Site icon Trickbd.com

ড্রয়েড ভিপিএন দিয়ে ফুল স্পিডে ব্রাউজ ডাউনলোড করুন এবং যারা ৫-১০ জিবি কিনে ৫০-১০০ কেবি স্পিড পাচ্ছেন তারাও দেখুন

Unnamed

আজকে আপনাদের দেখাবো ড্রয়েড ভিপিএন বা যেকোন স্লো ইন্টারনেট থাকা সত্তেও কীভাবে ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করবেন।

স্লো ইন্টারনেট মানে,
অনেক সময় আপনারা বিভিন্ন অপারেটরে ৫ জিবি ১০ জিবি কিনে ৫০-১০০ কেবি স্পিড পান, সেক্ষেত্রে এই সেটিংস ব্যবহার করে ভালো স্পিড পেতে পারেন।

কীভাবে সেটিংস করবেন

প্রথমে আপনার মোবাইলের ইন্টারনেট
configuration সেটিংসে গিয়ে

apn: gpinternet/blweb/internet

proxy: bikroy.com/portwallet.com
মূলত এখানে যেকোন সার্ভার দিতে পারেন, যদি সার্ভারটার স্পিড ভালো থাকে।

port:80

এটা সব অপারেটরের সেটিংস।
আর কিছু করা লাগবেনা।

আর এছাড়া এতদিন যারা fastssh etc থেকে একাউন্ট খুলে ড্রয়েডে ব্যবহার করতেন, আসলে ড্রয়েডে মনে তখন এটা ঠিকমত কাজ করতোনা।

আপনারা এখন ssh ডিটেইলসগুলো access point এ ব্যবহার করতে পারেন, এতে ভালো স্পিড পাবেন।



স্লো ইন্টারনেটে এই সেটিংসে প্রায় ৭০০ ১৫০০+ পেতে পারেন, তবে এক্ষেত্রে hiload.com প্রক্সি সাইট বা থার্ডপার্টি ব্রাউজার ব্যবহার করবেন।

আর ড্রয়েড ভিপিএনে ইউটিউব এবং ব্রাউজিং টেস্ট করেছি।
আগের চেয়ে ভালো স্পিড পেয়েছি। ১৫০-২০০+ পেতে পারেন। অনেকসময় এরকম নাও পেতে পারেন। তবে যা স্পিড পাবেন, তা দিয়ে অনায়াসে সবকিছু ব্যবহার করতে পারবেন।
ইউটিউব দেখার সময় ১৪৪ কোয়ালিটি ব্যবহার করবেন।

ড্রয়েড ভিপিএনে কোন আলাদা স্পেশাল সেটিংস লাগবেনা, আগেরটা দিয়েই চালাতে পারবেন। সব অপারেটরে।
আর ভার্শনের ক্ষেত্রে আমার ধারণামতে যেকোন ভার্শনেই চলবে। আমি 3.0.1.6 ভার্শনে ব্যবহার করি।
চাইলে এটাতেও টেস্ট করে দেখতে পারেন।

কারো যদি না চলে তাহলে গালাগালি বা ব্যাড কমেন্ট করবেননা,
যদি কমেন্টে দেখি ৮০% লোকের চলছেনা, তাহলে পোস্ট আনপাবলিশ অথবা ডিলিট করে দিবো।

তবে যেহেতু এটা এক প্রকার ফ্রিনেট, সেহেতু মাঝে মাঝে সমস্যা হতেই পারে।
আর ফ্রিনেট তাদের জন্য না, যাদের ধৈর্য নেই এবং টেকনিক খাটাতে পারেনা।

যারা ড্রয়েড ভিপিএনের স্পিডপ্রুভ চেয়েছিলেন,
দেখে নিন।
স্পিডমিটার দিয়ে ফেইক স্পিড দেখানো যায়, বাট আমার জানামতে অপেরা মিনি দিয়ে ফেইক স্পিড দেখানো যায়না। তাই অপেরারটা দিলাম।

যারা তারপরেও বলছেন এটা ফেইক, উপরে ড্রয়েডভিপিএনের আইকন নাই, তাদের জন্য নিচে আরেকটা স্ক্রিনশট দিলাম। এটাতো কমই, মাঝে মাঝে ৩৯৯ কেবি স্পিডও উঠে।
এবার দেখি তারা কী বলে। মনে হয় এটাকেও ফেইক বলবে!
যদি এবারও বলে তারা ফেইক, তাহলে তাদেরকে আর কিছুই বলার নাই

মূল আইডিয়া কার্টেসী: md johny
ড্রয়েড ভিপিএনের আইডিয়াঃ আমি।