ছাড়া সিস্টেম অ্যাপ রিমুভ করার পোস্টটি আমার অনেক উপকারে এসেছে।আপনারা আছেন বলেই এখনো ট্রিকবিডি ভিসিট করি।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

  4. emruliam Contributor says:

    app crash korbe mame bujhini vaiya

    • Code-x Author Post Creator says:

      নগদ ব্যাংকিং অ্যাপ সহ বিভিন্ন অ্যাপে গুগল প্লে সার্ভিস এর দরকার পড়ে ওই অ্যাপ গুলো আর চলবে না।

  5. RkRepon Contributor says:

    Download free music spam

  6. Tech Lover Author says:

    Shizuki…ki all time run kore rakha lagbe? Naki sudu kajer somoy..?

  7. ইমরুজ Legend Author says:

    Good. Keep going.

  8. Md Rasel Rahman Rocky Contributor says:

    আরো পোস্ট চাই ভাই, অসাধারণ পোস্ট!

    আমার ডিভাইস কনফিগারেশনঃ
    ১.ডিভাইসঃ Vivo Y21T
    ২.চিপসেটঃ Snapdraon 680

  9. TrickBD Support Moderator says:

    ধারাবাহিকভাবে মানসম্মত পোস্ট করায় অটো রিওয়ার্ড এর সাথে এক্সট্রা বোনাস এড করা হয়েছে।
    চালিয়ে যান।

  10. Code-x Author Post Creator says:

    Jajakalh, lots of thanks ? bro

  11. Random Contributor says:

    Outstanding ✨

Leave a Reply

Switch To Desktop Version