আজকে আপনাদের দেখাবো ড্রয়েড ভিপিএন বা যেকোন স্লো ইন্টারনেট থাকা সত্তেও কীভাবে ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করবেন।
স্লো ইন্টারনেট মানে,
অনেক সময় আপনারা বিভিন্ন অপারেটরে ৫ জিবি ১০ জিবি কিনে ৫০-১০০ কেবি স্পিড পান, সেক্ষেত্রে এই সেটিংস ব্যবহার করে ভালো স্পিড পেতে পারেন।
প্রথমে আপনার মোবাইলের ইন্টারনেট
configuration সেটিংসে গিয়ে
apn: gpinternet/blweb/internet
proxy: bikroy.com/portwallet.com
মূলত এখানে যেকোন সার্ভার দিতে পারেন, যদি সার্ভারটার স্পিড ভালো থাকে।
port:80
এটা সব অপারেটরের সেটিংস।
আর কিছু করা লাগবেনা।
আর এছাড়া এতদিন যারা fastssh etc থেকে একাউন্ট খুলে ড্রয়েডে ব্যবহার করতেন, আসলে ড্রয়েডে মনে তখন এটা ঠিকমত কাজ করতোনা।
আপনারা এখন ssh ডিটেইলসগুলো access point এ ব্যবহার করতে পারেন, এতে ভালো স্পিড পাবেন।
স্লো ইন্টারনেটে এই সেটিংসে প্রায় ৭০০ ১৫০০+ পেতে পারেন, তবে এক্ষেত্রে hiload.com প্রক্সি সাইট বা থার্ডপার্টি ব্রাউজার ব্যবহার করবেন।
আর ড্রয়েড ভিপিএনে ইউটিউব এবং ব্রাউজিং টেস্ট করেছি।
আগের চেয়ে ভালো স্পিড পেয়েছি। ১৫০-২০০+ পেতে পারেন। অনেকসময় এরকম নাও পেতে পারেন। তবে যা স্পিড পাবেন, তা দিয়ে অনায়াসে সবকিছু ব্যবহার করতে পারবেন।
ইউটিউব দেখার সময় ১৪৪ কোয়ালিটি ব্যবহার করবেন।
ড্রয়েড ভিপিএনে কোন আলাদা স্পেশাল সেটিংস লাগবেনা, আগেরটা দিয়েই চালাতে পারবেন। সব অপারেটরে।
আর ভার্শনের ক্ষেত্রে আমার ধারণামতে যেকোন ভার্শনেই চলবে। আমি 3.0.1.6 ভার্শনে ব্যবহার করি।
চাইলে এটাতেও টেস্ট করে দেখতে পারেন।
কারো যদি না চলে তাহলে গালাগালি বা ব্যাড কমেন্ট করবেননা,
যদি কমেন্টে দেখি ৮০% লোকের চলছেনা, তাহলে পোস্ট আনপাবলিশ অথবা ডিলিট করে দিবো।
তবে যেহেতু এটা এক প্রকার ফ্রিনেট, সেহেতু মাঝে মাঝে সমস্যা হতেই পারে।
আর ফ্রিনেট তাদের জন্য না, যাদের ধৈর্য নেই এবং টেকনিক খাটাতে পারেনা।
যারা ড্রয়েড ভিপিএনের স্পিডপ্রুভ চেয়েছিলেন,
দেখে নিন।
স্পিডমিটার দিয়ে ফেইক স্পিড দেখানো যায়, বাট আমার জানামতে অপেরা মিনি দিয়ে ফেইক স্পিড দেখানো যায়না। তাই অপেরারটা দিলাম।
যারা তারপরেও বলছেন এটা ফেইক, উপরে ড্রয়েডভিপিএনের আইকন নাই, তাদের জন্য নিচে আরেকটা স্ক্রিনশট দিলাম। এটাতো কমই, মাঝে মাঝে ৩৯৯ কেবি স্পিডও উঠে।
এবার দেখি তারা কী বলে। মনে হয় এটাকেও ফেইক বলবে!
যদি এবারও বলে তারা ফেইক, তাহলে তাদেরকে আর কিছুই বলার নাই
মূল আইডিয়া কার্টেসী: md johny
ড্রয়েড ভিপিএনের আইডিয়াঃ আমি।
আমার সিম এয়ারটেল, বাংলালিংকেও ট্রাই করেছি।
একটু চেষ্টা করে দেখুন
সবকিছুতে স্পিডপ্রুভ লাগেনা।
আমি তাদের মত আবাল পোস্ট দেইনা, যারা কোনকিছু টেস্ট না করেই বা নিজের লাভের জন্য মানুষকে হয়রানি করার জন্য পোস্ট দেয়।
তবে বলুন,
আপনার কমেন্টটার কোন মানে আছে?
আগে নিজে কমেন্ট করতে শিখুন, তারপর অন্যজনকে বলুন।
আমাকে মূর্খ টিউনার পাননাই যে, যেটা ইচ্ছে সেটা বলবেন।
অন্তত কীভাবে পোস্ট, কমেন্ট করতে হয়, সেটা জানি।
মানুষকে হয়রানি করতে কখনো শিখিনি।
আপনার মত আন্দাজে অভদ্র কমেন্ট করতে শিখিনি।
অন্তত ভদ্র ভাষা ব্যবহার করুন।
কার ট্রেইনারশিপ থাকবে, না থাকবে সেটা নিয়ে আপনার ভাবতে হবেনা।
আমি যদি ব্যাড পোস্ট বা কমেন্ট করি, তাহলে সেটা ট্রিকবিডি দেখবে
আগে নিজে কমেন্ট করতে শিখুন, তারপর অন্যজনকে বলুন।
আমাকে মূর্খ টিউনার পাননাই যে, যেটা ইচ্ছে সেটা বলবেন।
অন্তত কীভাবে পোস্ট, কমেন্ট করতে হয়, সেটা জানি।
ধন্যবাদ
ট্রাই না করে এরকম আন্দাজে কমেন্ট করলে কার মাথায় রক্ত না উঠবে? তাও সে আবার একজন অথর!!
অন্যান্য কমেন্টগুলোতে আমার রিপলাই দেখুন,
কীভাবে পজিটিভ কমেন্ট করতে হয়, সেটা আমি জানি, মনে হয় আপনার কাছ থেকে শেখা লাগবেনা।
আর এসব নিয়ে এখন মন্তব্য করার দরকার ছিলোনা
ভালো কমেন্ট করবেন, ভালো অ্যানসার পাবেন।
আর আমি বুঝিনা, আপনি অথর হয়ে কীভাবে এই মন্তব্যটা করলেন।
ভালো ব্যবহারটা মনে হয় আজও শিখেননি
Negative comment is not allowed.
এই কমেন্টটা যদি ট্রাই করে বা একজন contributor করতো, তাহলে মানা যেত।
কষ্ট করে পোস্ট লিখে যদি এরকম কমেন্ট পাওয়া যায় তখন কিরকম লাগে
এতে “ট্রিকবিডির ট্রিক ৯৯% কাজ করে ” এ কথাটা হারিয়ে যাবে।।
আপনি কি জানেন sm j2prime a নটিফিকেশনে সর্বোচ্চ কয়টা আইকন দেখায় প্যানেল নামানো অবস্থায়?
অথরতো হয়েছেন, একটু বলেন দেখি!?
আপনার মত আন্দাজে অভদ্র কমেন্ট করতে শিখিনি।
অন্তত ভদ্র ভাষা ব্যবহার করুন।
কার ট্রেইনারশিপ থাকবে, না থাকবে সেটা নিয়ে আপনার ভাবতে হবেনা।
আমি যদি ব্যাড পোস্ট বা কমেন্ট করি, তাহলে সেটা ট্রিকবিডি দেখবে।
আর ড্রয়েড হলো, যেসব সিমে ড্রয়েড চলে, সেসব সিমের জন্য
Agai ra
যেগুলো প্রয়োজন সেগুলোতো লিখেছিই।
আপনিই বলেন, কোনটা লিখিনি
যদি না করেন, তাহলে কীভাবে বললেন হয়রানি করছি?
remot udp=500
local udp =0
tcount =1
rcount= 3
আমি এই সেটিংস ব্যবহার করি।
Kintu Ami amni te 1mbps pai
My fb
বাহ! আপনারা ভালোই পারেন।
ভাই, এরকম আন্দাজে কথা না বলে দয়া কইরা একটু ট্রাই করে কমেন্ট কইরেন
remot udp=500
local udp =0
tcount =1
rcount= 3
নট ওয়ার্কিং কোন শব্দ নাই।
আপনার ড্রয়েড যদি কানেক্ট হয়, তাহলে অবশ্যই স্পিড পাবেন।
remote udp port = 500
local udp port =0
tcount= 1
rcount = 3
VPN Connect er KEY Icon Koi…???
নটিফিকেশন আইকন সম্পর্কে ভালোভাবে ধারণা আছে?
ধারণা না থাকলে এ সম্পর্কে কিছু বলবেননা
Vai, Amio Kishu Jani…..Pray 1 Year Aage “Swopon” Naam a Ekta Tuner ID Theke Ami DroidVPN Niye Post Korshilam…..Oii Settings Ta Diye Onekei Free Net Chalaishe…..But, Oita R Kaaj Kore Na…!!
জানাবেন”