আজকে এমন একটি পোস্ট শেয়ার করছি যা হবে বাংলা vs চায়না ৷
সিম্ফনি মোবাইল বা সিম্ফোনি মোবাইল হচ্ছে একটি দেশী মোবাইল-ফোন নির্মাতা ব্যবসা প্রতিষ্ঠন; যেটি বাংলাদেশে সর্বাধিক বিক্রিত মোবাইল ফোন বিক্রি করে। অপেক্ষাকৃত কম দামে হওয়ায় ক্রেতাসাধারণ এই ব্র্যান্ডের মোবাইল কিনতে বেশি আগ্রহ দেখায়।
অন্যদিকে শাওমি চায়না কোম্পানি হলেও বাংলাদেশ সহ প্রায় সব দেশে ভালো মানের ফোন সেল করছে ৷ গ্রাহকদের মনজয় করেছে এই শাওমি ফোনগুলা ৷
যাইহোক, দেখা যাক কার দৌর কত টুকু Symphony Z30 Pro VS Xiaomi Redmi 9C.
দেশের বাজারে Symphony Z30 Pro দাম মাত্র ১০ হাজার ৮৯০ টাকা অন্য দিকে Xiaomi Redmi 9C দাম মাত্র ৳10,999(2/32 GB) এবং ৳12,499(3/64 GB)
★Specifications:
ডিসপ্লেঃ
- Z30 Pro: ডিসপ্লের সাইজ ৬.৫২” Z30 Pro রেজোলিউশন এইচডি + 1600 x 720 পিক্সেল (269 পিপিআই), ও IPS Touchscreen Technology ব্যাবহার করা হয়েছে ৷
- Redme 9c: ডিসপ্লে সাইজ ৬.৫৩” রেজোলিউশনের দিকে 9c HD+ 1600 x 720 পিক্সেল (269 পিপিআই) এবং IPS LCD Touchscreen Technology ব্যাবহার করা হয়েছে ৷
ব্যাটারিঃ
- Z30 Pro: Lithium-polymer 5000 mAh, 10W Fast Charging
- Redme 9c: Lithium-polymer 5000 mAh (non-removable), 10W Fast Charging
ক্যামেরাঃ
- Z30 Pro: পিছনে Triple 13+2+5 Megapixel এবং সামনে 8 Megapixel
- Redme 9c:পিছনে Triple 13+2+2 Megapixel এবং সামনে 5 Megapixel
প্রসেসরঃ
- Z30 Pro: অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10, চিপসেট মিডিয়াটেক হেলিও এ 25 (12 এনএম), প্রসেসর অক্টা-কোর, 1.8 গিগাহার্টজ, জিপিইউ পাওয়ারভিআর জিই 8320
- Redme 9c:অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 (এমআইইউআই 12), চিপসেট মিডিয়াটেক হেলিও জি 35 (12 এনএম), প্রসেসর অক্টা কোর, ২.৩ গিগাহার্টজ, জিপিইউ পাওয়ারভিআর জিই 8320
মেমোরিঃ
- Z30 Pro: ROM 64 GB, Ram 4GB.
- Redme 9c: ROM 32 / 64 GB (eMMC 5.1), Ram 2 / 3 GB
সাপোর্টঃ
- Z30 Pro: OTG,Fingerprint, Face Unlock.
- Redme 9c: OTG, Fingerprint, Face Unlock.
বক্সঃ
- Z30 Pro & Redme 9c
পার্থক্যঃ
কিছু কিছু ক্ষেত্রে একহলেও Z30 Pro থেকে স্পিড ভালো Redme 9c এর ৷ অন্যদিকে আবার Redme 9c এর থেকে ফ্রন্ট ক্যামেরা Z30 pro এর ৷
দামের দিকে তাকালে Redme 9c দাম গুনতে হবে ১২ হাজার ৪৯৯ টাকা সেক্ষেত্র ১ হাজার ৬০৯ টাকা কমেই পাচ্ছেন z30 pro ৷ Ram এর ক্ষেত্রেও z30 দিচ্ছে ৪জিবি কিন্তু Redme 9c দিচ্ছে ৩জিবি ৷
আমার কাছে Symphony Z30 Pro Xiaomi Redmi 9C এর থেকে বেটার মনে হয় আপনার কোনটা তা কমেন্টস করে আমাদের জানন ৷
যদি পোস্টটি ভালো লাগে তাহলে আমার সাইটটি ঘুরে দেখুন একবার ☞ hmvai.com