Be a Trainer! Share your knowledge.
Home » Technology Updates » নতুন মোবাইল ফোন কিনার আগে জেনে নিন ফোন টি কি

নতুন মোবাইল ফোন কিনার আগে জেনে নিন ফোন টি কি

নতুন মোবাইল ফোন কিনার আগে জেনে নিন ফোন টি আসো না নকল এবং সরকারি ভাবে বাংলাদেশে ফোন টি আমদানি করা হয়েছে কি না ও সরকারে ডাটা বেজে এই ফোন এর তথ্য আছে কি না।

এই সকল কিছু যানা যাবে ছোট একটা এসএমএস পাঠিয়ে (ফ্রি তে)

তো শুরু করা যাক কি ভাবে কি করবেন

প্রথমে মোবাইল ফোন কিনার আগে দেখবেন ফোন এর box ২টা ১৫ ডিজিটের IMEI নাম্বার আছে ঠিক নিছের মত

এবার যে কোন ফোন এর message অপশনে গিয়ে লিখেন KYD স্পেস দিয়ে ১৫ ডিজিটের IMEI নাম্বার দিয়ে

পাঠিয়ে দিন ১৬০০২ নাম্বারে (ফ্রি তে)

উদাঃ KYD 860692041078876

তার পর ১ মিনিট এর মধ্যে একটা এসএমএস আসবে ফোনটি যদি আসল এবং সরকারি ভাবে আমদানি করা হয় তা হলে নিছের মত এসএমএস আসবে।(লেখা থাকবে ডিভাইসটির IMEI বিটিআরসি’র ডাটাবেইজে পাওয়া গেছে)

আর যদি ফোনটি আসল না হয় এবং সরকারি ভাবে আমদানি না করা হয়ে থাকে তা হলে এসএমএস আসবে যে ডিভাইসটির IMEI বিটিআরসি’র ডাটাবেইজে পাওয়া যাইনি

বিকাশ একাউন্ট আছে কিন্তু কোনো দিন বিকাশ অ্যাপ এ ঢুকেননি তাড়া ফ্রি তে ২০ টাকা নিয়ে নিন।

আমাদের একটা রুমান্টিক বিষয়ক Facebook Group আছে যেখানে সবাই Add হবেন

মাই রবি অ্যাপ এ প্রথম বার রেজিস্ট্রেশন করে রবি সিমে ফ্রি তে এমবি নিয়ে নিন।

নিজের ও পরিবারের সুস্থতা নিশ্চিত করতে জনসমাগম এড়িয়ে চলুন; ঘরে থাকুন, নিরাপদে থাকুন!

ধন্যবাদ

4 years ago (Jun 04, 2020)

About Author (765)

Uzzal Mahamud
Pro author

চলো সবাই প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলি....!!

Trickbd Official Telegram

5 responses to “নতুন মোবাইল ফোন কিনার আগে জেনে নিন ফোন টি কি”

  1. Nirob Contributor says:

    এটা কোন টাইটেল হল আপনি লিখতে পারতেন যে অফিসিয়াল বা আনঅফিসিয়াল ফোন চিনবেন কিভাবে…
    কন হে ইয়ে লোগ কাহা সে আতি হে…

  2. pradip Contributor says:

    এখানে আসল নকল এর কি আছে বোকা** একটা সরকার কে ট্যাক্স দিয়ে আনা আরেক টা না দিয়ে আনা… পোষ্ট করার আগে ভালো করো ওই বিষয়ে তদন্ত করা উচিত

  3. Jakir Hossain Contributor says:

    ছোট বড় আবালে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে তুমি আবাল সব আবালের সেরা।

  4. shueb ahmed Contributor says:

    ভাই টাইটেল ঠিক করেন অফিশিয়াল আর আনঅফিশিয়াল এখানে আসল নকল লিখার মানে কি সরকার নকল ফোন allow করেনা তাই টাইটেল ঠিক করেন

Leave a Reply

Switch To Desktop Version