Site icon Trickbd.com

সিম্ফোনি z30 pro না কি শাওমি Redme 9c কোনটা কিনবেন কোনটা কিবনেন না

আজকে এমন একটি পোস্ট শেয়ার করছি যা হবে বাংলা vs চায়না ৷

সিম্ফনি মোবাইল বা সিম্ফোনি মোবাইল হচ্ছে একটি দেশী মোবাইল-ফোন নির্মাতা ব্যবসা প্রতিষ্ঠন; যেটি বাংলাদেশে সর্বাধিক বিক্রিত মোবাইল ফোন বিক্রি করে। অপেক্ষাকৃত কম দামে হওয়ায় ক্রেতাসাধারণ এই ব্র্যান্ডের মোবাইল কিনতে বেশি আগ্রহ দেখায়।

অন্যদিকে শাওমি চায়না কোম্পানি হলেও বাংলাদেশ সহ প্রায় সব দেশে ভালো মানের ফোন সেল করছে ৷ গ্রাহকদের মনজয় করেছে এই শাওমি ফোনগুলা ৷ 

যাইহোক, দেখা যাক কার দৌর কত টুকু Symphony Z30 Pro VS Xiaomi Redmi 9C. 

দেশের বাজারে Symphony Z30 Pro দাম মাত্র ১০ হাজার ৮৯০ টাকা অন্য দিকে Xiaomi Redmi 9C দাম মাত্র ৳10,999(2/32 GB) এবং ৳12,499(3/64 GB)

 

★Specifications:

ডিসপ্লেঃ

ব্যাটারিঃ 

ক্যামেরাঃ

প্রসেসরঃ

মেমোরিঃ

সাপোর্টঃ

বক্সঃ

পার্থক্যঃ

কিছু কিছু ক্ষেত্রে একহলেও Z30 Pro থেকে স্পিড ভালো Redme 9c এর ৷ অন্যদিকে আবার Redme 9c এর থেকে ফ্রন্ট ক্যামেরা Z30 pro এর ৷

দামের দিকে তাকালে Redme 9c দাম গুনতে হবে ১২ হাজার ৪৯৯ টাকা সেক্ষেত্র ১ হাজার ৬০৯ টাকা কমেই পাচ্ছেন z30 pro ৷ Ram এর ক্ষেত্রেও z30 দিচ্ছে ৪জিবি কিন্তু Redme 9c দিচ্ছে ৩জিবি ৷

আমার কাছে Symphony Z30 Pro Xiaomi Redmi 9C এর থেকে বেটার মনে হয় আপনার কোনটা তা কমেন্টস করে আমাদের জানন ৷
যদি পোস্টটি ভালো লাগে তাহলে আমার সাইটটি ঘুরে দেখুন একবার ☞ hmvai.com