হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম ।
আজকের পোস্টের টাইটেল দেখেই হয়তো আপনারা বুঝে গেছেন আজকে আমি কোন বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব।
আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাংলাদেশ থেকেই একদম ফ্রিতে একটি ভার্চুয়াল মাস্টার কার্ড নিবেন।
বাংলাদেশ থেকে একদম ফ্রি তে ভার্চুয়াল মাস্টার কার্ড নেওয়ার সুযোগ করে দিয়েছে বাইবিট।
তাই প্রথমে আমাদেরকে প্লে স্টোর থেকে বাইবিট অ্যাপ্লিকেশনটি ইন্সটল করে নিতে হবে।
অথবা আমার দেওয়া লিঙ্ক থেকেও সরাসরি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে পারবেন।
এখানে ক্লিক করে BYBIT Application টি ডাউনলোড করে নিন
এপ্লিকেশনটি ইন্সটল করে নেওয়ার পরে এটি ওপেন করুন, ওপেন করার পরে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য জিমেইল টেলিগ্রাম অথবা মোবাইল নাম্বার ব্যবহার করতে পারেন।
একাউন্ট ক্রিয়েট হয়ে গেলে আপনাকে ভেরিফিকেশনের জন্য আপনার ভোটার আইডি র সামনের এবং পিছনের দিকের ছবি উঠায়ে দিতে হবে এরপরে আবার আপনার ফেস ভেরিফিকেশন করে নিতে হবে।
আইডিটি ভেরিফিকেশন হয়ে গেলে কার্ড এপ্লাইয়ের জন্য আপনাকে বাইবিট হোমপেজ থেকে কার্ড অপশন সিলেক্ট করে কার্ডের জন্য এপ্লাই করতে হবে।
এরপর বাংলাদেশ সিলেক্ট করে Confirm দিবেন।
কার্ড এপ্লাই করার জন্য আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে সেগুলো হল বিল্ডিং নম্বর আপনি কোন সিটিতে থাকেন সেটার নাম আপনার পোস্ট কোড দিতে হবে এবং রেফার কোড দিতে বলবে, সেখানে আমার রেফার কোড ইউজ করতে পারেন।
রেফার কোডঃ XMGYKL8
এপ্লাই করার কিছুক্ষণ পরেই আপনি কার্ড পেয়ে যাবেন।
কার্ড পাওয়ার পরে ১০ ডলার বোনাস পাওয়ার জন্য আপনি P2P থেকে ডলার কিনবেন একটা অন্তত দুইটা সাক্সেসফুল ট্রাঞ্জাকশন করবেন।
দুইটা সাক্সেসফুল ট্রাঞ্জাকশন করার ১৪ দিনের মাঝে আপনি বোনাস পাবেন।
কোনোকিছু না বুঝলে কমেন্ট করেন আমি সর্বোচ্চ সহযোগিতা করবো।
আজকে এপর্যন্তই।
ধন্যবাদ।
যে রেফার করে সে ২০ ইউএসডি যে রেফার হয় সে ১০ ইউএসডি পাবে।
যরি ট্রাঞ্জাকশন করে।
বাংলাদেশের সবচেয়ে সেরা কার্ড বাইবিট।
সবচেয়ে বেশী সুযোগ সুবিধা দিচ্ছে বাইবিট।
Jkono poriman deposit and transfer korle hobe?
তাহলেই হবে।
অন্তত দুইটা ট্রাঞ্জাকশন করবেন উপরে যা পরেন করবেন সমস্যা নাই।
যত বেশী ট্রাঞ্জাকশন হবে বোনাস পাওয়ার সুযোগ তত বেশী।
গুগল প্লে, বা অন্যান্য ইনঅ্যাপ পারছেস কি করা যাবে?
আপনি P2P Trading অপশন থেকে ডলার কিনতে পারবেন।
ট্রাঞ্জাকশন করলেই হবে।
অথবা সাপোর্টে একটা ফরম পূরণ করে লেভেল ২ আবার ভেরিফিকেশনের জন্য এপ্লাই করেন।
৭দিনের ভীতরে ইমেইল করে জানাবে।
আর এই কার্ডে ডলার লোড করাও একদম সহজ।
৬ বার kyc সাবমিট করলাম ১/২ ঘন্টা পর রিযেক্ট করে দেয়।
bybit smart Nid card ছাড়া খোলা যায় না। আমার আইডি নন স্মার্ট তাই প্রতিবার রিযেক্ট করে দিলো🙂
স্মার্ট কার্ড ছাড়াও অনেকের হচ্ছে, ট্রাই করুন।
Support এ কথা বলতে হবে।
case Submit করতে হবে।
Ads রার্নিং করলে ডলার সাথে সাথে নেয়না সেদিকে খেয়াল রাখতে হবে।
Eita diye Ki Ali express theke product kena jabe?
অফার পাওয়ার জন্য ডলার কিনে খরচ করেন।
১৪ দিন পরে বোনাস পাবেন।
।
মোবাইল রিচার্জ ছাড়া।
ইন্টারন্যাশনাল হলে ভালো হয়।
অথবা ভাই বোনাস ডলার গুলো কি কার্ডের মাধ্যমে ব্যবহার করা যাবে?
আর আমি জানতে চাচ্ছি বোনাস ডলারগুলো ব্যবহারযোগ্য কিনা?
সর্বনিম্ন কত ডলার ট্রানজেকশন করতে হবে বোনাস পাওয়ার জন্য?
অথবা বোনাস ডলার গুলো কি কার্ডের মাধ্যমে ব্যবহার করা যাবে?
আমি জানতে চাচ্ছি বোনাস ডলারগুলো ব্যবহারযোগ্য কিনা?
সর্বনিম্ন কত ডলার ট্রানজেকশন করতে হবে বোনাস পাওয়ার জন্য?
এগুলো ব্যবহার যোগ্য ই।
ট্রাঞ্জাকশন এর সময় কিছু ফি নিবে।
তবে অন্য সব কার্ড থেকে এটাই খরচ কম।
ব্যবহার সহজ।