আপনার যদি কম্পিউটার/ল্যাপ্টপ থাকে, তাহলে আপনি wifi শেয়ার করতে পারবেন। মোবাইলের Hotspot এর মত।

এটা যারা জানেন। তাদের জন্য এই পোস্ট টি না।

যারা জানেন তাদের জন্য এই পোস্ট।


কি আর বলবো!

ট্রিকবিডির অবস্থা আগের মত নেই। এর একমাত্র কারন অতিথি পাখির আগমন।

অতিথি পাখিদের ফালতু সব পোস্টের কারনে ভালো পোস্ট দাতা রা আর ভালো পোস্ট করার অনুপ্রেরণা থেকে বঞ্চিত হয়েছে।

এখন ট্রিকবিডি তে আর কম্পিউটার সম্পর্কিত পোস্ট দেখা যায় না।

আমিও যদিও তেমন কিছু জানি না। শুধু শেখার জন্য এবং কম্পিউটার সম্পর্কে যারা জানেন তাদের কে অনুরোধ করার সাহসের জন্য এই পোস্ট টি করলাম। আপনারা যারা কম্পিউটার সম্পর্কে কম বেশি জানেন, তারা দয়া করে আমাদের কিছু শেখানোর জন্য ট্রিকবিডি তে পোস্ট করুন।


আপনি যদি কম্পিউটার দিয়ে WiFi শেয়ার করতে চান, তাহলে আপনাকে কম্পিউটারে একটা Wifi Adapter লাগাতে হবে।

ল্যাপটপে এটা আগে থেকেই থাকে।

তাই আলাদা করে লাগানোর দরকার নেই।


ল্যাপটপ দিয়ে WiFi শেয়ার নিয়ে আমি এর আগেউ একটা পোস্ট করেছিলাম।

পোস্ট টি দেখুন এখানে।

তারপরেও আমি আরেকটি পোস্ট করতে চলেছি।

কারন আগের পোস্ট টি ছিলো Connectify Hotspot  নিয়ে।

যে সফটওয়্যার দিয়ে WiFi শেয়ার করতে চায়লে আপনাকে Software টি অ্যাক্টিভ করতে হবে।

যদিও আমি Activator দিয়েই দিয়েছিলাম। তবুও অনেকেই Activator দিয়ে Active করতে চান না।


আমি এখন কয়েকটি সফটওয়্যার আপনাদের কে দিচ্ছি। যে সফটওয়্যার দিয়ে আপনি WiFi শেয়ার করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই।

আমি যদিও জানি আপনারা অনেক এক্সপার্ট। তবুও নতুন দের সুবিধার্তে ইন্সটলেশন প্রসেস সহ দেখাচ্ছি।


 

 

01. WiFi Hotspot (1.6MB)

 

প্রথমে ফাইল টি ডাউনলোড করার পরেই Extract করুন।

 

Next এ ক্লিক করুন।

 

আবার Next এ ক্লিক করুন।

 

 

Install এ ক্লিক করুন।

 

 

 

 

দেখুন Install চলছে।

 

 

install হয়ে গেছে। এখন Finish এ ক্লিক করুন।

 

সফটওয়্যার টি ওপেন করুন।

নিচের ছবিতে দেখানো জায়গাতে আপনার WiFi যে নামে শেয়ার করতে চান।

সেই নাম লিখুন।

নিচের ছবিতে নির্দেশ করা জায়গাতে আপনার WiFi এর পাসওয়ার্ড দিন। আপনার WiFi কোনো ডিভাইস দিয়ে কানেক্ট করার সময় ঐ পাসওয়ার্ড টি দিতে হবে।

 

 

 

WiFi শেয়ার চালু করতে চাইলে নিচের ছবিতে দেখানো জায়গাতে ক্লিক করুন।

 

 

 

দেখুন WiFi চালু হয়ে গেছে।

আমি একটা মোবাইল দিয়ে চেক করলাম দেখুন।

 

 

 

 

 

 

 

এছাড়াও Connection এবং Settings অপশন থেকে আপনি আরো কিছু অপশন পাবেন।

এখন আমি প্রায়ই এই সফটওয়্যার টি ব্যবহার করি। কোনো ক্র্যাক এর ঝামেলা নেই। সুবিধা তে কোনো বাধা বাধি নেই।





 

02. Maryfi (1.5)

 

.zip ফাইল টা ডাউনলোড করার পরে Extract করবেন।

 

 

তারপর যে ফাইল টি পাবেন, সেটা ওপেন করবেন।

 

 

নিচের ছবিতে দেখানো জায়গাতে ক্লিক করুন।

নিচের ছবিতে দেখানো জায়গাতে ক্লিক করুন।

 

দেখুন ইন্সটল চলছে।

 

 

অল্প কয়েক সেকেন্ড অপেক্ষা করুন।

 

 

নিচের ছবিতে দেখানো জায়গাতে ক্লিক করুন।

দেখুন অটোমেটিক সফটওয়্যার টি ওপেন হবে।

 

নিচের ছবিতে দেখানো জায়গাতে আপনার WiFi যে নামে শেয়ার করতে চান।

সেই নাম লিখুন।

 

 

 

নিচের ছবিতে নির্দেশ করা জায়গাতে আপনার WiFi এর পাসওয়ার্ড দিন। আপনার WiFi কোনো ডিভাইস দিয়ে কানেক্ট করার সময় ঐ পাসওয়ার্ড টি দিতে হবে।

 

 

 

WiFi শেয়ার চালু করতে চাইলে নিচের ছবিতে দেখানো জায়গাতে ক্লিক করুন।

 

দেখুন WiFi চালু হয়ে গেছে।

আমি একটা মোবাইল দিয়ে চেক করলাম দেখুন।

 

 

 

এই সফটওয়্যার টি তে তেমন খুব একটা ঝুট ঝামেলা নেই।

জাস্ট চালু আর বন্ধ করা।





 

 

03. Baidu WiFiHotspot (5MB)

.zip ফাইল টা ডাউনলোড করার পরে Extract করবেন।

 

 

তারপর যে ফাইল টি পাবেন, সেটা ওপেন করবেন।

 

নিচের ছবিতে দেখানো জায়গাতে ক্লিক করুন।

 

দেখুব কয়েক সেকেন্ডের ভিতরেই সফটওয়্যার টি ইন্সটল হয়ে ওপেন  হয়ে গেছে।

তারপর আপনার WiFi এর নাম এবং পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য, নিচের ছবিতে দেখানো জায়গাতে ক্লিক করুন।

 

 

নিচের ছবিতে দেখানো জায়গাতে আপনার WiFi যে নামে শেয়ার করতে চান।

সেই নাম লিখুন।

 

 

নিচের ছবিতে নির্দেশ করা জায়গাতে আপনার WiFi এর পাসওয়ার্ড দিন। আপনার WiFi কোনো ডিভাইস দিয়ে কানেক্ট করার সময় ঐ পাসওয়ার্ড টি দিতে হবে।

 

 

 

তারপর নিচের ছবিতে দেখানো জায়গাতে মানে OK তে ক্লিক করুন।

দেখুন অটোমেটিক আপনার সেট করা নামে WiFi শেয়ার হচ্ছে।

 

 

 

 

 

আমি এখন WiFi টি কানেক্ট করছি।

 

 

নিচের ছবিতে দেখানো জায়গায় দেখুন আপনার সফটওয়্যার টি তে দেখা যাচ্ছে আপনার WiFi কানেক্ট করা ডিভাইসের সংখ্যা।

 

কানেক্ট হওয়া ডিভাইস সম্পর্কে আরো বিস্তারিত জানতে নিচের ছতে দেখানো জায়গাতে ক্লিক করুন।

 

 

 

দেখুন ডিভাইস টি দেখা যাচ্ছে।

 

 

 

কোন ডিভাইস টি কত টুকু ইন্টারনেট নিয়েছে। তা ও দেখতে পাবেন।

 

ডিভাইসের ওপরে মাউস রেখে ডান দিকে ক্লিক করলেই দুইটা অপশন পাবেন।

যে অপশনের সাহায্যে আপনি কানেক্ট হওয়া ডিভাইস কে ব্লক করতে পারবেন, যাতে করে সেই ডিভাইস টি আপনার WiFi ব্যবহার করতে পারবে না।

 

 

উপরের দেখানো সফটওয়্যার গুলো আমার পছন্দের।

আসা করি আপনাদের ও পছন্দ হবে।

পোস্ট টি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না।

আর আপনার কোন সফটওয়্যার টি ভালো লেগেছে সেটা কম্মেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না প্লিজ।


ভুল ত্রুটি মার্জনা করবেন।


 

একবার আমার চ্যানেল  টি   ঘুরে আসুন

সেখানে ৭০+ ভিডিও আছে।

ফেইসবুকে আমি

আল্লাহ হাফেজ

37 thoughts on "ল্যাপটপ/কম্পিউটার দিয়ে WiFi শেয়ার করার সেরা কিছু সফটওয়্যার | সকল কম্পিউটার ব্যবহারকারী-রা পোস্ট টি দেখুন"

  1. Rj sohag Contributor says:
    ভাইয়া কেউ আমার পোস্ট টা এপ্রুভ করেন প্লিজ
    1. Tuhin Author Post Creator says:
      আমি কিভাবে approve করবো ভাই?
    2. Tuhin Author Post Creator says:
      মানসম্মত পোস্ট হলে অবশ্যই ট্রিকবিডি তা approve করবে। দয়া করে অপেক্ষা করুন। কারন, তাদের কে অনেক কিছু দেখা শোনা করতে হয়।
  2. Sobuzbd24 Contributor says:
    software carai hoy ph a
    1. Tuhin Author Post Creator says:
      হ্যা ভাই।
  3. Nurul Contributor says:
    phn e ki wifi share kora jay ?
  4. Himaloy Himu Contributor says:
    bro, amar pc te wifi&bluethooth setap dibo kmne??
    1. Tuhin Author Post Creator says:
      wireless adapter কিনে লাগান।
  5. krw.mmkkjahed Subscriber says:
    baiy parle kichu pc games er review den windows 7 32 bit highly compressed file plez baiya 1 teke 2 gb ram er bitor
  6. Alamgir Author says:
    HP কোর I3 তে যখন WIN 8 বা 10 চালাই তথন মোবাইলের মত কানেক্ট করেই নেট চলে । কিন্তু Win 7 চালাইলে সার্চ করে WIFI চালানো যায় না শুধু ডাটা ক্যাবল দিয়ে চালাতে হয় রাউটার থেকে । তাছাড়া শেয়ার ইট এপ টাও চলেনা
  7. Mustakim Contributor says:
    Wifi Adapte price koto?? janle bolen bro ami ekta kinbo..??
    1. Tuhin Author Post Creator says:
      350tk theke suru
  8. Binidro Contributor says:
    একটাও কাজ করেনা।
    1. Tuhin Author Post Creator says:
      আপনার কম্পিউটারে যদি wifi adapter৷ ঠিক থাকে। এবং আপনি যদি সঠিক ভাবে নিয়ম অনুসরণ করেন। তাহলে ১০০% কাজ হওয়ার কথা।
      কারন, আমি একাধিক কম্পিউটারে চেক করে তারপর পোস্ট করেছি।
  9. MRS Author says:
    অনেকদিন পর ভালো একটি পোষ্টের দেখা পেলাম অনেক ধন্যবাদ সুন্দর একটি পোষ্ট উপহার দেবার জন্য
    1. Tuhin Author Post Creator says:
      আপনাকেউ ধন্যবাদ ভাই, এত সুন্দর মতামত দেওয়ার জন্য।
  10. Ashraf uddin Author says:
    অসাধারন এটাই খুজছিলাম!
    ধন্যবাদ।
    1. Tuhin Author Post Creator says:
      সুন্দর মতামত প্রদানের জন্য আপনাকেও ধন্যবাদ ভাই
  11. shaadhin Contributor says:
    আমি ল্যাপটপ এ ট্রাই করেছিলাম my wifi router নামের একটা এপ দিয়ে। কিন্তু এটা দেখাতোঃ

    “”ওয়্যারলেস কার্ড নট ফাউন্ড””

    এটা কি এপ এর প্রবলেম নাকি ল্যাপটপ এর প্রবলেম ???

    1. Tuhin Author Post Creator says:
      WiFi এর জন্য সকল ডিভাইসেই. wireless adapter এর প্রয়োজন হয়।
      সম্ভবত আপনার কম্পিউটারের সেটা নষ্ট/ডিসকানেক্ট হয়ে গেছে।
    2. shaadhin Contributor says:
      আগে চলতো।

      তো যাই হোক,,,এই সমস্যা টা কিভাবে সমাধান করব?

    3. Tuhin Author Post Creator says:
      যেখানে কম্পিউটার সারানো হয়,
      আপনার কম্পিউটার টি নিয়ে সেখানে যোগাযোগ করুন।
  12. BAPPI LAHIRE Contributor says:
    সন্দুর একটা টিস পেলাম
    ধন্যবাদ
    1. Tuhin Author Post Creator says:
      আপনাকেও ধন্যবাদ।
      আপনার সুন্দর মতামতের জন্য
  13. Mishu24 Subscriber says:
    wifi use kormo kamne pc ta lapto a
  14. Dx Sohel Contributor says:
    সুন্দর পোস্ট
    1. Tuhin Author Post Creator says:
      অনেক অনেক ধন্যবাদ ভাই।
      আপনার মতামতের জন্য।
  15. naimur Contributor says:
    vai amar laptop a hotspot e on hoy na
    1. Tuhin Author Post Creator says:
      wifi adapter৷ ঠিক থাকলে আমার দেখানো সফটওয়্যার গুলো ব্যবহার করে দেখুন।
      কাজ হবেই
  16. Mahir Shahriar Contributor says:
    Vai USB tethering nia post korle vlo hoto…mane mobile theke dextop(Dextop a built in wifi thake na) a use korar jonno
    1. Tuhin Author Post Creator says:
      এটা সবাই ই জানে ভাই।
      আর এটা নিয়ে পোস্ট করলে মানুষ গালিগালাজ করে কম্মেন্ট করবে নিশ্চিত
  17. FS Ashraful Author says:
    Good post bro carry on
    1. Tuhin Author Post Creator says:
      many many thanks
  18. blackhat Contributor says:
    Windows 10 e sob futures deya ache , kono softwere lagena.
    1. Tuhin Author Post Creator says:
      hotspot share kore icca moto nam lekha jay?
      jake khusi block kora jay?
      amar hotspot j conneck korece tar mobile theke lukiye file transfer kore newa jay.?
      jake khusi block kora jay?
      amar hotspot connect korbe. tar mobile a connected o dekhabe. but, se ektuo net use korte parbe na. evabe block kora jay?
      যদি এগুলো হয়। তাহলে তা নিয়ে একটা পোস্ট করুন ভাই প্লিজ।
      আর কারো উপকার না হলেউ আমি হবো আপনার সেই পোস্টের সবচেয়ে বড় ভক্ত।
      ধন্যবাদ ভাই আপনাকে, আপনার কম্মেন্টের জন্য
  19. pollob Contributor says:
    Win 10 e ki adaptrl lagbe ?
    Naki shudu app diya hbe ?
  20. Tuhin Author Post Creator says:
    আমার পোস্ট টি ভালো করে পড়ুন ভাই।
    win 10 কেনো, win 90 হলেউ হবেনা। যদি আপনার কম্পিউটার/ল্যাপটপ এ wireless adapter না থাকে।

Leave a Reply