আসসালামু অলাইকুম
আশা করি সবাই ভাল আছেন?এবং ট্রিকবিডি এর সাথে আছেন।আজ হাজির হলাম সদ্য রিলিজ প্রাপ্ত এডভেঞ্চার গেম নিয়ে।
App Name: Abi A Robots’s Tale
Size: 80 MB
বি.দ্র: ডাউনলোড করার জন্য UC Browser বা Built in Browser ব্যবহার করুন।
আ্যবি নামের এক ছোট্ট রোবট নিজের বন্ধু বার্ড কে খুজতে বের হয় এবং খোজার মধ্যে নতুন নতুন এডভেঞ্চার নিয়েই এই গেম।তার এডভেঞ্চার এর সঙ্গী ডিডি নামের এক বিরাট রোবট।ডিডি মোটা-ভারি ও শক্তিশালী হওয়ার কারনে স্বভাবতই অনেক কাজ আ্যবি ছাড়া করতে পারেনা এবং ধির গতির।আবার ছোট্ট আ্যবির ও রয়েছে কিছু সীমাবদ্ধতা। তারা দুইজনই একে অপরকে সাহায্য করে এবং তাদের পথ পারি দেয় তাদের বন্ধুকে খুজতে ।খেলার মাঝে যুক্ত হয় আরেক বন্ধু জেমি।কিন্তু জেমি পুরোপুরি রোবট নয় তার শরীরের অংশ পুরোটাই মস্তিষ্ক।তার আছে ল্যাব এবং রোবট এসিসটেন্ট।ঘটনা ক্রমে জানা যায় জেমি সবার মত মানুষ ছিল কিন্তু কোন এক্সপেরিমেন্ট দূর্ঘটনা কারনে আজ জেমি রোবট এবং তার ইচ্ছে ল্যাব ত্যাগ করে মেট্রোপলিটনে যয়েন করা।জেমির ল্যাব, ছোট্ট আ্যবির ভুলে আগুন লেগে যায়।তারা তিনজন ল্যাব পরিত্যাগ করে এবং এক বাড়িতে আশ্রয় নেয় যেখানে জেমি আগে সপরিবার এর সাথে থাকতো এবং তারা এখন মেট্রোপলিটনে থাকে।কিন্তু জেমির লক্ষ্য মেট্রোপলিটন আর আ্যম্যির লক্ষ্য তার বন্ধু বার্ড কে খোজা।পরবর্তীতে আ্যমি জানতে পারে তার বন্ধু বার্ড মেট্রোপলিটনে কোথাও থাকে।তিনবন্ধু তখন বেরিয়ে পরে মেট্রোপলিটনের দিকে জেমির পুরোনো সেই রোবট নভোযান ব্যবহার করে।পথি মধ্যে শত্রুর আক্রমনে তারা মেট্রোপলিটন এর আগেই কোন এক জায়গায় আটকে পরে।পরবর্তিতে শত্রুর আক্রমণ এর শিকার হয় তিন বন্ধু।শত্রু নিজেকে বিভিন্ন বস্তুর কালেক্টর হিসেবে দাবি করে,তার নানাবিধ আক্রমনে তিন বন্ধু নাজেহাল হয়ে পরে।তাদের মধ্যে শুধু ডিডি পারে তাদের দুই বন্ধুকে বাঁচাতে।তিনবন্ধু কি শেষ পর্যন্ত তাদের এডভেঞ্চার সমাপ্ত করতে পারে নাকি অন্য কিছু?আপনি নিজেই গেমটি খেলে দেখুন।
কিছু Screenshot:-
পূর্ববর্তী পোস্ট সমুহ:
মন্তব্য:
পোস্টটি সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ। পোস্ট সম্পর্কিত কোন তথ্য বা মতামতের জন্য কমেন্ট করে জানান।টেক বিষয়ে যাবতীয় কোন সমস্যার জন্য কমেন্ট করুন।
সম্পূর্ণ ক্রেডিটঃ Shaheen
Message: Shaheen
এই পোস্ট অন্য কোথাও করা হয় নিই।ট্রিকবিডিতেই প্রথম প্রকাশ।তাই আমার পোস্ট কেউ কপি করার চেষ্টা করবেন না(করাতো দূরে থাক)।যদি অন্য কোথাও পোস্ট করতে চান তাহলে আমার অনুমতি নিয়ে করবেন এবং ক্রেডিট সহ দিবেন।ধন্যবাদ।
10 thoughts on "[don’t miss] হাইগ্রাফিক্স এবং কম এমবির মধ্যে ডাউনলোড করে নিন Abi a robot’s tale এডভেঞ্চার গেমটি"