কেমন হয় যদি সকল পর্ন সাইট এমনভাবে বন্ধ করা যায় যাতে কোনপ্রকার VPN দিয়েও ঐসব সাইট ভিজিট না করা যায় ?
এটা যারা পর্ণ আসক্তিতে ভুগছেন অথবা আপনার ছোট ভাই বা আপনার সন্তানকে পর্ণ থেকে দূরে রাখতে চান তাদের জন্য খুবই কার্যকর একটা উপায় কারণ এটা ওর ডিভাইসে করলে সে মনে করবে হয়তো বাংলাদেশ থেকে এগুলো ব্লক করা হয়েছে তখন ভিপিএন দিয়ে ট্রাই করেও সে সফল হবেনা ।
তো কিভাবে পর্ণ সাইটগুলো ব্লক করবেন?
আসুন জেনে নেই, কিভাবে ফোনের সেটিংস থেকে সকল প্রকার পর্ন সাইট একবারে বন্ধ করে দিবেন। এটি করলে গুগলে সার্চ করে কোনো পর্নসাইট খুঁজে পাওয়া যাবে না।
শুরুতে আপনাকে ফোনের সেটিংসের Connections & Sharing এ যেতে হবে।
সেখানে যাওয়ার পর, Private DNS অপশনটিতে যেতে হবে। তবে বলে রাখা ভালো যে, কিছু কিছু ফোনে Private DNS অপশনটি অন্য জায়গায়ও থাকতে পারে। পর্নসাইট বন্ধ করার জন্য এই Private DNS অপশনটিই প্রয়োজন। তাই, আপনার ফোনের সেটিংস থেকে Private DNS অপশনটি খুঁজে বের করুন।
এরপর, Private DNS অপশনটিতে ক্লিক করার পর তিনটি অপশন পাবেন। এর মধ্যে এটি অপশনে ক্লিক করলে এডিট করা যায়। যেটিতে এডিট করা যায়, সেটিতে adult-filter-dns.cleanbrowsing.org লিখে সেভ করে দিন।
আল্লাহু আকবার! এতটুকু করলেই সমস্ত পর্ন সাইট আপনার ফোন থেকে বন্ধ হয়ে যাবে। কোনোরকম পর্ন সাইট আর আপনার ফোন থেকে খুঁজে পাওয়া যাবে না। ইনশাআল্লাহ!
জাযাকাল্লাহু খাইরান!
Some Examples:
পোস্টটি ফেসবুকে করেছিলেন Ebrahim Hossain ভাই
★★আমার আগের পোষ্ট যারা মিস করেছেন তারা নিচের লিংক থেকে দেখে নিনঃ
★★নিয়ে নিন মোবাইল দিয়ে অডিও,ভিডিও ডাউনলোড করার জন্য সবচেয়ে জনপ্রিয় এবং সেরা Videoder এপের প্রিমিয়াম ভার্সন! ?
★★আপনার কম্পিউটারের নরমাল কীবোর্ডে মেকানিক্যাল কীবোর্ডের সাউন্ড ব্যবহার করুন!
★★ মেসেঞ্জারে মেসেজ আসে না কেন । মেসেঞ্জারে মেসেজ না আসার সমস্যার সমাধান
★★এক বছরের জন্য Canva Premium একদম ফ্রীতে নিয়ে নিন! । এবার মাত্র ২ মিনিটে হবে সেরা সব ডিজাইন
তাদের সাইটে এই লেখা পাইলাম। আপনি পোস্ট এ এইডা কিতা কইলেন।
ভিপিএন শুধুমাত্র পর্ন সাইট না, আইপি হাইড,সিকিউরিটি সহ অন্যান্য কাজেও ব্যবহৃত হয় এটা আপনার ঐসব কাজে সমস্যা করবে না।
Thanks for your comment ?
কীভাবে Google safe search on করতে হয় এটার টিউটোরিয়াল ইউটিউব/ গুগল করলেই পেয়ে যাবেন।
Stay with TrickBD ?
তাই কনটেন্ট ক্রিয়েটরদের এড দেখার মাদ্ধমে সাপোর্ট দিন ।
আশা করছি বুঝতে পেরেছেন, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ?
Private DNS বক্সে বসিয়ে দিলেই ব্লক হবে সব এডস।
kisu phone a to private dns nai tadar ki hbe?
কীভাবে Google safe search on করতে হয় এটার টিউটোরিয়াল ইউটিউব/ গুগল করলেই পেয়ে যাবেন।
Stay with TrickBD ?
আবার অফ করে দেখলাম। এখন আগের মতো সেই স্পিড।
আসলে DNS আপনার নেটওয়ার্কের স্পিডে তেমন বেশি প্রভাব ফেলে না
এই ভিডিওটা দেখতে পারেন
তাছাড়া সাবমেরিন কেব্লের কাজ চলছে তাই হয়তো নেটওয়ার্ক আপ ডাওন করছে দেশে ইন্টারনেটের গতি কম থাকবে আগামী ৩ দিন | Internet Slow
Thanks for your comment <3
কীভাবে Google safe search on করতে হয় এটার টিউটোরিয়াল ইউটিউব/ গুগল করলেই পেয়ে যাবেন।
Stay with TrickBD ?
Thanks @Adib bro for your contribution
Puffin গুগলের DNS ব্যাবহার করে তাই প্রাইভেট DNS কাজ করেনা ।
অনেকটা এরকম => https://www.lifehacker.com.au/2018/06/how-to-bypass-isp-blocking-of-the-pirate-bay-and-other-torrent-sites-for-free/
কীভাবে Google safe search on করতে হয় এটার টিউটোরিয়াল ইউটিউব/ গুগল করলেই পেয়ে যাবেন।
Stay with TrickBD ?
Your comment is motivation for me ?
উনার UC browser uninstall করে দেওয়া উচিত
আমি বিভিন্ন ভাবে চেষ্টা করেছি ।
Just , পোস্ট টি খুবই উপকারী ।
মেবি নেটওয়ার্ক স্লো
তাছাড়া পর্নো সাইট গুলোও বন্ধ হয়নি ।
উল্টো আপনার ট্রিকটি পরিক্ষা করতে গিয়ে পর্নো সাইটে যেতে হয়েছে ।