Site icon Trickbd.com

জুলাই মাসে স্যামসাং গ্যালাক্সি নোট ৭ এর উৎপাদন শুরু – আসছে শীতে আসবে ৫ মিলিয়ন হ্যান্ডসেট

Unnamed

সকলের চোখ এখন ২ আগস্টের দিকে। কারণ অনুমান করা হচ্ছে নিউ ইয়র্কে এই দিনটিতেই স্যামসাং এর আসন্ন ফ্যাবলেট গ্যালাক্সি নোট ৭ অবমুক্ত হবে। এ পর্যন্ত পাওয়া প্রতিবেদনগুলির খবর অনুযায়ী গ্যালাক্সি এস৭ সিরিজের ফোনগুলির সাথে সামাঞ্জস্য রাখতে আসন্ন ফ্যাবলেটটি ধারাবাহিক ‘নোট ৬’ নামের পরিবর্তে নোট ৭ নাম নিয়ে বাজারে আসবে।

গ্যালাক্সি নোট ৭ এর বৈশিষ্ট্যসমূহ কী কী, এটি দেখতেই বা কেমন হবে সে সম্পর্কে এতাদিনে আগ্রহী মানুষ মোটামুটি ভাবে সব জেনে গেছেন। তাই এখন প্রশ্ন একটাই – কবে সকলের জন্যে ফোনটিকে অবমুক্ত করা হবে? হাতে পাওয়া সাম্প্রতিক খবর বলছে যে, স্যামসাং তার সরবরাহকারীদের কাছে এখন ক্রমাগত ভাবে গ্যালাক্সি নোট ৭ এর জন্য অর্ডার দিয়ে যাচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী জুলাই মাসে সরবরাহকারীরা এই ফ্যাবলেটটির বিপুল পরিমাণ উৎপাদন শুরু করবে যেন তারা আগামী আগস্টে চাহিদা মেটাতে যথার্থ সংখ্যায় এই ডিভাইসটি বাজারে আনতে পারে।
কোম্পানিটির অনুমান আসছে আগস্ট ও সেপ্টেম্বর মাসে বাজারে ২.৫ মিলিয়ন করে মোট ৫ মিলিয়ন নোট ৭ এর চাহিদা তৈরি হবে। তাই সেপ্টেম্বরের মধ্যে এই বিশাল সংখ্যক গ্যালাক্সি নোট ৭ এর উৎপাদন নিশ্চিত করা প্রয়োজন। এখানে স্মরণ করা যেতে পারে যে, গ্যালাক্সি নোট ৫ প্রথম দিকে ইউরোপের বাজারে সরবরাহ করা হয়নি, পরে ৫ মিলিয়ন ফোন সেখানে সরবরাহ করতে ৩ মাস সময় লেগে গিয়েছিল।
একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে আগামী ২ আগস্ট গ্যালাক্সি নোট ৭ অবমুক্ত করা হবে। তবে আশা করা যায় তার আগেই আমরা আসন্ন এই ফ্যাবলেটটি সম্পর্কে আরো অনেক তথ্য জেনে যাবো।