হ্যাল্লো পোলাপাইন ,
কি অবস্থা সবার ,
অনেক দিন পর আবারও ফিরে আসলাম আমি পেত্নীর জামাই…থুক্কু আমি নাজমুল ।
তো কথা না বাড়িয়ে মূল টপিক এ আসা যাক ।
##এবার প্রকাশ্যে চলে এল
Vivo U3
স্মার্টফোনটির ফিচার এবং ফাস্ট লুক।##এই স্মার্টফোনটিতে রয়েছে শক্তিশালী প্রসেসর, ট্রিপল রিয়ার ক্যামেরা ও
দীর্ঘস্থায়ী ব্যাটারি।
##কোম্পানির তরফ থেকে আসা করা হচ্ছে যে এই ফিচার গুলির জন্য এই ফোনটি গ্রাহকদের নজর কাড়বে।
##সেই সঙ্গে খুবই আকর্ষণীয়ভাবে দামে এই স্মার্টফোনটি বাজারে কিনতে পাওয়া যাবে।
##ইতিমধ্যেই বিভিন্ন
সোশ্যাল মিডিয়ায়
মাধ্যমে এই Vivo U3
স্মার্টফোনটির টিজার ও
সামনে এসেছে।
##টিজারটি সামনে আসার পর থেকেই বাড়ছে গ্রাহকদের মনে কৌতুহল বাড়ছে এই স্মার্টফোনটি নিয়ে।
##বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই ফোনটিতে Qualcomm Snapdragon 675 SoC
চিপসেট থাকছে।
##গত সেপ্টেম্বর মাসেই Vivo U10 নামে আর একটি স্মার্টফোন
লঞ্চ করেছে সংস্থাটি।
এই ফোনটিতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা এবং 5000mah এর নন রিমুভেবল ব্যাটারি।
##আশা করা যাচ্ছে এই স্মার্টফোনটিতে একই স্পেসিফিকেসন দেওয়া
হবে।
Vivo U3 স্মার্টফোনটিতে কি
কি ফিচার রয়েছে:-
1) 6.3 ইঞ্চির এই
স্মার্টফোনটিতে রয়েছে
1080×2340 রেসিলিউসন এর এল সি ডী ডিসপ্লে।
2) এছাড়া এই
স্মার্টফোনটিতে Android 9
এর অপারেটিং সিস্টেম।
এবং octa-core প্রসেসর এর সাথে রয়েছে Snapdragon 675
চিপসেট।
3) এই স্মার্টফোনটিতে
এর দীর্ঘস্থায়ী ব্যাটারি।
4) এছাড়া এই স্মার্টফোনটি দুটি আলাদা ভেরিয়েন্টে বাজারে কিনতে পারবেন একটি হল 4 জিবি র্যাম ও 64
জিবি স্টোরেজ এবং অপরটি 6 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ।
##এছাড়া থাকছে
আলাদা করে মেমোরি
কার্ড লাগানোর স্লট যার
ফলে আপনি এটার স্টোরেজ ও বাড়াতে পারবেন ইচ্ছে মত।
Thank You.
6gb ram er price 14700
এই সব হাই গ্রাফিক্স এর গেমের জন্য কোন ফোন টা বেটার? বাজেট ১৩ k… Upcoming ফোন হলেও সেটার কথা বলবেন
but, price bolle valo hoto.