Site icon Trickbd.com

[নতুন রিলিজ] Vivo এর নতুন ফোন U3 , কম দামে এই শক্তিশালী স্মার্টফোনটির সম্বন্ধে জেনে নিন এখুনি ।

Unnamed

হ্যাল্লো পোলাপাইন ,
কি অবস্থা সবার ,
অনেক দিন পর আবারও ফিরে আসলাম আমি পেত্নীর জামাই…থুক্কু আমি নাজমুল ।
তো কথা না বাড়িয়ে মূল টপিক এ আসা যাক ।

##এবার প্রকাশ্যে চলে এল

Vivo U3

স্মার্টফোনটির ফিচার এবং ফাস্ট লুক।

##এই স্মার্টফোনটিতে রয়েছে শক্তিশালী প্রসেসর, ট্রিপল রিয়ার ক্যামেরা ও
দীর্ঘস্থায়ী ব্যাটারি।

##কোম্পানির তরফ থেকে আসা করা হচ্ছে যে এই ফিচার গুলির জন্য এই ফোনটি গ্রাহকদের নজর কাড়বে।

##সেই সঙ্গে খুবই আকর্ষণীয়ভাবে দামে এই স্মার্টফোনটি বাজারে কিনতে পাওয়া যাবে।


##ইতিমধ্যেই বিভিন্ন
সোশ্যাল মিডিয়ায়
মাধ্যমে এই Vivo U3
স্মার্টফোনটির টিজার ও
সামনে এসেছে।

##টিজারটি সামনে আসার পর থেকেই বাড়ছে গ্রাহকদের মনে কৌতুহল বাড়ছে এই স্মার্টফোনটি নিয়ে।

##বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই ফোনটিতে Qualcomm Snapdragon 675 SoC
চিপসেট থাকছে।

##গত সেপ্টেম্বর মাসেই Vivo U10 নামে আর একটি স্মার্টফোন
লঞ্চ করেছে সংস্থাটি।
এই ফোনটিতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা এবং 5000mah এর নন রিমুভেবল ব্যাটারি।

##আশা করা যাচ্ছে এই স্মার্টফোনটিতে একই স্পেসিফিকেসন দেওয়া
হবে।

Vivo U3 স্মার্টফোনটিতে কি
কি ফিচার রয়েছে:-

1) 6.3 ইঞ্চির এই
স্মার্টফোনটিতে রয়েছে
1080×2340 রেসিলিউসন এর এল সি ডী ডিসপ্লে।

2) এছাড়া এই
স্মার্টফোনটিতে Android 9
এর অপারেটিং সিস্টেম।
এবং octa-core প্রসেসর এর সাথে রয়েছে Snapdragon 675
চিপসেট।

3) এই স্মার্টফোনটিতে

রয়েছে 16MP + 8MP + 2MP ট্রিপল রিয়ার ক্যামেরা। এবং সাথে থাকছে 5000mah
এর দীর্ঘস্থায়ী ব্যাটারি।

4) এছাড়া এই স্মার্টফোনটি দুটি আলাদা ভেরিয়েন্টে বাজারে কিনতে পারবেন একটি হল 4 জিবি র্যাম ও 64
জিবি স্টোরেজ এবং অপরটি 6 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ।

##এছাড়া থাকছে
আলাদা করে মেমোরি
কার্ড লাগানোর স্লট যার
ফলে আপনি এটার স্টোরেজ ও বাড়াতে পারবেন ইচ্ছে মত।

Thank You.