ফ্রি CDN কীভাবে ওয়েবসাইটের স্পিড বাড়াতে সাহায্য করে?
জিনিসটা কী?
আচ্ছা, ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে যেটা আপনি অনেক যত্ন করে বানাইছেন। কিন্তু সমস্যা হইলো, আপনার সাইটটা লোড হতে অনেক বেশি টাইম নিচ্ছে। এতে ইউজাররা বিরক্ত হয়া আপনার সাইট ছাইড়া দিয়া চলে যায়। এমনে চললে তো আর আপনার সাইটের উন্নতি হবে না, তাই না? এই সমস্যার সমাধান দিতেই আছে CDN (Content Delivery Network)। আজকে এই পোস্টে আমরা জানবো ফ্রি CDN কীভাবে কাজ করে, আর কেমন কইরা এটা আপনার ওয়েবসাইটের স্পিড বাড়াইতে সাহায্য করে।
CDN কী জিনিস?
CDN মানে হইলো Content Delivery Network। সহজ ভাষায় বললে, এটা একধরনের সার্ভার নেটওয়ার্ক যেটা আপনার সাইটের স্ট্যাটিক কনটেন্ট যেমন ইমেজ, CSS, JS ফাইল দ্রুত ডেলিভারি করতে সাহায্য করে।
ধরেন, আপনার সাইটের হোস্টিং সার্ভার ঢাকায়। এখন কেউ যদি লন্ডন থিকা আপনার সাইট অ্যাকসেস করে, তার জন্য সার্ভার রিকোয়েস্ট ঢাকার সার্ভারে আসতে হবে। এতে টাইম বেশি লাগে। CDN এই প্রক্রিয়াটা সহজ করে। এটা এমন সার্ভার ব্যবহার করে যেগুলো বিভিন্ন দেশে বা জায়গায় ছড়াইয়া থাকে।
ফ্রি CDN কই পাওয়া যায়?
আপনি হয়তো ভাবতেছেন, “ভাই, CDN তো শুনছি, কিন্তু ফ্রি CDN পাবো কই?”। চিন্তা নাই, আমি নিচে কিছু পপুলার ফ্রি CDN এর নাম দিয়া দিলামঃ
- Cloudflare
- JSDelivr
- Google Hosted Libraries
- BootstrapCDN
- cdnjs
ফ্রি CDN কেমন কইরা ওয়েবসাইটের স্পিড বাড়ায়?
এখন আসেন দেখি ফ্রি CDN আসলে কেমন কইরা কাজ করে আর কীভাবে এটা আপনার ওয়েবসাইটের স্পিড বাড়ায়।
১. কনটেন্ট নিয়া আসে কাছাকাছি সার্ভার থিকা
CDN আপনার সাইটের ফাইলগুলা (ইমেজ, CSS, JS) বিভিন্ন সার্ভারে স্টোর কইরা রাখে। যখন কেউ আপনার সাইট ভিজিট করে, CDN ওদের কাছে সবচেয়ে কাছের সার্ভার থিকা কনটেন্টটা সরবরাহ করে। এতে টাইম কম লাগে আর আপনার সাইট তাড়াতাড়ি লোড হয়।
২. লোড ভাগ কইরা নেয়
CDN ইউজ করলে আপনার হোস্টিং সার্ভারের ওপর চাপ কমে। ধরেন, আপনার সাইটে একসাথে ১০০ জন ভিজিটর আসলো। CDN থাকলে তারা সরাসরি হোস্টিং সার্ভার না হিট কইরা CDN সার্ভার থিকা ডেটা নেয়। এতে আপনার হোস্টিং সার্ভারও ফাস্ট থাকে।
৩. ইমেজ অপটিমাইজ করে
অনেক CDN আছে যেগুলা ইমেজ ফাইল অটোমেটিক কমপ্রেস কইরা ছোট কইরা ফেলে। এতে ইমেজের সাইজ ছোট হয়, কিন্তু কোয়ালিটি নষ্ট হয় না। ছোট ফাইল মানেই ফাস্ট লোডিং।
৪. ক্যাশিং টেকনোলজি ইউজ করে
CDN ক্যাশিং টেকনোলজি ইউজ করে। ধরেন, একজন ইউজার একবার আপনার সাইট ভিজিট করছে। তার ব্রাউজারে একটা ক্যাশ জমা থাকে। পরের বার যখন সে সাইটে আসে, তখন নতুন করে সার্ভার থিকা ডেটা আনতে হয় না। আগের ডেটা ইউজ হয়, ফলে সাইট তাড়াতাড়ি লোড হয়।
৫. HTTP/2 আর TLS সাপোর্ট দেয়
অধিকাংশ ফ্রি CDN HTTP/2 আর TLS সাপোর্ট করে। এতে কনটেন্ট ডেলিভারি আরও ফাস্ট হয় আর সাইটের সিকিউরিটিও ভালো থাকে।
কেমন কইরা ফ্রি CDN সেটআপ করবেন?
এখন আসেন দেখি ফ্রি CDN কেমন কইরা সেটআপ করবেন। আমি নিচে Cloudflare এর একটা উদাহরণ দিতেছি।
১. Cloudflare অ্যাকাউন্ট খুলেন
প্রথমে Cloudflare এর ওয়েবসাইটে যান। ফ্রি অ্যাকাউন্ট খুলেন।
২. আপনার সাইট অ্যাড করেন
সাইন আপ করার পর “Add a Site” অপশন পাবেন। সেখানে আপনার সাইটের ডোমেইন টাইপ করেন।
৩. DNS সেটিং আপডেট করেন
Cloudflare আপনার জন্য নতুন DNS রেকর্ড দিবে। এই রেকর্ড আপনার ডোমেইন রেজিস্ট্রারের কন্ট্রোলে গিয়ে আপডেট করেন।
৪. সার্ভিস অ্যাকটিভ করেন
সব ঠিকমত করলে Cloudflare আপনার সাইটের ট্রাফিক ম্যানেজ করতে শুরু করবে।
ফ্রি CDN এর ভালো-মন্দ
সবকিছুরই যেমন ভালো দিক আছে, তেমন কিছু সীমাবদ্ধতাও আছে। ফ্রি CDN এর ক্ষেত্রেও এটা প্রযোজ্য।
ভালো দিকঃ
- সাইট ফাস্ট হয়।
- ব্যান্ডউইথ খরচ কমে।
- ইউজারের অভিজ্ঞতা ভালো হয়।
মন্দ দিকঃ
- ফ্রি CDN এ সব ফিচার পাওয়া যায় না।
- ট্রাফিক বেশি হইলে লিমিটে পড়ে যায়।
দেখলেন তো, ফ্রি CDN আসলে কীভাবে আপনার সাইটের স্পিড বাড়ায়। আপনিও যদি চান আপনার ওয়েবসাইট আরও ফাস্ট হোক, ইউজারেরা খুশি থাকুক, তাইলে একটা ফ্রি CDN ইউজ করা শুরু করেন। শুরুতে Cloudflare এর মতো সহজ কোনো CDN ট্রাই করতে পারেন।
যদি এই পোস্টটা আপনাদের কাজে লাগে, তহলে জানাইবেন। আবারও নতুন কোনো টপিক নিয়া হাজির হব। ধন্যবাদ।
One thought on "কীভাবে ফ্রি CDN দিয়ে বুস্ট করবেন।"