Site icon Trickbd.com

[8499TK] মধ্যে 4G সাপোর্টেট মোবাইল। ফোনটিতে রয়েছে 4000mAh ব্যাটারি এবং Fingerprint Sensor সাথে থাকছে আরও অনেক ফিচার। দেখে নিন রিভিউ। বিস্তারিত পোস্ট এ…

Unnamed


আশা করি সবাই ভালো আছেন

আল্লাহর রহমতে

______________________________________

❏❏ আমি আজকে হাজির হলাম WALTON GM3+(plus)phone✆✆✆ এর ছুটো খাটো রিভিউ নিয়ে।
.
আগেই বলে নেই ফোনটি তে রয়েছে ধারুন কিছু চমক। যা আপনাদের সবার কাছে অব্যশই ভালো লাগবে।
.
কি?? বিশ্বাস হচ্ছে না। তো চলুন ফোনটির Details সর্ম্পকে জানা যাক।
.
তো রিভিউ তে যাওয়া যাক..

✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉
※ প্রথমে নেটওয়াক এর কথাই আসি…

Network type : 2G, 3G, 4G

Sim Card : Hybrid Dual Nano Sim

Frequency :
2G Bands : GSM/GPRS/EDGE 850/900/1800/1900MHz

3G Bands : UMTS 2100MHz

4G Bands : LTE FDD 900/1800/2100MHz

✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉
❐❐ এবার আসি Display & Body এর কথা বলি☞☞
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Type: হলো IPS Full View Display, 2.5D Curved

Display Size: হিসেবে থাকছে 5.34inches বলা যায় ভালোই।

Dimensions: 144×70×9.65mm.

Weight: ফোনটির ওজন হলো 180gm.

Resolution: ফোনটির রেজুলেশন হিসেবে থাকছে FWVGA 480×960pixels (197ppi).

Build: ফোনের বডি হলো Plastic body.

Protection: মানে কোনো বেক কাভার পাবেন না ফোনটির সাথে।

✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉

❐❏এবার আসি ফোনটির Camera এর কথায়☞☞
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Primary Camera: 13MP সাথে ফিচার হলো(LED Flash, AutoFocus, Auto Face Recognition, AF,BSI, Pro Model, Face Beauty HDR)

Secondary Camera: 5MP With (LED Flashlight, BSI, Auto Face Recognition, HDR, Face Beauty & Night Mode)

Video Recording: Full HD (1080p)

✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉
❏❐ব্যাটারি :☞☞☞
°°°°°°°°°°°°°°°°°
Battery Type : Lithium-Polymer 4000mAh,

ফোনটির নজর কেড়েছে অনেক আংশেই বলা যায় এই ব্যাটারি। কারণ এই দামে এতো বেশি mAh ব্যাটারি সত্যিই অসাধারণ বলা যায়। তাই বলা যায়া বেশি সময় ফোন টানা ব্যাবহার করেন বা চার্জ টা বেশি সময় ধরে রাখতে প্রয়োজন। তাদের জন্য এটি একটা পারফেক্ট ফোন।

Battery Performance : সঠিক টা জানতে পারি নি তাই দিতে পারলাম না।(তার জন্য দুঃখিত)

✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉
❐❐Hardware & Memory ☞☞
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Chip set: 1.3 GHz Quad-Core Possessor

GPU: Mali-T720

RAM: হিসেবে থাকছে 2GB।

ROM: থাকছে 16GB

Expandable Memory : MicroSD থেকে সর্বচ্চো 64GB পযর্ন্ত সাপোর্ট করবে।

একটু Ram & Rom এর কথা বলি। আপনাদের এই বাজেটের মধ্যে 2GB Ram & 16GB Rom বলা যায় ধারুন কিছু। আর ফোন টি কিন্তু চালিয়ে ভালোই আরাম পাবেন। এবং বড় বড় গেম ও কিন্তু অনায়াসে খেলতে পারবেন।

☆☆☆•••••••••••••••••••••••••••••••℞℞℞★★★
∵∵ফোনের ভার্সন বা Operating System হিসেবে পাচ্ছেন আপনারা সর্বশেষ যেটা সেটা হলো Android Oreo v8.1 (Go version).
☆☆☆•••••••••••••••••••••••••••••••℞℞℞★★★
______________________________________
®®®®®®®®®®®®®®®®®®®®®
※Sensor※ ফোনের মূল আকর্ষণ বলা যায়।
Supported Sensor হিসেবে থাকছে: Fingerprint, Accelerometer, Proximity Sensor, Lite Sensor

✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉
♻Connectivity গুলো হলো….

WiFi : B/G/N WLAN Hotspots

Bluetooth : v4.0
USB এর ক্ষেএে Micro Usb v2.0. usb-on-the-go+(OTG Support

GPS : Yes With A-GPS

✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉

♻এছাড়াও অন্য আন্য ফিচার গুলো হলো:
3.5mm Jack, FM Radio, Multi touch, Loudspeaker, Fingerprint Sensor, Front Flash, OTG (Supported)
*****************************************
ফোনটি রিলিজ হয়েছে ২০১৮ এর আগস্ট এ।
ফোনটির কালার দুই রকমের
১.Royal Blue Color
২.Golden Color

✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉
✆সবশেষে আমি যেটা বলতে চাই যায়া নতুন ফোন কিনতে চাচ্ছেন কিন্তু বাজেই ১০০০০ হাজার টাকার নিচে। তারা চোখ বন্ধ করে এই ফোনটি কিনতে পারেন।
কেনো না মাএ সাড়ে আট হাজার টাকার মধ্যে এতো গুলো ফিচার পাচ্ছেন এই ফোনে যা সত্যিই অবিশাষ্য।
.
আমার সব থেকে ভালো লেগেছে ফোনটিতে রয়েছে Fingerprint Sensor আর তার সাথে বিশাল পরিমাণ ব্যাটারি যা কি না এই দামে কিন্তু বেশি আর পাওয়া যায় না। কি বলেন?? আপনারা।
আর কেমেরাও তো ভালোই দিছে।

আর কিছু বলবো না যদি আপনাদের পছন্দ হয় ফোনটি তাহলে কিনতে পারেন।

*****************************************
.
এই ফোন টি যদি আপনার পছন্দ হয় বা কিনতে চান?? তাহলে আপনার পকেট থেকে খরচ করতে হবে ৮৪৯৯ টাকা।
আর এর দাম বাজার বা স্থান ভেদে কিছু কম বা বেশি হতে পারে।
×××××××××××××××××××××××××××××××××
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
⭐আশা করি পোস্ট টি আপনাদের ভালো লেগেছে।⭐

♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
আর পোস্ট এ কিছু ভুল হলে আল্লহর ওয়াস্তে মাফ
করে দিবেন। ভুল তো মানুষেরি হই তাই না।

♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣