অ্যান্ড্রয়েড সংস্করণের সঙ্গে মিষ্টান্নের নামের কোথাও কোনো কাটাকাটি নেই। সেটা শুরুর কাপকেক হোক কিংবা হালের কিটক্যাট থেকে মার্শমেলো। কাকতালীয়ভাবে মিলে গেছে—এমনটা ভাবার কোনো কারণ নেই। এটা পরিকল্পিত। পরবর্তী সংস্করণের জন্য এমনই কোনো মিষ্টান্নের নাম যে বেছে নেওয়া হবে তা-ই স্বাভাবিক। এবার অবশ্য সিন্দাবাদের ভূতের মতো ঘাড়ে নাম চাপিয়ে দিচ্ছে না গুগল। নির্বাচনে অংশ নিতে বলছে সবাইকে। শুধু নামটি মিষ্টান্নের হতে হবে, আদ্যক্ষর ইংরেজি ‘এন’ হতে হবে, এবং অবশ্যই ৯ জুলাইয়ের দুপুর ১২টা ৫৯মিনিটের আগে নাম ঠিক করে হবে। যে নামটি সর্বোচ্চ সংখ্যকবার জমা দেওয়া হবে, অ্যান্ড্রয়েডের পরবর্তী সংস্করণের নাম সেটাই হবে।
নাম নির্বাচনের জন্য নিবন্ধনের প্রয়োজন নেই। এই ঠিকানায় গিয়ে Naru লিখে সাবমিট করলেই হলো। নাম চূড়ান্ত করাটা বেশ কঠিন, তবে আশাবাদী হতে দোষ কি!