বিষয়়ঃ Realme Narzo 20 ?  xiaomi Poco M3 

 

সংক্ষিপ্ত আলোচনায় যা যা পার্থক্য পাওয়া যায়, তার উপর ভিত্তি করে যেটা বেস্ট হবে সেই আজকে বেস্ট অফ বেস্ট ফোন ৷ 

 

হাইলাইটস

 

  • Poco m3 & Narzo 20 দুই ফোনে 6.5″  ইঞ্চি Waterdrop FullScreen HD ডিসপ্লে রয়েছে ।

 

  • দুই ফোনেই ১৮w ফাস্ট চার্জের সুবিধা ৷
  • দুই ফোনের স্টোরেজ  4/64GB, up to 128gb.

 

আলোচনাঃ 

কথা কাজে দুই কোম্পানি আজ বাংলার বাজারে দাপট কম দেখাচ্ছে না ৷

২০১৬ সালে শাওমি বাংলার বাজারে আসার পর থেকে আজ প্রযুন্ত যে মার্কেট পেয়েছে তা আকাশ ছোয়া মতই ৷  শুধু বাংলাদেশে তা নয় বরং এই চায়না মোবাইল সারা বিশ্ব মার্কেটে রেংকিং ৪নম্বরে ৷ 

অন্য দিকেও দুই বছরে রিয়েলমি চায়না কোম্পানি সারা ফেলেছে বেস বিশ্ব বাজারে ৷ তবে বাংলার বাজারে রিয়েলমি ফোন শাওমির সাথেই পাল্লা দিচ্ছে ৷

চলুন তাহলে দেখা যাক আজকে কার কত দৌর;

Price in Bangladesh

M3 Official ✭   

  • ৳14,999 4/64 GB
  • ৳16,499 4/128 GB

Narjo Official ✭

  • Official ৳13,990 4/64 GB

দামের দিকে তাকালে সমান স্টোরেজে ১০০৯ টাকা কম বেশি ৷  

Body:

Poco M3】

  • Material ⇄ Gorilla Glass 3 front, plastic body

Narjo 20

  • Material ⇄ Glass front, plastic body 

দুটোই প্লাস্টিক বডি হলেও poco m3 তে রয়েছে  Gorilla Glass 3 এখানে poco m3  এগিয়ে ৷

『Display』   

Poco m3】

Size     ☞ 6.53 inches

Resolution ☞    Full HD+ 1080 x 2340 pixels (395 ppi)

Narjo 20 

size ☞ 6.53 inches

Resolution ☞    Full HD+ 720 x 1600 pixels, 20:9 ratio (~270 ppi density)

দুটোই সমান ৷

Storage:

Poco m3】   

  • ROM    64 (UFS 2.1) / 128 GB (UFS 2.2):
  • RAM    4 GB
  • Processor Octa core, up to 2.0 GHz

Narjo 20 

  • ROM    64 (UFS 2.1) / 128 GB (UFS 2.2):
  • RAM    4 GB
  • Processor Octa-core, Up to 2.0GHz

Storage দিকে দুটোই সমান ৷

Camera:

Poco m3】

  • Back ⇄ Triple 48+2+2 Megapixel
  • Front ⇄ 8 Megapixel

 Narzo 20

  • Back ⇄ Triple 48+8+2 Megapixel
  • Front ⇄ 8 Megapixel

ক্যামেরার বিবেচনায় দুটা আলাদা ৷ এখানে 

Narzo 20 এগিয়ে ৷

Battery:   

Poco M3 ⇄ Type and Capacity    Lithium-polymer 6000 mAh (non-removable)

Fast Charging    ↮ 18W Fast Charging

Narjo 20 ⇄Type and Capacity    Lithium-polymer 6000 mAh (non-removable)

Fast Charging    ↮ 18W Fast Charging

ব্যাটারির  বিবেচনায় দুটোই সমান ৷

 

Security:   

【Poco M3】

Fingerprint ☞    ✓Yes- Side-mounted

Face Unlock☞ ✔Yes 

【Narzo 20】

Fingerprint ☞    ✓Yes- Side-mounted

Face Unlock☞ ✔Yes 

 

Security বিবেচনায় দুটোই সমান ৷

 

মতামত, দামের দিকে তাকালে Poco M3 এর থেকে Narzo 20 দাম কম ৷ 

ক্যামেরার দিকেও আলাদা ডিফারেন্স আছে Poco m3 ট্রিপল ক্যামেরা এবং মেইন ৪৮MP ও ultra ক্যামেরা ৮mp,

অন্যদিকে Poco m3 Narzo 20 এর মতো ট্রিপল ক্যামেরা, মেইন ক্যামেরা ৪৮mp থাকলেও ultra ক্যামেরা ২mp যেটা Narzo 20এর তুলনায় কম ৷ 

অন্যান্য সব বৈশিষ্ট সেম টু সেম ৷ 

তাই বলবো দামেও কম আবার ক্যামেরাও বেশি সবথেকে বড় কথা অল্প দামেও Poco m3 থেকে ভালো পারফরম্যান্স পাবেন Narzo 20তে ৷ 

তাই বলবো Narzo 20 বেস্ট অফ বেস্ট ফোন ৷ 

আপনার মতামত প্লিজ কমেন্ট করে জানাবেন ৷

 

                    「ধন্যবাদ」⛄

 

17 thoughts on "[ব্যবসা-০৬] Poco m3 ? Narzo 20 কোনটা কত ভালো | দেখুন ফোন কিনার আগে এই পোস্ট"

  1. wHø Åm Ï? Author says:
    Awesome comparison?
  2. SR Shoruv Author says:
    just look er jnne hoileo poco m3 nibo 🙂
  3. Rakib Contributor says:
    আমি দেখলাম নারজো ২০ এর ডিসপ্লে- HD+ / 720*1600
    1. ╰☆☆ Μ?Ⓜ?? ☆☆╮ Author Post Creator says:
      হুম
    1. ╰☆☆ Μ?Ⓜ?? ☆☆╮ Author Post Creator says:
      Wellcome
  4. Binidro Contributor says:
    Processor section নিয়ে আরো বিশদ আলোচনা আবশ্যক ছিল। বিশেষ করে কোনটা কোন কোম্পানির প্রসেসর এবং তার মডেল?
  5. ╰☆☆ Μ?Ⓜ?? ☆☆╮ Author Post Creator says:
    ধন্যবাদ ৷ এমন মতামত দেওয়ার জন্য ৷
  6. এখানে ভুল তথ্য দেওয়া হয়েছে….. দয়া করে সবাই google search করলেই বুঝতে পারবেন, নিজে সঠিক ভাবে না যেনে অন্যদের কিভাবে পরামর্শ দিতে আসেন?
    আগে নিজে সঠিক ভাবে জানুন তার পর অন্যদের পরামর্শ দিতে আইসেন, নইলে help করতে আইসা আরো মানুষদের ভুল পথে নিয়ে যাবেন।
    Poco m3 :- 1080×2340 pixels
    Realme Narzo 20 :- 720×1600 pixels
    Poco m3 :- Snapdragon 662
    Realme Narzo 20 :- MediaTek Helio G85
    আসা করি এবার বুঝতে পরেছেন, স্কিন রেজুলেশন কতো কম বেশি, আর প্রসেসর এর দিক রাতদিন কম বেশি, snapdragon ১০-১৫ বছর একই করম ভাবে চলে। আর media tek ১-২ বছর পর আর আগের মতো চলতে পারে না ১/২ বছর পর ই হ্যাং slw হওয়া শুরু করে দেয়…. আমার কথা কারো বিশ্বাস না হলে কিছু করার নাই, আমি কাউকে মিথ্যা বলছি না, আমার কথা বিশ্বাস না হলে কিনুন আর নিজেই পরিক্ষা করে দেখুনধন্যবাদ ?
    1. ╰☆☆ Μ?Ⓜ?? ☆☆╮ Author Post Creator says:
      ধন্যবাদ ৷ এতো মূল্যবান মন্তব্য করার জন্য ৷
  7. জ্বি ব্যাপার টা বুঝার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া?

Leave a Reply