Be a Trainer! Share your knowledge.
Home » Android phone review » ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার যে ফোনগুলো পাওয়া যাচ্ছে বাজারে

১০৮ মেগাপিক্সেল ক্যামেরার যে ফোনগুলো পাওয়া যাচ্ছে বাজারে

১০৮ মেগাপিক্সেল ক্যামেরার যত ফোন
স্মার্টফোন রয়েছে তা নিয়েই আজকের আমার এ পষ্টটি ৷
বন্ধুরা আমি নীরব আছি আপনাদের সঙ্গে ৷
তো চলুন শুরু করি আজকের এপষ্টটি ৷

প্রতিযোগীদের থেকে অনেকটা এগিয়ে গত বছর ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর নিয়ে এসেছিল দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।

কী কম্পানী হতে পারে বলুন তো ?

আপনার উত্তর হবে স্যামসাং কিংবা শাওমি তাঈ তো ! হ্যা একদম ঠীকি ধারনা আপনাদের ৷

১০৮ মেগাপিক্সেল আইএসওসেল ব্রাইট এইচএমএক্স সেন্সর ব্যবহার করে স্যামসাং ছাড়াও একাধিক কোম্পানি স্মার্টফোন বাজারে এনেছে চলতি বছর।
এই ক্যামেরা সেন্সরে রয়েছে ১০ কোটির বেশি পিক্সেল সেন্সর , ল্গাস এবং লেন্স ৷

যদিও বা স্যামসাং দাবি জানিয়েছিল যে কম আলোতেও ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সরে দুর্দান্ত ছবি উঠবে বলে । কিন্তু ঠিক সেরুপটি নয় বলে অনেক ইউজারই বর্ননা করেছেন ৷

এই ক্যামেরা সেন্সরের সাইজ ১/১.৩৩ ইঞ্চি, যা মোবাইলে অন্য যে কোন ক্যামেরা সেন্সরের থেকে কাছুটি বড়।
বড় সেন্সর ব্যবহারের কারণে কম আলোতেও ভালো ছবি তুলতে পারে এই সেন্সরটি। এই ফোনগুলিতে ব্যবহার হয়েছে ১০৮ মেগাপিক্সেল হাই কোয়ালিটির ক্যামেরা সেন্সর।

নাম্বার১: শাওমি এমআই মিক্স আলফা ৫জি


শাওমি এমআই মিক্স আলফা ৫জি গত বছর এই কনসেপ্ট ফোন লঞ্চ করেছিল শাওমি। এই ফোনে প্রথম ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হয়েছে। ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গেই এই ফোনে রয়েছে ১২ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ও ২০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা।
ফোনটির মূল্য বাংলাদেশি টাকায়

Unofficial ৳232,500 4G version



নাম্বার২: শাওমি এমআই ১০ এমআই ১০


শাওমি এমআই ১০ এমআই ১০-এর পিছনে থাকছে চারটি ক্যামেরা। সেই ক্যামেরায় ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। মার্চে ভারতে এই ফোন লঞ্চের কথা থাকলেও লকডাউনের কারণে তা পিছিয়ে যায়। ফোনটির মূল্য বাংলাদেশি টাকায়:

8GB / 256GB BDT 45000

নাম্বার৩:
স্যামসাং গ্যালাক্সি এস২০ আলট্রা


স্যামসাং গ্যালাক্সি এস২০ আলট্রা এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় রয়েছে ১০৮ মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন, পিডিএএফ ও এফ১/১.৮ অ্যাপারচার। এই ফোনে রয়েছে ৪৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, ১২ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও একটি ডেপ্ত সেন্সর।



ফোনটির মূল্য বাংলাদেশি টাকায়:
Official ✭ ৳129,999 5G 128 GB
Unofficial ৳110,000 5G 128 GB

নাম্বার৪:
এমআই ১০ প্রো শাওমি এমআই ১০ প্রো

এমআই ১০ প্রো শাওমি এমআই ১০ প্রো-তে রয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনে স্যামসাং সেন্সর ব্যবহার হয়েছে। থাকছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ও এফ১/১.৩৩ অ্যাপারচার। সঙ্গে থাকছে একটি ওয়াইড অ্যাঙ্গেল ও একটি টেলিফটো ক্যামেরা।

নাম্বার৫:
মোটোরোলা এজ প্লাস

মোটোরোলা এজ প্লাস সম্প্রতি প্রিমিয়াম সেগমেন্টে নতুন স্মার্টফোন লঞ্চ করেছে মোটোরোলা। মোটোরোলা এজ প্লাসে রয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ছাড়াও এই ক্যামেরার সঙ্গে রয়েছে ১৬ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও ২৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

তো বন্ধুরা আজ কনেক বকর বকর করলাম ফোনের ক্যামেরা সম্পর্কে নিয়ে ৷ অাগামি কাল হাজির হবো আরো অন্য অসাধারন এক পষ্ট নিয়ে ৷



ভালো থাকবেন , ভালো রাখবেন ৷



Image Sourch:Google
Mobile Rate Sourch:Mobile Dokan



পস্টটি প্রথম প্রকাশিত হয় :freelancing24.com এ



সৈজন্য :ProDokan.com



5 years ago (May 03, 2020)

About Author (71)

nirob islam ✅
contributor

••||Facebook ••|| ••Website: androidbd.com ||••Twitter

Trickbd Official Telegram

One response to “১০৮ মেগাপিক্সেল ক্যামেরার যে ফোনগুলো পাওয়া যাচ্ছে বাজারে”

Leave a Reply

Switch To Desktop Version