হেই গাইস ইমরান হেয়ার, কি অবস্থা সবার?
সিম্ফোনি মূলত তাদের Z সিরিজের জনপ্রিয়তা ধরে রাখার জন্য বাজারে নিয়ে এলো আকর্ষণীয় ফিচার যুক্ত ফুল ভিউ ডিসপ্লে আরেকটি নতুন স্মার্টফোন Symphony Z50 যেখানে পিভিআর সিম্ফনি জেড ২৫ থেকে Z50 ফলে বেশকিছু ইম্প্রুভ আনা হয়েছে, যার ইন্টারেস্টিং ফিচারস হবে পারফরম্যান্স ক্যামেরা ও বিগ ডিসপ্লে।
তো বন্ধুরা মাত্র ১০ হাজার ৯৯০ টাকার মধ্যে সিম্ফোনি কী কী দিয়েছে এবং এই স্মার্টফোনটি ভালো মন্দ দিকগুলো তুলে ধরার চেষ্টা করব আজকের এই পোস্টে তাই অবশ্যই আপনি পোস্টটি ঠান্ডা মাথায় সম্পূর্ণ পড়ুন।
তো বন্ধুগণ প্রথমে শুরু করব এই ডিজাইনটি নিয়ে তো symphony Z25 এর মত এই ডিভাইসটিতে ও কালি কার্বনের প্লাস্টিক বডি, যা দেখতে বেশ আকর্ষণীয় লাগছে।
ফোনটির পিছনে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং তার সাথে নিচে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর কথা বললে আগের সব ডিভাইসের তুলনায় এটা ফাস্ট এবং একুরেট পেয়েছি।
এছাড়াও ডেডিকেটেড সিনক্লার উইথ মাইক্রো এইচডি কার্ড মাইক্রো ইউএসবি পোর্ট ভলিউম লেখার ও হেডফোন জ্যাক এর মত ফ্যাসিলিটিজ থাকছে, আর ফোনটির ওয়েট মাত্র ১৮৬ গ্রাম।
symphony z50 ডিভাইজের ফ্রন্ট প্যানেলের ডিসপ্লেতে ৬.৫ ইঞ্চ এইচডি প্লাস ওয়াটার ড্রপ আইপিএস এলসিডি প্যানেল দেয়া হয়েছে। 720 x 1600 pixels, ওভারঅল যারা বড় ডিসপ্লের ফোন ইউজ করতে পছন্দ করেন সেই সকল মানুষের জন্য এটা কিন্তু প্লাস পয়েন্ট থাকছে অবশ্যই।
আর এই ডিভাইস টি পাওয়া যাবে দুইটা কালার ভেরিয়েন্ট এ aurbf blue and Caribbean blue,
এবার কথা বলব পারফরম্যান্স আই মিন চিপসেটের কথা তো এতক্ষণে আমার কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন উপরে ফিটফাট আর নিচে সেই মিডিয়াটেকর কথা শুনলে অনেকে পাবনায় যেতে ইচ্ছে করবে কিন্তু ভাই দামটাও তো অবশ্যই মাথায় রাখতে হবে তাইনা?
এই ডিভাইসটিতে থাকছে মিডিয়াটেক Helio P25 অক্টা কোর প্রসেসর সেইসাথে জিপিউ হিসেবে থাকছে ARM Mali-T88 যার ফলে নরমাল গেম প্লে করলে অনায়াসে তা হ্যান্ডেল করতে পারবে symphony z50 তবে পাবজি কল অফ ডিউটির মত গেমগুলো রান করাতে একটু হিমশিম ই খেতে হবে ডিভাইসটির।
আর অপারেটিং সিস্টেম এটিতেও আমি অ্যান্ড্রয়েড ১০ আশা করেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত সেই Android 9 pie কেই দেখতে হলো। এবং তার সাথে সাথে এই ডিভাইসটিতে মিলবে ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তাছাড়া রয়েছে বাকি সব বেসিক সেন্সর।
আর ক্যামেরা ফিচারস হিসাবে থাকছে প্রোটেক্ট মোট, ফেস বিউটি,নাইট সট, এইচডি আর, ফেস ডিটেক্ট, গুগোল লেন্স, সহ আরো দারুন দারুন ফিচারস, আর ডিভাইসটির ফন্ট প্যানেলে দেয়া হয়েছে ৮ মেগা পিক্সেলের একটি সেলফি শুটার ক্যামেরা।
আর এই ডিভাইসটির ব্যাটারি হিসেবে থাকছে ৪০০০ এম্পিয়ার ব্যাটারি যেটা নরমালি যে এক থেকে দেড় দিন আপনাকে অনার্সের ব্যাকআপ দিবে, আর হেভি ইউজ করলে ৬ থেকে ৭ ঘন্টা ব্যাকআপ পাবেন নিমিষেই।
আর গেজেট বিডিতে “Symphony Z50” পাওয়া যাচ্ছে ৫০০ টাকা ডিস্কাউন্টে মাত্র ১০,৩০০ টাকায় অফিশিয়ালি
স্টক লিমিটেড তাই এখনি অর্ডার করুন: 01316315651
এবং আপনার এই পোস্টটি যদি খুব খুব ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করে লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আর কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখবেন নেক্সট কোন ডিভাইসের আপনি চাচ্ছেন ট্রিকবিডিতে।
ফাটাফাটি অফার LG G7 ThinQ ৪-৬৪ জিবি পাওয়া যাচ্ছে মাত্র ৭,৯৯০ টাকায় , এটিও স্টক লিমিটেড।
অর্ডার করার জন্য কল করুন: 01316315651
তো আজকের মত এ পর্যন্তই ছিল দেখা হচ্ছে আবারো নতুন কোন টেক কিংবা মোবাইল রিভিউ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং ট্রিকবিডির সঙ্গেই থাকুন ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য আল্লাহ হাফেজ।