Site icon Trickbd.com

আপনার বাজেট যদি 17 থেকে 20 হাজার টাকার মধ্যে হয় তাহলে সেরা দুইটা স্মার্টফোন কিনুন।

আসসালামু আলাইকুম
প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালই আছেন।
আর আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।
15 থেকে 20 হাজার টাকার মধ্যে উল্লেখযোগ্য কোনো smartphone না থাকলেও যা আছে তা একেবারে ফেলে দেওয়ার মতো না।
তাই আমি খুঁজে বের করেছি দুইটা অসাধারণ smartphone যার দাম কিনা 15 থেকে 20 হাজার টাকার মধ্যে….
তাহলে চলুন দেখা যাক সেই স্মার্টফোন দুটি

১. Nokia 5
এই ফোনটিতে যেগুলা পাচ্ছেন আপনারা দেখে নিন সুন্দরভাবে
নেটওয়ার্ক স্কোপ: 2 জি, 3 জি, 4 জি
ব্যাটারি: প্রকার এবং পারফরমেন্স লিথিয়াম-আয়ন 3000 mAh (অ-অপসারণযোগ্য)
body ও ওজন: 149.7 x 72.5 x 8 মিলিমিটার, -(অ্যালুমিনিয়াম ইউনিবোদি)
ক্যামেরা ফ্যাক্টর: (পিছনে) ডুয়াল- LED ফ্ল্যাশ, ফেজ সনাক্তকরণ অটোফোকাস, f / 2.0, 1/3 “সেন্সর আকার, 1.1২ μm পিক্সেল আকার,
অটো মুখ স্বীকৃতি, এই HDR।
ক্যামেরা রেজোলিউশন: (পিছনে) 13 মেগাপিক্সেল
ক্যামেরা রেজোলিউশন: (ফ্রন্ট) 8 মেগাপিক্সেল (f / 2.0,
1.1২ μm পিক্সেল আকার,
ওয়াইড এঙ্গেল ভিউ)
চিপসেট কোয়ালকম
স্ন্যাপড্রাগন 430
রঙ উপলব্ধ : নীল নীল, সিলভার, ম্যাট কালো, কপার
ডিসপ্লে সাইজ এবং রেজোলিউশন: 5.2 ইঞ্চি, এইচডি 1২80 এক্স 720 পিক্সেল (28২ পিপিআই) প্রদর্শন প্রকার আইপিএস এলসিডি টাচস্ক্রিন
ভাস্কর্য Corning সঙ্গে গরিলা গ্লাস সুরক্ষা।
গ্রাফিক্স প্রসেসিং: ইউনিট (জিপিইউ) আদেনো 505
মেমরি কার্ড স্লট: মাইক্রোএসডি, 128 জিবি পর্যন্ত
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড নওগ্যাট v7.1.1
প্রসেসর: অষ্টা কোর, 1.4 GHz
RAM: 2 গিগাবাইট
ROM: 16 গিগাবাইট

রিলিজ তারিখ: মে 2017
সেন্সর: ফিঙ্গারপ্রিন্ট, অ্যাকিলেরোমিটার (জি- সেন্সর), আবেগের আলো,
ই-কম্পাস, হল, জিরোস্কোপ, প্রক্সিমিটি।
সিম কার্ডের ধরন: একক সিম (Nano-SIM) অথবা ডুয়েল সিম (ন্যানো- সিম, দ্বৈত স্ট্যান্ড-দ্বারা)।
ইউএসবি: মাইক্রোসাসব v2.0, ইউএসবি- চালু-উপর (OTG)
ভিডিও রেকর্ডিং: সম্পূর্ণ এইচডি (1080p)
ওয়্যারলেস ল্যান: হ্যাঁ, ওয়াই-ফাই হটস্পট
বিশেষ বৈশিষ্ট্য: – ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
অন্যান্য বৈশিষ্ট্য: – ব্লুটুথ, জিপিএস, এ- জিপিএস, এমপি 3, এমপি 4, রেডিও, জিপিআরএস, এজ, Multitouch, লাউডস্পিকার, এনএফসি।
আপনার বাজেট যদি 18 থেকে 20 হাজার টাকার মধ্যে হয় তাহলে এই দুর্দান্ত স্মার্টফোনটি কিনতে পারেন।
বাংলাদেশের মার্কেটে এই ফোনটা বিক্রি হছে 17500 টাকাতে…

২. শাওমি রেডমি 4x
খুব অল্প সময়ের মাঝেই শাওমি কোম্পানি স্মার্টফোনের বাজারে অনেক শক্ত জায়গা করে নিয়েছে।
গত মাসে শাওমি এমআইফাইভ সি শুধু না একই সাথে বেশ সাশ্রয়ী মূল্যের মধ্যে রেডমি ফোরএক্স এর লঞ্চ করে…
ফোনটির দাম হিসাবে যথেষ্ট ভালো মানের পারফরমেন্স এবং ভালো ডিজাইনের একটি ফোন.
আপনার সাধ্যের মাঝেই সব কিছু পাবেন ফোনটিতে. এখন দেখে নিন ফোনটি আসলেই কতটুকু ক্রয়যোগ্য..
এই দুর্দান্ত ফোনটিকে যা যা পাচ্ছেন।
ডিসপ্লে – ৫.০ ইঞ্চি
রেজুলেশন – ৭২০*১২৮০ পিক্সেল
ফ্রন্ট ক্যামেরা – ৫ মেগাপিক্সেল
ব্যাক ক্যামেরা – ১৩ মেগাপিক্সেল.
অপারেটিং সিস্টেম – এন্ড্রোইড ৬.০.১
মার্সম্যালোও
প্রসেসর – অক্টা-কোর ১.৪গিগাহার্জ কর্টেক্স -এ৫৩
র্যাম – ২/৪ জিবি
স্টোরেজ – ১৬/৩২ জিবি
ব্যাটারী – ৪১০০ এম এ এইচ
ডিজাইন এবং ডিসপ্লে:
রেডমি ফোরএক্স মোট ৩টি রঙে সহজলভ্য গোলাপি, সোনালী, কালো. ফোরএক্সের ডিজাইন বেশ মসৃণ, সাথে ২.৫ডি কার্ভাড গ্লাস. যা বহনে বেশ আরামদায়ক.
ব্যাক সাইড এ এজ কার্ভাড ডিজাইন,
যা একহাতে ধারণ করা বেশ সহজ.
বডিটা মেটালের এবং একই সাথে টি ডিজাইনের শেপ যাতে আছে সিএনসি প্রসেসিং ব্যবস্থা.

ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ফোনের পিছনে।
যা দুর্দান্ত কাজ করে, এবং ফোন আনলক করতে বেশ প্রতিক্রিয়াশীল.।
স্মর্টফোনটির ডিসপ্লে ৫.০ ইঞ্চি। বেশ দ্রুত এবং প্রতিক্রিয়াশীল.
স্ক্রিন এর উজ্জ্বলতা অন্য ফোনের তুলনায় একটু অন্ধকারময় হলেও ফোনটির স্ক্রিনের স্পর্শপতিক্রিয়া অনেক কার্যকর।
ব্যাটারী:
রেডমি ফোরএক্স এর প্রধান আকর্ষণ ব্যাটারী. মোট ৪১০০ এমএএইচ. ৪১% চার্জেও আপনি ফোনটি সর্বনিম্ন ২ দিন ফোনটি ব্যবহার করতে পারবেন। এমনকি গেম খেললেও ফোনটির মাত্র ৫-৬% চার্জ নষ্ট হয়।
তো বুঝতেই পারছেন ফোনটির চার্জের চিন্তা আপনার করার দরকার নাই। বিনা চার্জেও অনেক দিন চলবে।
ক্যামেরা:
ফোনটির ফ্রন্টক্যামেরা ৫মেগাপিক্সেল, এফ/২.০ এপারচার।
ফেজ ডিটেকশন, অটোফোকাস,প্যানারোমা।
ব্যাক ক্যামেরা ১৩ মেগাপিক্সেল, এফ/২.।
২ এপারচার. মেগাপিক্সেল হিসাবে ফোনটি ছবির অনেক ভালো।
এই ফোনটির দুই রকম ভার্সন বাজারে পাওয়া যাচ্ছে।
একটা 3GB RAM – 32 ROM আরেকটা 4GB RAM- 64 GB ROM
বাংলাদেশের মার্কেটে এই ফোনটি বিক্রি হচ্ছে 3gb ram 15000 টাকা
এবং 4gb ram 17 হাজার টাকার মতো
তাই আমি সাজেস্ট করবো আপনি 4gb ram এই টি কিনতে পারেন।
best একটা smartphone পাবেন।
আশা করি পোস্টটি আপনাদের ভাল লেগেছে
আর কমেন্টে জানাতে ভুলবেন না যে কোন ফোনটি কিনতে চাচ্ছেন।
আর আমার দিক থেকে বলতে গেলে আমি বলব আপনি কিনলে Xiaomi Redmi 4x এই ফোনটি কিনেন ভালো একটি ফোন পাবেন।
তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন টেকনিক্যাল পোস্ট নিয়ে ততক্ষন সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।
বেকার না বসে কম দামে সাইট তৈরী করে মাসে ৩০০০-৫০০০ টাকা আয় করুন।

Exit mobile version