সবাইকে সালাম ও শুভেচ্ছা। আশা করি, সম্মনীত ভিজিটর বন্ধুরা আপনারা সবাই ভাল আছেন। আজকের টিউনটি করব বিট কয়েন সাইটের আরো কিছু লিগ্যাল সাইট নিয়ে যাহা টিউনের শিরোনামেই উল্লেখ করেছি। আসলে প্রায় ৩ মাস পূর্বে আমি বিট কয়েন আয়ের সেরা সাইট এর সাখে পরিচয় করিয়ে দিয়েছিলাম। অতপর আরো কিছু আয় বৃদ্ধি করার জন্য বেশ কিছু ইনভেস্টমেন্ট সাইটের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম।যাইহোক বিট কয়েন আয় নিয়ে ভিজিটর বন্ধুদের কাছ থেকে বেশ ভাল সাড়া পাই।

অতপর তাদের অনেকেই আমাকে বিট কয়েন ইনকামের আরো কিছু সাইটের ঠিকানা দিতে অনুরোধ করেছিলেন। অবশ্য প্রতিত্তরে সবাইকে আশ্বস্ত করেছিলাম একটু বিলম্ব হলেও তা আমার ব্লগ সাইটে আপডেট করে দিব। সেই প্রেক্ষিতে অাজকের এই টিউন। সত্যি কথা বলতে কোন সাইট ভিজিটরদের পরিচয় করানোর পূর্বে নিজে কাজ করে, পরীক্ষন, পর্যবেক্ষণ, পেমেন্ট পাবার পর টিউন পাবলিশ করি। কারন ব্যক্তিগতভাবে অযথা ভূইফোড় টিউন করে ভিজিটর বন্ধুদের হয়রানি করা আমার কাজ নই। অনেক বক বক করা হল এবার টিউনের মূল কাজের অংশে যাচ্ছি। আপনি বিট কয়েনের যে সাইটে কাজ করুন না কেন আপনাকে একটি বিট কয়েন ওয়ালেট এড্রেস লাগবে যেখানে যাবতীয় বিট কয়েন সাইটের কাজ তথা লগইন, লেনদেন করা, পেমেন্ট পাওয়া বিষয়ে সাহায্য করবে। এখানে বিট কয়েন ওয়ালেট বুঝাতে চেয়েছি মূলত কয়েন বেইজ সাইটের ঠিকানা। আসলে যারা বিট কয়েন সাইটে কাজ করছেন তাদের নতুন করে কয়েন বেইজ সাইটের একাউন্ট করার প্রয়োজন নাই। তথাপি যারা নতুন তাদের একাউন্ট ক্রিয়েট করতে হবে। একাউন্ট ক্রিয়েট করার জন্য অনুসরন করুন এইলিঙ্কে

বিট কয়েন আয়ের নতুন সাইট
নতুন সাইটে কাজ করার পূর্বে আপনার বিট কয়েন এড্রেস তথা কয়েন বেইজ সাইটের ৩৪ বর্ণের ওয়ালেট নোট প্যাডে কপি করে নিন। কারন এটি নিম্নোক্ত সাইটে কাজ করতে কিংবা রেজি: করার সময় পেষ্ট করতে হবে।

1. Goldsday

আসলে অনেক সাইট আছে যারা আপনাকে তাদের সাইটের অ্যাড দেখার বিনিময়ে আপনাকে বিটকয়েন দিয়ে থাকে। এইসব সাইটে গিয়ে আপনার বিটকয়েন অ্যাড্রেস দিয়ে ক্যাপচা পূরণের মাধ্যমে আপনি খুব সহজেই বিটকয়েন আয় করতে পারেন। আমি এখন আমার দেখা সবচেয়ে নির্ভরযোগ্য কিছু সাইটের কথা এখানে আলোচনা করবো।

প্রথমেই বলতে হয় গোল্ডস-ডে সাইটটি সম্পর্কে, প্রথমে রেজি: করুন এখানে

অতপর স্পিন শেষ হলে ক্যাপচা পূরণ করে ক্লেইম করলেই আপনার অ্যাকাউন্টে সাথে সাথেই বিটকয়েন জমা হয়ে যাবে। একবার বিটকয়েন পাওয়ার ১০মিনিট পর আবার স্পিন করে বিটকয়েন পাওয়া যাবে।

2. Starbits
কাজের প্রসেস কিন্তু ১ নং সাইটের মতই। এবং বাকি যে সাইট গুলোর লিংক দিব তার কাজ হবুহু একই। এই ধরনের স্পিন করে বিটকয়েন পাওয়ার অন্য একটি সাইট হলো স্টারসবিট

 

 

3.Free Bit coin org
রেজি: করতে ক্লিক করুন এখানে

4. Coin Collect


রেজি: করতে ক্লিক করুন এখানে

5. Crownfucet

রেজি: করতে ক্লিক করুন এখানে

 

 

 

6. Goldfucet

করতে ক্লিক করুন এখানে

 

 

 

7.Dreamfucet

রেজি: করতে ক্লিক করুন এখানে

 

 

 

8. Millionsatoshi

রেজি: করতে ক্লিক করুন এখানে

 

 

 

9. Spinandwin

রেজি: করতে ক্লিক করুন এখানে

 

 

 

10.Surprizes

রেজি: করতে ক্লিক করুন এখানে

 

 

 

কাজ করার কৌশল এবং সাইটগুলোর বৈশিষ্ট সমূহ

১। আসলে একাউন্ট ওপন করাটা তেমন কষ্টকর নই। শুধুমাত্র বিট কয়েন এড্রেসটা ইনপুট করলেই হলো। এরপর ক্লাইম > নেক্সট করলেই বাকি কাজটুকু করতে পারবেন।
২। এই সকল সাইটে মূলত সাতোশি হিসাবে জমা হয়। যেখানে বিভিন্ন সাইট প্রায় প্রতি ১০ মিনিট কিংবা ৫ মিনিট কিংবা ৩০ মিনিটে ১০০ সাতোশি থেকে ১০০০০ সাতোশি পর্যন্ত পে করে থাকে।
৩। কোন কাজ না করলেও একাউন্ট ডিলেট কিংবা ডিজাবল হবার সম্ভাবনা নাই।
৪। প্রতিনিয়ত কাজের সাথে রেফারেলের মাধ্যমে কিছুটা আয় বৃদ্ধি করতে পারবেন। সেই হিসাবে আপনার সাইটের লিংকগুলো বিভিন্ন ব্লগ সাইট, সোসাল সাইটে ফ্যানারদের সাথে শেয়ার করতে পারেন।

সকল সাইটের কাজ শুধুমাত্র ১ টি সাইটের মাধ্যমে লগইন করে বিটকয়েন/সাতোশি আয় এবং উইথড্র করুন

অনেকেই অভিযোগ করবেন এতগুলো সাইটের লিংকে কিভাবে কাজ করব কিংবা মনে রাখব? হ্যা বন্ধুরা দুশ্চিন্তার কারন নাই। এবার এমন একটি সাইটের লিংক দিব যেখানে সাইনআপ করলেই সকল সাইটের লিংক পেয়ে যাবেন। এমনকি এই সকল সাইটের ইনকম সাতোশি সবই উক্ত সাইটে যাবে এবং সেখান হইতে উইথড্র করতে পারবেন।
তাহলে এবার রেজি: করুন এখানে ইপে.ইনফো
১। এরপর cheek your Wallet এ-ক্লিক করুন> নিম্নরুপ চিত্র আসবে > ইউজার নেইম হিসাবে একটি নাম সেট করুন কিংবা বিট কয়েন এড্রেসটা ইনপুট করুন (অবশ্য পরবর্তীতে ড্যাশবোর্ডে লগইন করে ইউজার নেইম সেট করতে পারবেন)> অতপর পাসওয়ার্ড সেট করে লগইন করুন।

২। নিম্নরুপ ড্যাশবোর্ড আসবে সেখানে বাম প্যানেল দেখুন।অর্থাত যাবতীয় বিট কয়েন সাইটের কাজ করা, প্রফাইল সাজানো, সাতোশি উথড্র করা, ডিপোজিত করা, উইথড্র করা সহ বিটকো ইন সাইটের মত গেম, লটারী খেলা সবই করা যাবে। ২/১ বার ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন।

কিভাবে উপরোক্ত সাইটগুলোর কাজ এক সাথে করবেন?
মনে করি আপনি ইবে সাইটের ড্যাশবোর্ডে আছেন সেখানের বাম পাশের সাইডবার হইতে Fee BTC তে ক্লিক করুন> সেখানেই যাবতীয় সাইটের লিংক পেয়ে যাবেন > অতপর সেই সব সাইটের লিংকে ভিজিট করলেই কাজগুলো করতে পারবেন। এখানে মূলত ২০ টি সাইটের লিংক পাইবেন। উল্লেখ্য আপনি উপরোক্ত সাইট হতে যে সাতোশি আয় করবেন তা সবই এই ইবে সাইটে জমা হবে।

আপনার প্রতিদিনের আয় কত হলো তা ড্যাশবোর্ড এবং ট্রানজেকশন মেনু হতেই দেখতে পারবেন।

 

 আশা করি উপরোক্ত আলোচনা হইতে বিষয় গুলো বুঝতে পেরেছেন। হ্যা আপনাকে আর কষ্ট করে অতগুলো সাইটের ঠিকানা মনে রাখা লাগবেনা। বিশেষত ইবে সাইটে প্রবেশ করলেই কেল্লাফতে! এখানে প্রতিটি সাইটে কাজ করার প্রয়োজন মনে করিনা, তারপরেও আপনার আগ্রহ। এখানে যে সাইটগুলোর মিনিট/ঘন্টা প্রতি সাতোশি বেশী সেখানে কাজ করার চেষ্টা করবেন।

উইথড্র করার নিয়ম

অাপনি যে সাইটেই কাজ করুন না কেন সকল বিটিসি/সাতোশি ইবে সাইটে জমা হবে। এখানে সর্বনিম্ন 30000 Satoshis হলেই আপনার কয়েনবেইজ সাইটে উইথড্র করতে পারবেন। এই জন্য আপনার প্রফাইলে বিট কয়েন এড্রেসটি সেট করে দিবেন।তাছাড়া আপনি নিজেই সেট করে দিতে অটোমেটিক অপশনটি ফলে প্রতি সপ্তাহে/মাসে 30000সাতোশি হলেই আপনার বিটকয়েন একাউন্টে ডিপোজিত হয়ে যাবে।

আমার পেমেন্ট প্রুফের প্রমাণ

যেহেতু নিজেই পর্যবেক্ষণ এবং পরীক্ষণ এবং পেমেন্ট পাওয়ার পর এই টিউনটি করছি। অাসলে এখানে যতটা বেশী সময় দেওয়া যাবে ততটা বেশী ইনকাম সাতোশি অর্জন করা যাবে। ফলে দেখা যাবে কেউ উইথড্র করতে পারবে ৩ দিনের মাথাতে কিংবা কেউ ১৫ দিনের মধ্য। অনেকের আবার তাও হবে না। যাইহোক কাজের প্রমাণ পাওয়ার জন্য অামি এখানে বেশ কিছুটা সময় দিয়েছিলাম প্রায় ৫ দিনের মাথাতে ৩ ডলার মত উথড্র করতে পেরেছি। আমার পেমেন্টের প্রমাণ চিত্র:

শেষ কথা

টিউনের একেবারে শেষ অংশে। অবশ্য সংক্ষেপে আলোচনা করলে টিউন শেষ করতে পারতাম। কিন্তু যারা নবীন, নিয়মিত ইন্টারনেটে সময় দেন, বাট ফ্রিল্যান্সিং সম্পর্কে বুঝেন না, অথচ মামুলি কিছু ইনকাম করার শখ মূলত তাদের কথা বিবেচনা করেই বুঝানোর সুবিধার্থে এত বিস্তারিত আলোচনা করতে হল।  আমি পুনরায় রিপিট করছি এই টিউন গুলোর একটা উদ্দেশ্য ছিল যারা ইন্টারনেটের এখনো আয় সম্পর্কে জানেন না, ফ্রিল্যান্স করেন না কিন্তু ইন্টারনেটে সময় দেন মুলত তাদের কিছুটা জানান দেওয়ার।

আমার কিছু টিউন

বিট কয়েন কি এবং কিভাবে বিট কয়েন ইনকাম করবেন (প্রথম ১ সাপ্তাহ কাজ করে পরে কাজ না করে A টু Z প্রচেসস)

যারা বিটকয়েন আয় করছেন তারা প্রতিদিন আরও বেশি পরিমানে বিটকয়েন আয় করুন আর যারা এখনও শুরু করেননি তারা চেষ্টা করে অন্তত একবার মোবাইল রিচার্জ করুন

13 thoughts on "বিট কয়েন আয়ের শেষ পর্ব! জেনে নিন বিট কয়েন আয়ের সেরা কিছু সাতোশি সাইট সম্পর্কে, যেখানে বিট কয়েন আয়কে অনেকাংশে বৃদ্ধি করতে পারবেন!!"

  1. HabibWahid2929 Contributor says:
    30000 shotisi hole koto recharge powa jabe…
  2. Jakaria Raj Easin Contributor says:
    how can I know my bit coin adrees Coinbase Bitcoin Wallet help me . I’m interesting to bit coin.
  3. Maniik Contributor says:
    Regi’r somoy “bitcoin address” chay sekhane ki dite hobe?
    Actually my bitcoin address konta?
    1. Akram Contributor Post Creator says:
      https://www.coinbase.com/join/55fdaf134123e233c8000015

      aikhane account khulle bitcoin address debe aita major account like payza paypal etc

  4. obak Contributor says:
    vi…..bitcoin is not available in Bangladesh… so how can we do that???
    1. Akram Contributor Post Creator says:
      bitcoin bangladesh e available na but amra etar maddome mobile recharge korte pari. pls see this post for farther info

      https://trickbd.com/?p=68626

      https://goo.gl/IW7LDZ

  5. HabibWahid2929 Contributor says:
    রিচাজ করতে পারছি না। রিচাজ করার নিয়মটা পোষট করেন দয়া করে।
    1. Akram Contributor Post Creator says:
      ok
  6. serious Contributor says:
    vai aponar shata contact korar number dan
  7. sojibahmed Contributor says:
    Authorize New Device
    It looks like you’re signing in to
    Coinbase from a computer or device
    we haven’t seen before.
    Please click the confirmation link in
    the email we just sent you. This is a
    one-time process that protects the
    security of your account.
    Email didn’t arrive?
    Coinbase Bitcoin Wallet
    View the Google Play Store
  8. Asrafulislam23 Contributor says:
    Amar tokon boyos chili 12 ba 13 hobe aaj porjonno Trickbd te achi😊

Leave a Reply