আসসালামু আলাইকুম
প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালই আছেন।
আর আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।
15 থেকে 20 হাজার টাকার মধ্যে উল্লেখযোগ্য কোনো smartphone না থাকলেও যা আছে তা একেবারে ফেলে দেওয়ার মতো না।
তাই আমি খুঁজে বের করেছি দুইটা অসাধারণ smartphone যার দাম কিনা 15 থেকে 20 হাজার টাকার মধ্যে….
তাহলে চলুন দেখা যাক সেই স্মার্টফোন দুটি

১. Nokia 5
এই ফোনটিতে যেগুলা পাচ্ছেন আপনারা দেখে নিন সুন্দরভাবে
নেটওয়ার্ক স্কোপ: 2 জি, 3 জি, 4 জি
ব্যাটারি: প্রকার এবং পারফরমেন্স লিথিয়াম-আয়ন 3000 mAh (অ-অপসারণযোগ্য)
body ও ওজন: 149.7 x 72.5 x 8 মিলিমিটার, -(অ্যালুমিনিয়াম ইউনিবোদি)
ক্যামেরা ফ্যাক্টর: (পিছনে) ডুয়াল- LED ফ্ল্যাশ, ফেজ সনাক্তকরণ অটোফোকাস, f / 2.0, 1/3 “সেন্সর আকার, 1.1২ μm পিক্সেল আকার,
অটো মুখ স্বীকৃতি, এই HDR।
ক্যামেরা রেজোলিউশন: (পিছনে) 13 মেগাপিক্সেল
ক্যামেরা রেজোলিউশন: (ফ্রন্ট) 8 মেগাপিক্সেল (f / 2.0,
1.1২ μm পিক্সেল আকার,
ওয়াইড এঙ্গেল ভিউ)
চিপসেট কোয়ালকম
স্ন্যাপড্রাগন 430
রঙ উপলব্ধ : নীল নীল, সিলভার, ম্যাট কালো, কপার
ডিসপ্লে সাইজ এবং রেজোলিউশন: 5.2 ইঞ্চি, এইচডি 1২80 এক্স 720 পিক্সেল (28২ পিপিআই) প্রদর্শন প্রকার আইপিএস এলসিডি টাচস্ক্রিন
ভাস্কর্য Corning সঙ্গে গরিলা গ্লাস সুরক্ষা।
গ্রাফিক্স প্রসেসিং: ইউনিট (জিপিইউ) আদেনো 505
মেমরি কার্ড স্লট: মাইক্রোএসডি, 128 জিবি পর্যন্ত
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড নওগ্যাট v7.1.1
প্রসেসর: অষ্টা কোর, 1.4 GHz
RAM: 2 গিগাবাইট
ROM: 16 গিগাবাইট

রিলিজ তারিখ: মে 2017
সেন্সর: ফিঙ্গারপ্রিন্ট, অ্যাকিলেরোমিটার (জি- সেন্সর), আবেগের আলো,
ই-কম্পাস, হল, জিরোস্কোপ, প্রক্সিমিটি।
সিম কার্ডের ধরন: একক সিম (Nano-SIM) অথবা ডুয়েল সিম (ন্যানো- সিম, দ্বৈত স্ট্যান্ড-দ্বারা)।
ইউএসবি: মাইক্রোসাসব v2.0, ইউএসবি- চালু-উপর (OTG)
ভিডিও রেকর্ডিং: সম্পূর্ণ এইচডি (1080p)
ওয়্যারলেস ল্যান: হ্যাঁ, ওয়াই-ফাই হটস্পট
বিশেষ বৈশিষ্ট্য: – ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
অন্যান্য বৈশিষ্ট্য: – ব্লুটুথ, জিপিএস, এ- জিপিএস, এমপি 3, এমপি 4, রেডিও, জিপিআরএস, এজ, Multitouch, লাউডস্পিকার, এনএফসি।
আপনার বাজেট যদি 18 থেকে 20 হাজার টাকার মধ্যে হয় তাহলে এই দুর্দান্ত স্মার্টফোনটি কিনতে পারেন।
বাংলাদেশের মার্কেটে এই ফোনটা বিক্রি হছে 17500 টাকাতে…

২. শাওমি রেডমি 4x
খুব অল্প সময়ের মাঝেই শাওমি কোম্পানি স্মার্টফোনের বাজারে অনেক শক্ত জায়গা করে নিয়েছে।
গত মাসে শাওমি এমআইফাইভ সি শুধু না একই সাথে বেশ সাশ্রয়ী মূল্যের মধ্যে রেডমি ফোরএক্স এর লঞ্চ করে…
ফোনটির দাম হিসাবে যথেষ্ট ভালো মানের পারফরমেন্স এবং ভালো ডিজাইনের একটি ফোন.
আপনার সাধ্যের মাঝেই সব কিছু পাবেন ফোনটিতে. এখন দেখে নিন ফোনটি আসলেই কতটুকু ক্রয়যোগ্য..
এই দুর্দান্ত ফোনটিকে যা যা পাচ্ছেন।
ডিসপ্লে – ৫.০ ইঞ্চি
রেজুলেশন – ৭২০*১২৮০ পিক্সেল
ফ্রন্ট ক্যামেরা – ৫ মেগাপিক্সেল
ব্যাক ক্যামেরা – ১৩ মেগাপিক্সেল.
অপারেটিং সিস্টেম – এন্ড্রোইড ৬.০.১
মার্সম্যালোও
প্রসেসর – অক্টা-কোর ১.৪গিগাহার্জ কর্টেক্স -এ৫৩
র্যাম – ২/৪ জিবি
স্টোরেজ – ১৬/৩২ জিবি
ব্যাটারী – ৪১০০ এম এ এইচ
ডিজাইন এবং ডিসপ্লে:
রেডমি ফোরএক্স মোট ৩টি রঙে সহজলভ্য গোলাপি, সোনালী, কালো. ফোরএক্সের ডিজাইন বেশ মসৃণ, সাথে ২.৫ডি কার্ভাড গ্লাস. যা বহনে বেশ আরামদায়ক.
ব্যাক সাইড এ এজ কার্ভাড ডিজাইন,
যা একহাতে ধারণ করা বেশ সহজ.
বডিটা মেটালের এবং একই সাথে টি ডিজাইনের শেপ যাতে আছে সিএনসি প্রসেসিং ব্যবস্থা.

ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ফোনের পিছনে।
যা দুর্দান্ত কাজ করে, এবং ফোন আনলক করতে বেশ প্রতিক্রিয়াশীল.।
স্মর্টফোনটির ডিসপ্লে ৫.০ ইঞ্চি। বেশ দ্রুত এবং প্রতিক্রিয়াশীল.
স্ক্রিন এর উজ্জ্বলতা অন্য ফোনের তুলনায় একটু অন্ধকারময় হলেও ফোনটির স্ক্রিনের স্পর্শপতিক্রিয়া অনেক কার্যকর।
ব্যাটারী:
রেডমি ফোরএক্স এর প্রধান আকর্ষণ ব্যাটারী. মোট ৪১০০ এমএএইচ. ৪১% চার্জেও আপনি ফোনটি সর্বনিম্ন ২ দিন ফোনটি ব্যবহার করতে পারবেন। এমনকি গেম খেললেও ফোনটির মাত্র ৫-৬% চার্জ নষ্ট হয়।
তো বুঝতেই পারছেন ফোনটির চার্জের চিন্তা আপনার করার দরকার নাই। বিনা চার্জেও অনেক দিন চলবে।
ক্যামেরা:
ফোনটির ফ্রন্টক্যামেরা ৫মেগাপিক্সেল, এফ/২.০ এপারচার।
ফেজ ডিটেকশন, অটোফোকাস,প্যানারোমা।
ব্যাক ক্যামেরা ১৩ মেগাপিক্সেল, এফ/২.।
২ এপারচার. মেগাপিক্সেল হিসাবে ফোনটি ছবির অনেক ভালো।
এই ফোনটির দুই রকম ভার্সন বাজারে পাওয়া যাচ্ছে।
একটা 3GB RAM – 32 ROM আরেকটা 4GB RAM- 64 GB ROM
বাংলাদেশের মার্কেটে এই ফোনটি বিক্রি হচ্ছে 3gb ram 15000 টাকা
এবং 4gb ram 17 হাজার টাকার মতো
তাই আমি সাজেস্ট করবো আপনি 4gb ram এই টি কিনতে পারেন।
best একটা smartphone পাবেন।
আশা করি পোস্টটি আপনাদের ভাল লেগেছে
আর কমেন্টে জানাতে ভুলবেন না যে কোন ফোনটি কিনতে চাচ্ছেন।
আর আমার দিক থেকে বলতে গেলে আমি বলব আপনি কিনলে Xiaomi Redmi 4x এই ফোনটি কিনেন ভালো একটি ফোন পাবেন।
তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন টেকনিক্যাল পোস্ট নিয়ে ততক্ষন সবাই ভাল থাকুন সুস্থ থাকুন।
বেকার না বসে কম দামে সাইট তৈরী করে মাসে ৩০০০-৫০০০ টাকা আয় করুন।

40 thoughts on "আপনার বাজেট যদি 17 থেকে 20 হাজার টাকার মধ্যে হয় তাহলে সেরা দুইটা স্মার্টফোন কিনুন।"

  1. junaeid Contributor says:
    Phone valo but arokom post na daoya valo..
    1. Imran Khan Contributor Post Creator says:
      সেটা নাহয় বুঝলাম কিন্তু সমস্যাটা কি ?
  2. Sabit Ahmad Author says:
    Vai apni ki 300 takay .com domain dita parben sotti
    1. Imran Khan Contributor Post Creator says:
      hmmm
  3. Alif Author says:
    Ei dhoroner post na dewai valo… Cz, tech site a eita advertisement er moto dekha jay…
  4. Shishir Contributor says:
    ভাই ফোন রিভিউ এইভাবে করে নাকি।আপনি তো ফোন রিভিউ এর নামে আপনার এড দিতেছেন।
  5. RexBoy Subscriber says:
    দুইটাই আমার ফেবারেট স্মার্টফোন | ভাবছি এই দুইয়ের ভিতর থেকে একটা কিনব…
    সুন্দর পোস্ট চালিয়ে যান।
    1. Shishir Contributor says:
      নোকিয়া কিনেন!!
    2. Imran Khan Contributor Post Creator says:
      হ্যাঁ কিনলে কিনতে পারেন।
  6. Shariar Islam Author says:
    Meizu m6 is better than Nokia 6.
  7. Anik Contributor says:
    nokia 5 better camera valo hobe. but display ips lcd na hoye amoled hole valo hoto. lcd display charge khay besi. same badget e samsung j7 nxt phone tay 1.6 octa core professor pawa jacce. but problem holo ete exynos chipset dicce ja qualcomm theke kom sokti somponno
    1. Imran Khan Contributor Post Creator says:
      একদম…….
  8. ALAMIN Contributor says:
    xioami redmi note 4x kamon?
    1. Imran Khan Contributor Post Creator says:
      ভালো রিভিউ পাবেন ওয়েট করেন।
    2. ALAMIN Contributor says:
      g vi akto taratari ami kinte cassi oita.
    3. Anik Contributor says:
      Redmi 4x theke kintu redmi note 5t prime er front camera valo 16 mp. 3gb ram. But battery ektu kom 3080 mah
  9. RomanyTanvir Contributor says:
    Xioami Android one best 20k budget.
    1. Imran Khan Contributor Post Creator says:
      একদম…..
  10. Uamong Contributor says:
    redmi note 5x at jonno opekkhai achi. vai phonta kokhon lunch kora hobe janen ki r budget koto hote pare???
    1. Imran Khan Contributor Post Creator says:
      এই ফোনটা নিয়ে পুরো একটা রিভিউ পাবেন অপেক্ষা করেন।
    2. Uamong Contributor says:
      Accha opekkhai roilam.
  11. KingForhad Contributor says:
    Vai symphony INOVA kemon smartphone
    1. Imran Khan Contributor Post Creator says:
      খুব একটা ভাল ফোন নই তবে আমার মনে হয় না কেনাই ভালো
  12. Arshad Prottoy Contributor says:
    Nokia 5 keuki bebhohar korchen .review den
    1. Imran Khan Contributor Post Creator says:
      ভাই কিনতে পারেন ভালো একটি smartphone পাবেন।
    2. Arshad Prottoy Contributor says:
      Ok vai. dekhi ki kora jai.
  13. Shamim Nowshad Contributor says:
    Nokia 6 Use kori…..
    Fal2 camera,,,,, 1dom Fal2….
    “Nokia” er cayte Samsung better hobe,Ei dame….
    J7 prime ta ami suggest korbo……
  14. Trickbd Support Moderator says:
    আরেকটা স্প্যাম কমেন্ট পেলেই আজীবনের জন্য ট্রিকবিডি থেকে বের করে দেয়া হবে।
    1. Rahim Nil Author says:
      মোডারেট ভাই।।
      আমার পোস্ট গুলা একটু রিভিউ করুন প্লিজ।
      পোস্ট গুলা অনেকের ই উপকারে আসবে
    2. Imran Khan Contributor Post Creator says:
      ভাইয়া আমার মনে হয় উনাকে এখনই বের করে দেওয়া উচিত
      এর আগেও আমি অনেক স্প্যাম কমেন্ট দেখেছি এরকম….
  15. Rahim Nil Author says:
    Xiaomi Redmi 4x…3/32 টা ইউজ করি।।।
    পুরাই ফিদা ভাই।

    miui rom যে একটা কি চিজ,,সেটা যারা ইউজ করে তারাই জানে।
    প্রথম এ মাশমাল্লোতে ছিলাম। আপডেট পেয়ে নুগাট ইউজ করতাছি।
    আর কিছুদিন পর ওরেরো আপডেট পামু 🙂

    আর miui 9 থেকে miui 10 তো
    আছেই।
    আর ব্যাটারি ব্যাকাপ এর কথা না ই বললাম।।

    যাই হোক,, আসলেই পুরাই অসাম একটা ফোন……

    ????

  16. Mehedi Contributor says:
    ভাই কপি করার একটা মাত্রা আছে
    1. Imran Khan Contributor Post Creator says:
      কমেন্ট করার আগে বুঝে শুনে করবেন প্রমাণ দেখান।
    2. Mehedi Contributor says:
      এর কি প্রমাণ দেবো যে কোন মোবাইল রিভিউ সাইট থেকে ইংরেজী কপি করে গুগল ট্রান্সলেটে নিয়ে পেস্ট করে পোস্ট করেছো
      Author You?

      তুমি কিন্তু অন্যতম Author যার কিনা একটা পোস্টও ভাল না…
      প্রমাণ লাগলে Reply করবা প্রমাণ দিবো

  17. EftyAhmed Contributor says:
    Vai ai ki 19k-20k ar moddhe best phone xaomi a1. this phone is better than any other phn. Its camera fully DSLR
  18. tonmoy Contributor says:
    ei budget e redme 4x, Samsung j7, helio s10, symphony z10 e best. nokia faltu.
  19. hanif.rgt Contributor says:
    Xiaomi ভালো ব্রেন্ড।
  20. Tipu Contributor says:
    ভাই কপি করেছেন। পোস্টে লেখা গত মাসে শাওমি রেডমি ৪এক্স রিলিজ হয়েছে। কিন্তু সেটা আসলে এক বছর আগের ফোন।
  21. Saifulislammilon Contributor says:
    ভাই দাম ভুল লেখছেন তো redmi 4x এর দাম 11500tk

Leave a Reply