“এবার ল্যাপটপ কে hotspot করুন।যেখানে ওয়াফাই নেই বানিয়ে ফেলুন সেখানে WIFI ZONE,অফিস কিংবা বাসায় কিংবা গ্রামের ভিতর যেখানে মডেম ব্যাবহার কারীগন তৈরী করতে পারবেন Wifi Zone”
সর্বপ্রথম মহান রাব্বুল আলামিন এর দরবারে শুকরিয়া জানিয়ে আজ একটি ছোট বিষয় নিয়ে আলোচনা করতে বসলাম।নিয়মিত পোষ্ট দিতে পারি না তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার তৈরীর কাজ করছি তাই আগের মত সময় দিতে পারি না তারপরও আপনাদের ভালবাসার কথা মনে রেখে ছোট খাটো কিছু বিষয় নিয়ে পোষ্ট করতে বসে পড়লাম।
আজকের বিষয়টি অনেকেরই জানা আবার অনেকেরই অজনা ।বিষয়টি হল কিভাবে আপনি আপনার ল্যাপটপকে বিশেষ কোন মূহূর্তে hotspot করে ইন্টারনেট ব্যাবহার করবেন সেই সম্পর্কে আজকের এই আলোচনা।
বন্ধুরা আমরা সবাই জানি এন্ডোরেড মোবাইলকে hotspot করে একজন কিংবা তার অধিক ব্যাবহারকারি ইন্টারনেট ব্যাবহার করতে পারে।কিন্তু বিষয়টি যদি এমন হয় যে আমি যে জায়গায় এখন সেখানে ল্যাপটপ রয়েছে এবং ল্যাপটপটি LAN কিংবা মডেম দ্বারা সম্পিকৃক্ত কিংবা WIFI দ্বারা সম্পৃক্ত যার পাসওয়াড আপনি জানেন না তাহলে এই সফটওয়্যারটি আপনার জন্যই।কেননা এই সফটওয়্যার দ্বারা আপনি নিজেই hotspot করে অন্য ডিভাইসকে কানেক্ট করতে পারবেন।
সুবিধাঃ-
১.ল্যাপটপকে কিংবা ডেক্সটপকে(desktop এর জন্য wifi dongle লাগবে)সহজেই hotspot করা যায়।
২.পাসওয়াড নিজের মন মত সেট করা যায়।
৩.ফাইল ট্রান্সফার করা যায়।
৪.স্পম্পূর্ন ফ্রি ভাসন সফটওয়্যার যার দরুন এটি ব্যাবহারের কোন সময়সীমা নেই।
অসুবিধাঃ
তেমন বিশেষ কোন অসুবিধা নেই বললেই চলে।কিন্তু এটা ঠিক যে লেপটপটি hotspot করবেন অবশ্যই তা hotspot সাপোটেট থাকতে হবে।
ইন্সটল করার আগে:
দেখে নিন আপনার ল্যাপটপটি hotspot করার উপযোগী কিনা এটি দেখতে আপনাকে Start Menu তে গিয়ে Search এ লেখতে হবে CMD (এটি কমান্ড প্যাড এর সংক্ষিপ্ত রূপ)তারপর নিম্মের ছবি অনুয়ায়ী right বাটন ক্লিক করে RUN AS ADMINISTRATOR এ ক্লিক করতে হবে।
netsh wlan show drivers
এখানে এই লেখাটুকু Copy করে Paste করলেও চলবে নতুবা টাইপ করে লেখে Enter চাপলেই নিচের ছবিটির মত কতগুলো ম্যাসেজ আসবে।
এখানে hosted network supported মানে হচ্ছে যে hotspot করা যাবে কিনা যদি Yes করা থাকে তাহলে বুঝতে হবে আমাদের ডিভাইসটি তে hotspot করা যাবে।ব্যাস কাজ শেষ এখন ইন্টসল করুন সফটওয়্যারটি।
সফটওয়ারটির ডাউনলোড লিংক
যদি উপরের লিংক কাজ না করে তাহলে নিচের লিংক
Download Password-rahatsir
সফটওয়ারটি ইন্সটল করা একেবারেই সহজ তাই এ সম্পকে বিস্তাারিত অলোচনা করছি না।
ইনস্টল হওয়ার পর নিন্মের মত একটি Window আসবে।
এখানে আপনি যে নামটি সেট করে দিবেন সেই নাম এই wifi টি সবাই পাবে।
এই অপশনটির মাধ্যমে আপনি খুব সহজেই ফাইল ট্রান্সফার করতে পারবেন মোবাইল এর সাথে।
ধন্যবাদ সবাইকে । আসুন আমরা কপি পেষ্ট মুক্ত অনলাইন কমিনিটি তৈরী করি যেখানে প্রযুক্তির শিক্ষার আলো সকলের মাঝে ছড়িয়ে দেওয়া যায়।
পোষ্ট সর্ম্পকৃত যে কোন ধরনের সমস্যায় আমাকে জানাতে পারেন।
ফেইসবুকে আমি fb.com/rahat46
ধন্যবাদ বলার জন্য। ও আর হ্যা এটাতে কিন্তু ফাইল ট্রান্সফার ও করা যায়।
w8. লিংজ দিচ্ছি।
https://trickbd.com/windows-pc/484476
কারন এই পোস্ট থেকে ভিউয়ার’স রা এক্সট্রা কিছু শিখতে পারবেন।
আমি এখন কি করতে পারি??
The Wireless AutoConfig Service (wlansvc) is not running.
ata ase kano vai???