যেহেতু কোনো কাজ না করেই ফ্রীতে আর্নিং করছেন হানিগেইন দিয়ে তাই আপনাদের মনে অনেক ধরণের প্রশ্ন আসতে পারে। এই কারণে আজকের এই পোস্ট করা আপনাদের সকল প্রশ্নের উত্তর দেয়ার জন্য।
হানিগেইন নিয়ে আমার আগের পোস্ট বিস্তারিত

হানিগেইন কি করে? এটি কি সেইফ?

হানি গেইন অন্যান্য থার্ট পার্টি কোম্পানিকে প্রক্সি সার্ভিস দিয়ে থাকে এবং এটি ব্যবহার করা একদম নিরাপদ।

আমার পার্সনাল ডাটা কি সেইফ হানিগেইনের সাথে?

আপনার ডাটা ১০০ পার্সেন্ট সেইফ, কেননা হানিগেইন আপনার কোনো পার্সনাল ডাটা নেয়না কিংবা রাখে না। আপনার আইপি এড্রেস, ইমেইল এড্রেস এবং আপনার পেমেন্ট মেথড ও এই পদ্ধতিতে সুরক্ষিত থাকে।

আমার পারিশ্রমিক কীভাবে গণনা করা হয়?

আপনার প্রতি কিলোবাইট ডাটার জন্য আপনি পারিশ্রমিক পাবেন। হিসেব করে দেখা গেছে প্রতি ২০০ জিবি তে ২০ ডলার দেয়া হয়। তাহলে হিসেব করে দেখা যায় প্রতি মেগাবাইটের জন্য আপনি পাবেন ০.০০৯ ডলার এবং প্রতি জিবিতে আপনি পাবেন ০.১০ ডলার করে।

হানিগেইনে ক্রেডিট এর হিসেবটি কি?

হানিগেইনে ১০ ক্রেডিট হচ্ছে ১ সেন্ট বা ০.০১ ডলারের সমান।

কোন জায়গায় হানিগেইন বেশি পারিশ্রমিক দেয়?

হানিগেইনের নির্দিষ্ট কোনো টপ জায়গায় নেই। এটি ওয়ার্ল্ডওয়াইড এবং পৃথিবীর সকল জায়গায় সেইম পারিশ্রমিক পাবেন।

হানিগেইন কি মোবাইল এবং ওয়াইফাই উভয়ক্ষেত্রে কাজ করে?

হানিগেইন মোবাইল এবং ওয়াইফাই উভয় নেটওয়ার্ক এ কাজ করে তবে আমি সাজেস্ট কুরব ওয়াইফাই দিয়ে কাজ করতে।

সর্বনিম্ন কত হলে উইথড্র করতে পারব?

সর্বনিম্ন ২০ ডলার হলে উইথড্র করতে পারবেন।

কোন উপায়ে পেমেন্ট উইথড্র করতে পারব?

হানিগেইন আপাতত পেপাল সাপোর্ট করে তবে খুব শীগ্রই অন্যান্য পেমেন্ট মেথড আসছে।

আমার আর্নিং বাড়ানোর কোনো উপায় আছে?

এটি একদম সিম্পল, একাধিক ডিভাইসে হানিগেইন ইন্সটল করুন এবং আপনার আর্নিং বাড়ান।

কোন নেটওয়ার্ক এ হানিগেইন কাজ করে এবং Network Unusable Error এর অর্থ কি?

হানিগেইন মোবাইল নেটওয়ার্ক এবং বাসার ওয়াইফাই এর আইপি তে কাজ করে এবং আপনি যদি অন্য কোনো নেটওয়ার্ক এ যুক্ত থাকেন তবে এই মেসেজ দেখাবে। আপনি অন্য কোনো নেটওয়ার্ক এ যুক্ত না হওয়া পর্যন্ত হানিগেইন কাজ করা বন্ধ রাখবে।

আমি সর্বোচ্চ কয়টি ডিভাইসে হানিগেইন ব্যবহার করতে পারব?

আপনি চাইলে ১০০ টি ডিভাইসে হানিগেইন ইন্সটল করতে পারবেন তবে প্রতি ৩ টি ডিভাইসে মিলে ১ টি আইপি হতে হবে। অর্থাৎ আপনার বাসায় যদি ১ টি ওয়াইফাই থাকে তবে আপনি আপনার ৩ টি ডিভাইসে হানিগেইন ইন্সটল করতে পারবেন। যদি আপনার বসায় ২ টি ওয়াইফাই নেটওয়ার্ক থাকে তবে আপনি ৬ টি ডিভাইস কানেক্ট করতে পারবেন। এখন আপনি কি ৬ টি একাউন্ট ৬ টি ডিভাইসে কানেক্ট করবেন? উত্তর হলঃ না। কারণ ৬ টি ডিভাইসে যদি ৬ টি একাউন্ট খুলেন তবে ৬ টি আলাদা আলাদা ডিভাইসে আর্নিং হতে থাকবে এবং তা অনেক সময় অপচয়। যদি ৬ টি ডিভাইস একটি একাউন্টে কানেক্ট করেন তবে সব ডিভাইস থেকে আর্নিং এক একাউন্টে জমা হবে এবং খুব তাড়াতাড়ি আর্নিং হবে। তাহলে বলা যায় ১০০ টি ডিভাইসে জন্য আপনার দরকার হনে ৩৩-৩৪ টি ওয়াইফাই নেটওয়ার্ক অথবা ভিন্য ভিন্য আইপি। তবে সবচেয়ে বেশি আর্ন হবে যদি প্রতিটি ডুভাইস ইউনিক আইপির সাথে যুক্ত থাকে।

Network Overused এর অর্থ কি?

কোনো নেটওয়ার্ক এ আপনি ৩ টির বেশি ডিভাইস যুক্ত করলে এই মেসেজটি দেখাবে এবং ডিভাইসটি সাসপেন্ড করে দেয়া হবে যতক্ষণ পর্যন্ত না আপনি ডিভাইসটি রিমুভ করছেন।

কি পরিমাণ ডাটা হানিগেইন ব্যবহার করে?

হানিগেইন প্রায় প্রতিদিন ২ জিবি পর্যন্ত ডাটা ব্যবহার করে কিন্তু আপনার নেটওয়ার্ক এর উপর ভিত্তু করে সর্বোচ্চ ১৫ জিবি পর্যন্ত হতে পারে।

আমার ক্রেডিট কি Expire হতে পারে?

ক্রেডিট সাধারণত এক্সপায়ার হয় না তবে আপনি যদি ইনএকটিভ হয়ে যান তবে যেদিন থেকে ইনএক্টিভ হয়েছেন তার ৬ মাস পর আপনার ক্রেডিট এক্সপায়ার হয়ে যাবে।

হানিগেইনে কীভাবে যোগাযোগ করব?

তাদের ফেসবুক পেইজের মাধ্যমে বা ইমেইলে যোগাযোগ করতে পারেন।

হানিগেইনে কি রেফারের কোনো উপায় আছে?

তাদের রেফারের প্রোগ্রাম চালু আছে এবং প্রতি রেফারের ১০ পার্সেন্ট আর্নিং আপনার একাউন্টে প্রতিদিন যোগ হবে। এবং কারো রেফারে যুক্ত হলে আপনি ৫ ডলার বোনাস পাবেন।

কীভাবে বুজব আমার হানিগেইন এপ কাজ করছে?

যদি এন্ডয়েড ইউজার হন তবে নোটিফিকেশন বারে ছোট Bee আইকন দেখতে পাবেন।

Vpn ব্যবহার করে কি হানিগেইন ইউস করা যাবে?

না। হানিগেইন Vpn সাপোর্ট করে না।

আমি আমার ডাটা কানেকশন বন্ধ করলে কি হবে?

যতক্ষণ পর্যন্ত না আপনি ডাটা অন করছেন আপনার হানিগেইন এপ বন্ধ থাকবে।

হানিগেইন কি আমার ব্যাটারির চার্জ কমিয়ে ফেলবে?

যেহেতু এটি সারাদিন বেকগ্রান্ডে চালু থাকবে তাই আপনার ফোনের চার্জ আগের চেয়ে দ্রুত শেষ হবে। তবে হানিগেইন ৫-১০ পার্সেন্ট এর বেশি আপনার ব্যাটারি ব্যবহার করবে না।

Android এবং Windows কোনটিতে বেশি আর্ন করা যায়?

এক ওয়েবসাইটে দেখলাম হানিগেইন Windows এর চেয়ে বেশি আয় করে Android এ। তাই আপনি আরাম করে আপনার ফোনে ব্যবহার করতে পারেন।

টাকা Withdraw করতে কয়দিন লাগে?

হানিগেইন এ উইথড্র করতে সর্বোচ্চ ২ দিন সময় লাগতে পারে।

SUPPORT ME

অন্য কোনো প্রশ্ন থাকলে বা যদি আমাকে সাপোর্ট করতে চান আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন।
Join My Telegram Channel

21 thoughts on "Honeygain সম্পর্কে জেনে নিন সকল প্রশ্নের উত্তর এবং কোনো কাজ না করেই ইনকাম করুন।"

  1. Sabbir Contributor says:
    Ei apps e ki emon kono system ache jetate ami amr phone er sudu Wifi use korbe…Mane jokhon mobile data use korbo tokhon app seta use korbe na bt jokhon Wifi use korbo sudu tokhon use korbe
    1. YASIR-YCS Author Post Creator says:
      Hmm. ইন্সটল করার সময় এই পারমিশন নিয়ে নেই মোবাইল ডাটা ইউস করবে কি করবে না। তাছাড়া সেটিংং এ গিয়েও তা ঠিক করতে পারেন। এমনকি ব্যাটারি ইউস করবে কিনা তাও সেট করা যায়। অর্থাৎ তখন শুধু চার্জ দেয়া অবস্থায় এই এপ কাজ করবে।
  2. Sabbir Contributor says:
    O…accha ekta wifi line e highest 3 ta device connenct korte parbo eita ki sudu jekono ekta wifi line ei use korte parbo??
    Dhoren amr basar wifi te 3 ta device connect korlam ekhon oi 3 ta device e jodi onno arekta wifi line e niye connect kora jbe ba korle ki hobe?
    1. YASIR-YCS Author Post Creator says:
      প্রতি ৩ টা ডিভাইসে একটা নেটওয়ার্ক ইউস করতে পারবেন। ধরুন বাসার (wifi 1) এখানে ৩ টা ডিভাইস দিসেন। এখন ডিভাইসগুলা আপনি অন্য (wifi 2)তে দিসেন অসুবিধে নেই। যতক্ষণ আপনার ৩ টা ডিভাইস একই নেটওয়ার্ক ব্যহার করবে ততক্ষণ কোনো সমস্যা নেই। আপনি চাইলে নেটওয়ার্ক পরিবর্তন করতে পারেন। তবে আপনার ৪ টা ডিভাইস (wifi 1) ( wifi 2) একসাথে ব্যবহার করতে পারবেনা।
  3. Shorif Ahamed Contributor says:
    amar pc daily 400-500 Mb moto hoccha……What’s wrong with me?
    1. YASIR-YCS Author Post Creator says:
      pc তে কিছুটা কম খরছ হয়?। আপনি এক কাজ করতে পারেন পিসিতে Android emulator use করতে পারেন এতে করে এক্সাথে আপনি পিসি+মোবাইল দুনুটা ইউস করতে পারবেন। তবে খেয়াল রাখবেন যেন একই নেটওয়ার্ক এ ৩ টির বেশি ডিভাইস না হয়।
  4. YASIR-YCS Author Post Creator says:
    pc তে কিছুটা কম খরছ হয়?। আপনি এক কাজ করতে পারেন পিসিতে Android emulator use করতে পারেন এতে করে এক্সাথে আপনি পিসি+মোবাইল দুনুটা ইউস করতে পারবেন। তবে খেয়াল রাখবেন যেন একই নেটওয়ার্ক এ ৩ টির বেশি ডিভাইস না হয়।
    1. Shorif Ahamed Contributor says:
      Amar jai vabe cholcha…….20$ hote maybe 1 year lagbe.
    2. YASIR-YCS Author Post Creator says:
      ??। আমার ৭ ডলার হয়ে গেছে?। ইউস ইউনিক আইপি এন্ড ইউস multiple devices. এ ছাড়া আর কোনো উপায় নেই
  5. K K Riaz Contributor says:
    “Unusable Network” দেখাচ্ছে।

    আমি কি করব?

    1. YASIR-YCS Author Post Creator says:
      হানিগেইন মোবাইল নেটওয়ার্ক এবং বাসার ওয়াইফাই এর আইপি তে কাজ করে এবং আপনি যদি অন্য কোনো নেটওয়ার্ক এ যুক্ত থাকেন তবে এই মেসেজ দেখাবে। আপনি অন্য কোনো নেটওয়ার্ক এ যুক্ত না হওয়া পর্যন্ত হানিগেইন কাজ করা বন্ধ রাখবে।
  6. K K Riaz Contributor says:
    আমার বাসায় ওয়াইফাই রয়েছে।

    আমি কম্পিউটার ও মোবাইল দুইটা দিয়ে ই চেষ্টা করেছি।

    হচ্ছে না।

    1. YASIR-YCS Author Post Creator says:
      আপনার নেটওয়ার্ক এর সমস্যা । ইউটিউবে সার্চ করে দেখেন কোনো সমাধান পান কিনা।
  7. Labib Author says:
    [ কমেন্ট হচ্ছে না কেন? ]
    1. Labib Author says:
      [ !! এটা তো হলো !? ]
  8. Labib Author says:
    কমেন্ট করলেও সেটি দেখাচ্ছে না কেন? কি সমস্যা হলো?

    কমেন্ট টি

    1. YASIR-YCS Author Post Creator says:
      আপনার পার্সনাল কোনো ইনফরমেশন তারা নেয় না। ইমেইল, পেমেন্ট মেথড, ডিভাইস ডিটেইলস কিছু না।
  9. Tara miah Contributor says:
    গতকাল ১১টা রেফার করছি।এখনো কোন বোনাস পাই নি
    1. YASIR-YCS Author Post Creator says:
      আপনার রেফারের ডেইলি ইনকাম এর ১০ পার্সেন্ট প্রতিদিন আপনার একাউন্টে যুক্ত হয়ে যাবে।
  10. Labib Author says:
    নিলেও নিজের পার্সোনাল ইনফরমেশন থেকে বেশি কিছুই নেয়, সেটা হলো নিজের নামে রেজিস্টার করা আইপি এর গেটওয়ে।

Leave a Reply