বিষয়ঃ imo Ads ঝামেলার দিনশেষ, চিরতরে মুক্তি পান ads থেকে তাও আবার বিনামুল্যে (প্রিমিয়ার ভার্শন ছাড়াই)৷
কিছুদিন আগে ইমু নিয়ে একটা পোস্ট করেছিলাম তাকে কমেন্টস করেছিল বেশ কয়েকজন ৷ যা লিখেছিল তা হলো “ইমু থেকে এডস রিমুভ করার উপাই থাকলে সেটা নিয়ে একটা পোস্ট যেন করি” অনেকেই ads থেকে মুক্তি পেতে ইচ্ছুক ৷ বাস্তবে আমিও এহার হাত থেকে বাঁচতে মরিয়া হয়েছিলাম ৷
তবে আজ এহার হাত থেকে বেঁচেছি তাহলে এখন আপনার পালা ৷
চলুন তাহলে দেখা যাক আজকের পোস্টিঃ?
আলোচনাঃ
- ইমু থেকে ads Remove করতে কোন এক্সট্রা “ads disable” এপস ব্যাবহার করতে হবেকলাই ৷
- ইমু থেকে ads Remove করতে কোন premiere version লাবেকলাই ৷
- ইমু থেকে ads Remove করতে কোন সেটিং করতেও হবেকলাই ৷
- ইমু থেকে ads Remove করতে কোন “imo beta” imo” imo hd” লাবেকলাই ৷
প্রশ্নঃ তাহলে কি ভাবে?
Just for waiting…….!
প্রশ্ন তো মনের ভিতর হতেই পারে ৷
যত প্রশ্ন তত উওর যাই হোক মুল আলোনায় ফেরা যাক ৷
উওরঃ
- প্রথমে প্লে স্টোর খুলুন, তারপর সার্জ করুন “imo plus” লিখে, অথবা এখানে ক্লিক করুন এপস লিংক ৷
- তারপর ইনিস্টল দেওয়া হলেই আপনার কাজ শেষ হবে না ৷
- imo plus ওপেন করুন ৷
- তারপর নাম্বার দিয়ে ভেরিফাই কেড যাচাই এর মাধ্যমে একাউন্ট করুন ৷
- তারপর দেখুন কোন ads আছে কিনা ৷
- চেক করতে কল করুন যে কাউকে ৷
তাহলে বন্ধুরা প্রশ্নের উওর পেলেন ৷
কিছু স্ক্রিনসুটঃ
Imo plus:
এপস টি ব্যাবহার খুব সহজ এবং সাধারন অন্যান্য imo এর মতই তবে অতো ফিউচার নেই খুবই সাধারন ৷
কোন ads এর ঝামেলা নাই ৷
ভিডিও অডিও কল ক্লিয়ার ৷
খুব তারা তারি কাজ করে ৷
imo plus play stor info:
Post না বুজলে ১০০ বার কমেন্ট করুন ৷ উওর পাবেন ইন্শাল্লাহ ৷
যদি পোস্টটি ভালো লাগে তাহলে আমার সাইটটি ঘুরে দেখুন একবার ☞ hmvai.com
আমি ট্রিকবিডির প্রোফেশনাল লেখক না যে লিখতেই হবে ৷ তবে পোস্ট লিখতে ভালবাসি বলেই পোস্ট গুলা লিখি এবং খুজে খুজে সন্ধান করে আপনাদের মাঝে ট্রিকস গুলা ভাগাভাগি করি নিজের সময় ব্যায় করে ৷ যদি কোন ভুল হয় তাহলে ক্ষমা করবেন, দয়াকরে বাজে মন্তব্য বন্ধ করুন ৷