Site icon Trickbd.com

[ব্যবসা-০৬] Poco m3 ? Narzo 20 কোনটা কত ভালো | দেখুন ফোন কিনার আগে এই পোস্ট

বিষয়়ঃ Realme Narzo 20 ?  xiaomi Poco M3 

 

সংক্ষিপ্ত আলোচনায় যা যা পার্থক্য পাওয়া যায়, তার উপর ভিত্তি করে যেটা বেস্ট হবে সেই আজকে বেস্ট অফ বেস্ট ফোন ৷ 

 

হাইলাইটস

 

 

 

আলোচনাঃ 

কথা কাজে দুই কোম্পানি আজ বাংলার বাজারে দাপট কম দেখাচ্ছে না ৷

২০১৬ সালে শাওমি বাংলার বাজারে আসার পর থেকে আজ প্রযুন্ত যে মার্কেট পেয়েছে তা আকাশ ছোয়া মতই ৷  শুধু বাংলাদেশে তা নয় বরং এই চায়না মোবাইল সারা বিশ্ব মার্কেটে রেংকিং ৪নম্বরে ৷ 

অন্য দিকেও দুই বছরে রিয়েলমি চায়না কোম্পানি সারা ফেলেছে বেস বিশ্ব বাজারে ৷ তবে বাংলার বাজারে রিয়েলমি ফোন শাওমির সাথেই পাল্লা দিচ্ছে ৷

চলুন তাহলে দেখা যাক আজকে কার কত দৌর;

Price in Bangladesh

M3 Official ✭   

Narjo Official ✭

দামের দিকে তাকালে সমান স্টোরেজে ১০০৯ টাকা কম বেশি ৷  

Body:

Poco M3】

Narjo 20

দুটোই প্লাস্টিক বডি হলেও poco m3 তে রয়েছে  Gorilla Glass 3 এখানে poco m3  এগিয়ে ৷

『Display』   

Poco m3】

Size     ☞ 6.53 inches

Resolution ☞    Full HD+ 1080 x 2340 pixels (395 ppi)

Narjo 20 

size ☞ 6.53 inches

Resolution ☞    Full HD+ 720 x 1600 pixels, 20:9 ratio (~270 ppi density)

দুটোই সমান ৷

Storage:

Poco m3】   

Narjo 20 

Storage দিকে দুটোই সমান ৷

Camera:

Poco m3】

 Narzo 20

ক্যামেরার বিবেচনায় দুটা আলাদা ৷ এখানে 

Narzo 20 এগিয়ে ৷

Battery:   

Poco M3 ⇄ Type and Capacity    Lithium-polymer 6000 mAh (non-removable)

Fast Charging    ↮ 18W Fast Charging

Narjo 20 ⇄Type and Capacity    Lithium-polymer 6000 mAh (non-removable)

Fast Charging    ↮ 18W Fast Charging

ব্যাটারির  বিবেচনায় দুটোই সমান ৷

 

Security:   

【Poco M3】

Fingerprint ☞    ✓Yes- Side-mounted

Face Unlock☞ ✔Yes 

【Narzo 20】

Fingerprint ☞    ✓Yes- Side-mounted

Face Unlock☞ ✔Yes 

 

Security বিবেচনায় দুটোই সমান ৷

 

মতামত, দামের দিকে তাকালে Poco M3 এর থেকে Narzo 20 দাম কম ৷ 

ক্যামেরার দিকেও আলাদা ডিফারেন্স আছে Poco m3 ট্রিপল ক্যামেরা এবং মেইন ৪৮MP ও ultra ক্যামেরা ৮mp,

অন্যদিকে Poco m3 Narzo 20 এর মতো ট্রিপল ক্যামেরা, মেইন ক্যামেরা ৪৮mp থাকলেও ultra ক্যামেরা ২mp যেটা Narzo 20এর তুলনায় কম ৷ 

অন্যান্য সব বৈশিষ্ট সেম টু সেম ৷ 

তাই বলবো দামেও কম আবার ক্যামেরাও বেশি সবথেকে বড় কথা অল্প দামেও Poco m3 থেকে ভালো পারফরম্যান্স পাবেন Narzo 20তে ৷ 

তাই বলবো Narzo 20 বেস্ট অফ বেস্ট ফোন ৷ 

আপনার মতামত প্লিজ কমেন্ট করে জানাবেন ৷

 

                    「ধন্যবাদ」⛄