আশা করি সবাই ভালো আছেন

আল্লাহর রহমতে

______________________________________

❏❏ আমি আজকে হাজির হলাম WALTON GM3+(plus)phone✆✆✆ এর ছুটো খাটো রিভিউ নিয়ে।
.
আগেই বলে নেই ফোনটি তে রয়েছে ধারুন কিছু চমক। যা আপনাদের সবার কাছে অব্যশই ভালো লাগবে।
.
কি?? বিশ্বাস হচ্ছে না। তো চলুন ফোনটির Details সর্ম্পকে জানা যাক।
.
তো রিভিউ তে যাওয়া যাক..

✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉
※ প্রথমে নেটওয়াক এর কথাই আসি…

Network type : 2G, 3G, 4G

Sim Card : Hybrid Dual Nano Sim

Frequency :
2G Bands : GSM/GPRS/EDGE 850/900/1800/1900MHz

3G Bands : UMTS 2100MHz

4G Bands : LTE FDD 900/1800/2100MHz

✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉
❐❐ এবার আসি Display & Body এর কথা বলি☞☞
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Type: হলো IPS Full View Display, 2.5D Curved

Display Size: হিসেবে থাকছে 5.34inches বলা যায় ভালোই।

Dimensions: 144×70×9.65mm.

Weight: ফোনটির ওজন হলো 180gm.

Resolution: ফোনটির রেজুলেশন হিসেবে থাকছে FWVGA 480×960pixels (197ppi).

Build: ফোনের বডি হলো Plastic body.

Protection: মানে কোনো বেক কাভার পাবেন না ফোনটির সাথে।

✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉
❐❏এবার আসি ফোনটির Camera এর কথায়☞☞
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Primary Camera: 13MP সাথে ফিচার হলো(LED Flash, AutoFocus, Auto Face Recognition, AF,BSI, Pro Model, Face Beauty HDR)

Secondary Camera: 5MP With (LED Flashlight, BSI, Auto Face Recognition, HDR, Face Beauty & Night Mode)

Video Recording: Full HD (1080p)

✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉
❏❐ব্যাটারি :☞☞☞
°°°°°°°°°°°°°°°°°
Battery Type : Lithium-Polymer 4000mAh,

ফোনটির নজর কেড়েছে অনেক আংশেই বলা যায় এই ব্যাটারি। কারণ এই দামে এতো বেশি mAh ব্যাটারি সত্যিই অসাধারণ বলা যায়। তাই বলা যায়া বেশি সময় ফোন টানা ব্যাবহার করেন বা চার্জ টা বেশি সময় ধরে রাখতে প্রয়োজন। তাদের জন্য এটি একটা পারফেক্ট ফোন।

Battery Performance : সঠিক টা জানতে পারি নি তাই দিতে পারলাম না।(তার জন্য দুঃখিত)

✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉
❐❐Hardware & Memory ☞☞
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Chip set: 1.3 GHz Quad-Core Possessor

GPU: Mali-T720

RAM: হিসেবে থাকছে 2GB।

ROM: থাকছে 16GB

Expandable Memory : MicroSD থেকে সর্বচ্চো 64GB পযর্ন্ত সাপোর্ট করবে।

একটু Ram & Rom এর কথা বলি। আপনাদের এই বাজেটের মধ্যে 2GB Ram & 16GB Rom বলা যায় ধারুন কিছু। আর ফোন টি কিন্তু চালিয়ে ভালোই আরাম পাবেন। এবং বড় বড় গেম ও কিন্তু অনায়াসে খেলতে পারবেন।

☆☆☆•••••••••••••••••••••••••••••••℞℞℞★★★
∵∵ফোনের ভার্সন বা Operating System হিসেবে পাচ্ছেন আপনারা সর্বশেষ যেটা সেটা হলো Android Oreo v8.1 (Go version).
☆☆☆•••••••••••••••••••••••••••••••℞℞℞★★★
______________________________________
®®®®®®®®®®®®®®®®®®®®®
※Sensor※ ফোনের মূল আকর্ষণ বলা যায়।
Supported Sensor হিসেবে থাকছে: Fingerprint, Accelerometer, Proximity Sensor, Lite Sensor

✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉
♻Connectivity গুলো হলো….

WiFi : B/G/N WLAN Hotspots

Bluetooth : v4.0
USB এর ক্ষেএে Micro Usb v2.0. usb-on-the-go+(OTG Support

GPS : Yes With A-GPS

✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉
♻এছাড়াও অন্য আন্য ফিচার গুলো হলো:
3.5mm Jack, FM Radio, Multi touch, Loudspeaker, Fingerprint Sensor, Front Flash, OTG (Supported)
*****************************************
ফোনটি রিলিজ হয়েছে ২০১৮ এর আগস্ট এ।
ফোনটির কালার দুই রকমের
১.Royal Blue Color
২.Golden Color

✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉✉
✆সবশেষে আমি যেটা বলতে চাই যায়া নতুন ফোন কিনতে চাচ্ছেন কিন্তু বাজেই ১০০০০ হাজার টাকার নিচে। তারা চোখ বন্ধ করে এই ফোনটি কিনতে পারেন।
কেনো না মাএ সাড়ে আট হাজার টাকার মধ্যে এতো গুলো ফিচার পাচ্ছেন এই ফোনে যা সত্যিই অবিশাষ্য।
.
আমার সব থেকে ভালো লেগেছে ফোনটিতে রয়েছে Fingerprint Sensor আর তার সাথে বিশাল পরিমাণ ব্যাটারি যা কি না এই দামে কিন্তু বেশি আর পাওয়া যায় না। কি বলেন?? আপনারা।
আর কেমেরাও তো ভালোই দিছে।

আর কিছু বলবো না যদি আপনাদের পছন্দ হয় ফোনটি তাহলে কিনতে পারেন।

*****************************************
.
এই ফোন টি যদি আপনার পছন্দ হয় বা কিনতে চান?? তাহলে আপনার পকেট থেকে খরচ করতে হবে ৮৪৯৯ টাকা।
আর এর দাম বাজার বা স্থান ভেদে কিছু কম বা বেশি হতে পারে।
×××××××××××××××××××××××××××××××××
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
⭐আশা করি পোস্ট টি আপনাদের ভালো লেগেছে।⭐

♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
আর পোস্ট এ কিছু ভুল হলে আল্লহর ওয়াস্তে মাফ
করে দিবেন। ভুল তো মানুষেরি হই তাই না।

♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣

57 thoughts on "[8499TK] মধ্যে 4G সাপোর্টেট মোবাইল। ফোনটিতে রয়েছে 4000mAh ব্যাটারি এবং Fingerprint Sensor সাথে থাকছে আরও অনেক ফিচার। দেখে নিন রিভিউ। বিস্তারিত পোস্ট এ…"

  1. Avatar photo Sahariaj Author says:
    ফোন রিভিও না দিলেই ভালো হয় ।যদি নতুন কিছু থাকে তাহলে দিয়েন
    1. Avatar photo CoCKroAcH Author Post Creator says:
      ঠিক আছ ভাই। তাই হবে।
    2. Avatar photo CoCKroAcH Author Post Creator says:
      কমেন্ট করার জন্য ধন্যবাদ ভাই।
  2. Avatar photo nathpcn Contributor says:
    ধারুন আরো চাই
    1. Avatar photo CoCKroAcH Author Post Creator says:
      অসংখ্য ধন্যবাদ ভাই।
  3. tohir Contributor says:
    টাহা নাই
    1. Avatar photo CoCKroAcH Author Post Creator says:
      টাহা না থাকলে কি আর করার ভাই। কিছু মনে কইরেন না মজা করলাম।
    2. Avatar photo CoCKroAcH Author Post Creator says:
      আর কমেন্ট করার জন্য ধন্যবাদ ভাই।
    3. tohir Contributor says:
      no problem
  4. Shadin Contributor says:
    কি আর বলব, Sahariaj ভাইয়ের প্রথম কমেন্টটা ফলো করেন।
    1. Avatar photo CoCKroAcH Author Post Creator says:
      ঠিক আছে ভাই। তাই চেষ্টা করবো।
    2. siyam39 Contributor says:
      Nice Phone।।।।And awesome review।We want more
    1. Avatar photo CoCKroAcH Author Post Creator says:
      1.3 GHz Quad-Core Possessor
  5. Avatar photo Riadrox Legend Author says:
    Quad Core?? Ram diye ki korben jodi cpu a valo hoi!!
    1. Avatar photo CoCKroAcH Author Post Creator says:
      হুম ভাই Coad Core possesor1.3 GHz.
    2. Avatar photo CoCKroAcH Author Post Creator says:
      ভাই জানেই তো Walton & Symphony phone এর possessor কথা।

      আর ভাই অনেক দিন পর আপনাকে দেখা গেলো। ভালো লাগলো ভাই।

  6. Avatar photo Empty Contributor says:
    Chorom phone.
    1. Avatar photo CoCKroAcH Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।
  7. Naeem.Ahmed Contributor says:
    batery removable?
    1. Avatar photo CoCKroAcH Author Post Creator says:
      হ্যা ভাই।
      কমেন্ট করার জন্য ধন্যবাদ।
  8. Avatar photo nurulaminsaid1 Contributor says:
    ইউজার নেইম কি ভাবে পরিবর্তন করবো?
    1. Avatar photo CoCKroAcH Author Post Creator says:
      ইউজার নেইম কি ভাবে পরিবর্তন করতে চাইলে। আপনি প্রথমে Freebasics বাদ দিয়ে কিছু এমবি ব্যবহার করে যে কোন Browser এ গিয়ে Trickbd Search করে Trickbd তে গিয়ে আপনার Account Loginকরুন।তারপর Profile এ গিয়ে Edit Profile থেকে Username Change করেন।
  9. Avatar photo noyon66 Contributor says:
    nice post……ei rokom ro kisu diben….w8 korbo
    1. Avatar photo CoCKroAcH Author Post Creator says:
      ঠিক আছে ভাই। ট্রাই করবো।
      কমেন্ট করার জন্য ধন্যবাদ।
  10. Avatar photo rasel591170 Contributor says:
    ভাই ফ্রিতে দিলে জানায়েন
  11. Shaharaj ভাই এর কমেন্ট ফলো করার কোন প্রয়োজন নেই ভাই। আপনি এরকম আরো পোস্ট দিবেন। দেখি কে কি বলে
    1. Avatar photo CoCKroAcH Author Post Creator says:
      অনেক অনেক ধন্যবাদ ভাই।
  12. ovi Contributor says:
    balton :v :v
  13. ovi Contributor says:
    যার যেমন রুচি, সে তেমন ফোনই সাজেস্ট করবে,,,
    1. Avatar photo CoCKroAcH Author Post Creator says:
      কিছু বুঝলাম না ভাই??কি বুঝাতে চাইছেন??
  14. Avatar photo Paresh Sarkar Contributor says:
    nice post…. micromax b5 pro set ti kemon hobe. ami ai micromax set ti kinte chi.
    1. Avatar photo CoCKroAcH Author Post Creator says:
      ধন্যবাদ ভাই। আপনি কনফিগারেশন দেখে কিনেন।
  15. Avatar photo Paresh Sarkar Contributor says:
    Micromax B5 pro set review diben keu.
    1. Avatar photo CoCKroAcH Author Post Creator says:
      ভাই আপনি গুগলে গিয়ে সব ইনফোরমেশন দেখতে পারেন ভালো হবে।
  16. Avatar photo S R Shahin Rana Contributor says:
    খারাপ না
    1. Avatar photo CoCKroAcH Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।
  17. Avatar photo Ahmed mamun Contributor says:
    ধন্যবাদ ভাই, খুব ভাল লেগেছে রিভিউটা।
    1. Avatar photo CoCKroAcH Author Post Creator says:
      আপনাকেউ ধন্যবাদ ভাই।
  18. Md Oshama Bin Nur Contributor says:
    সবই ভালো তবে প্রোসেসোরটা তেমন না আর মেমোরি সাপোর্ট 128জিবি হলে ভালো হতো কারণ র্যাম 2জিবি
  19. Mohabbatali Contributor says:
    Resulation ki thik ase naki…vhul liksen….
    1. Avatar photo CoCKroAcH Author Post Creator says:
      না ভাই ঠিক আছে।
    1. Avatar photo CoCKroAcH Author Post Creator says:
      হতে পারে কিন্তু আমি ওইটার সর্ম্পকে ভাই জানি না।
  20. Avatar photo Rafi intiser Contributor says:
    nice phone and review er details ta khub valo hoise
    1. Avatar photo CoCKroAcH Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।
  21. Avatar photo SaidBD Contributor says:
    সুন্দর পোস্ট
    1. Avatar photo CoCKroAcH Author Post Creator says:
      ধন্যবাদ ভাই।
  22. Avatar photo Imranmia100 Contributor says:
    Valo post. chalia jan
    1. Avatar photo CoCKroAcH Author Post Creator says:
      অসংখ্য ধন্যবাদ ভাই।
  23. mamunsaheb80 Contributor says:
    Kom takai onek valo fon
    1. Avatar photo CoCKroAcH Author Post Creator says:
      হুম ভাই
  24. Avatar photo SUMIT SHARMA Contributor says:
    vaisob symphony v30 room brick phone flash dite parsi na….usb pai abar sere dei…..eita kuno upaye flash dewar system hobe ki?….
  25. Miron1993 Contributor says:
    সেট টা নিলাম। আসলেই ধারুন সেট।অনেক চার্জ থাকে,আর রেম যা বলা আছে তাই দিছে।থেন্কস ভাই আপনার কথায় সেট টা নিলাম
  26. Avatar photo মামুন খান Contributor says:
    Are vai xiaomi 3 er posta koi.dilet kore dilo naki.ki jonno dilet korlo.offer ki vua?

Leave a Reply