“মোবাইলে সবাই shareit ব্যাবহার করে কিন্তু ডেক্সটপ/কিংবা  ল্যাপটপ এ হয়ত অনকে shareit  কিভাবে ব্যাবহার করতে হয়ে জানে না।তাদের জন্যই আজকের এই পোষ্ট”

আসসালামু আলাইকুম।বন্ধুরা সকলে কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় ভাল আছি আমি যতসব আজাইরা পোষ্ট করি তেমনি আজও এমন এক আজাইরা পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।আশা করি আপনাদের আমার আজাইরা পোষ্ট ভাল লাগবে।হাহাহহাহা।

মূল কথাঃ shareit  মোবাইলে অনেকে ব্যাবহার করে থাকেন যারা ডেক্সটপ এ ব্যাবহার করতে চান তাদের জন্য দরকার পরবে এই সফটওয়্যারটি।

প্রয়োজনীয় কথাঃ ল্যাপটপ এ ব্যবহার এর জন্য তেমন কোন ঝুট ঝামেলা নেই বললেই চলে । আর ডেক্সটপ এর জন্য প্রয়োজন পড়বে একটি wifi dongel যা বাজার থেকে ৪ কি ৫ শত টাকার মধ্যে পেয়ে যাবেন।

 

কথা না বাড়িয়ে চলুন কাজে চলে যাওয়া যাক। সর্বপ্রথম ডাউনলোড লিংক থেকে ফাইলটি ডাউনলোড করে নিন।

Download

ইন্সল করা একেবারেই সহজ তাই ইন্সল প্রক্রিয়া দেখালাম না।

 

বাকি কিছু বলার প্রয়োজন মনে করছি না ।আশা করি সব ঠিক মত করতে পারবেন্।ও হ্যা যদি ভাল লাগে অবশ্যই কমেন্ট কিংবা ম্যাসেজ এর মাধ্যমে জানাবেন।

 

আপনার কমেন্ট কিংবা ভালবাসা  আমাকে নতুন কাজ করতে সহয়োগীতা করবে।

রাহাত খান।

ফেইসবুক এ আমি : fb.com/rahat46

20 thoughts on "Shareit এবার ল্যাপটপ কিংবা ডেক্সটপ এ।সম্পূর্ন ফি ভাসন সফটওয়্যার।"

  1. Avatar photo gsm sohan Author says:
    Ata setup korte ki wifi device lagbe??????
    1. Avatar photo রাহাত খান Author Post Creator says:
      সাধারনত ল্যাপটপ এ থাকে wifi dongle আর ডেক্সটপ এর জন্য আলাদাভাবে লাগাতে হয়।
    2. Avatar photo gsm sohan Author says:
      amar ta toh desktop tahole ami ki korbo…..??????
  2. Desktop er shareit nia onk agei post hoyece
    1. Avatar photo রাহাত খান Author Post Creator says:
      ও তাহলে ত ভালই। এই পোষ্টটি যারা পূর্ববতী পোষ্টগুলো মিসড করেছে তাদের উদ্দেশ্যে।
  3. Avatar photo Näzmül Häqüë Søbüj Contributor says:
    Desktop er jonno ki korbo??
    1. Avatar photo রাহাত খান Author Post Creator says:
      wifi dongle কিনতে হবে যার মূল্য ৪০০ কি ৫০০ টাকা।
  4. Avatar photo sarderrasel Contributor says:
    বিস্তারিত লিখে তায় পোস্ট করতে হত
    1. Avatar photo রাহাত খান Author Post Creator says:
      ও হামম।ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য।
  5. Avatar photo Ashraf uddin Author says:
    আচ্ছা এইটা কি লেটেস্ট ভারসন
    1. Avatar photo রাহাত খান Author Post Creator says:
      না পুরাতন ভাসন। নতুন থেকে পুরাতন ভার্সন টাই বেশি কার্যকর আমার মতে।
    2. Avatar photo Ashraf uddin Author says:
      ভুল বললেন।
      কখনও পুরাতন ভার্সন ভালো কাজ করবে না নতুন থেকে।
      হ্যা যদি সেখানে র‍্যাম অথবা ইউজিং পারফর্ম আনা হয় তাহলে অন্য কথা।
      ধন্যবাদ। আমিও একটা ব্যবহার করি বাট ওইটার ভার্সন মনে নাই
  6. Avatar photo Johurul Contributor says:
    ভাই সকালে pc বা laptop থেকে ইন্টার নেট শেয়ার করার একটা পোষ্ট করেছিলো। ওই Softwar টা আমার প্রয়জোন কেও link টা বা নাম টা বলবেন।
  7. learner Contributor says:
    thanks onek din theky khujchilam ….. up date version e jhamela bashi,,,,
    1. Avatar photo রাহাত খান Author Post Creator says:
      তাই ত এই ভাসন দিলাম।
  8. Astonnoor Subscriber says:
    Opore Rahat sir Lekha Keno.
  9. Avatar photo Eshtiak Ahmad Badhon Author says:
    Jader PC ase,tara sobai jane.Ar eita to onek old verson…
  10. MohammedRuman Contributor says:
    Vai,eita tho (.bin) file. eita kemne open korbo??
  11. Avatar photo Sumon Mia Contributor says:
    valoy kharap na..

Leave a Reply