সকলের চোখ এখন ২ আগস্টের দিকে। কারণ অনুমান করা হচ্ছে নিউ ইয়র্কে এই দিনটিতেই স্যামসাং এর আসন্ন ফ্যাবলেট গ্যালাক্সি নোট ৭ অবমুক্ত হবে। এ পর্যন্ত পাওয়া প্রতিবেদনগুলির খবর অনুযায়ী গ্যালাক্সি এস৭ সিরিজের ফোনগুলির সাথে সামাঞ্জস্য রাখতে আসন্ন ফ্যাবলেটটি ধারাবাহিক ‘নোট ৬’ নামের পরিবর্তে নোট ৭ নাম নিয়ে বাজারে আসবে।
কোম্পানিটির অনুমান আসছে আগস্ট ও সেপ্টেম্বর মাসে বাজারে ২.৫ মিলিয়ন করে মোট ৫ মিলিয়ন নোট ৭ এর চাহিদা তৈরি হবে। তাই সেপ্টেম্বরের মধ্যে এই বিশাল সংখ্যক গ্যালাক্সি নোট ৭ এর উৎপাদন নিশ্চিত করা প্রয়োজন। এখানে স্মরণ করা যেতে পারে যে, গ্যালাক্সি নোট ৫ প্রথম দিকে ইউরোপের বাজারে সরবরাহ করা হয়নি, পরে ৫ মিলিয়ন ফোন সেখানে সরবরাহ করতে ৩ মাস সময় লেগে গিয়েছিল।