আজকে এমন একটি পোস্ট শেয়ার করছি যা হবে বাংলা vs চায়না ৷

সিম্ফনি মোবাইল বা সিম্ফোনি মোবাইল হচ্ছে একটি দেশী মোবাইল-ফোন নির্মাতা ব্যবসা প্রতিষ্ঠন; যেটি বাংলাদেশে সর্বাধিক বিক্রিত মোবাইল ফোন বিক্রি করে। অপেক্ষাকৃত কম দামে হওয়ায় ক্রেতাসাধারণ এই ব্র্যান্ডের মোবাইল কিনতে বেশি আগ্রহ দেখায়।

অন্যদিকে শাওমি চায়না কোম্পানি হলেও বাংলাদেশ সহ প্রায় সব দেশে ভালো মানের ফোন সেল করছে ৷ গ্রাহকদের মনজয় করেছে এই শাওমি ফোনগুলা ৷ 

যাইহোক, দেখা যাক কার দৌর কত টুকু Symphony Z30 Pro VS Xiaomi Redmi 9C. 

দেশের বাজারে Symphony Z30 Pro দাম মাত্র ১০ হাজার ৮৯০ টাকা অন্য দিকে Xiaomi Redmi 9C দাম মাত্র ৳10,999(2/32 GB) এবং ৳12,499(3/64 GB)

 

★Specifications:

ডিসপ্লেঃ

  • Z30 Pro: ডিসপ্লের সাইজ ৬.৫২” Z30 Pro রেজোলিউশন এইচডি + 1600 x 720 পিক্সেল (269 পিপিআই), ও IPS Touchscreen Technology ব্যাবহার করা হয়েছে ৷
  • Redme 9c: ডিসপ্লে সাইজ ৬.৫৩” রেজোলিউশনের দিকে 9c HD+ 1600 x 720 পিক্সেল (269 পিপিআই) এবং IPS LCD Touchscreen Technology ব্যাবহার করা হয়েছে ৷

ব্যাটারিঃ 

  • Z30 Pro: Lithium-polymer 5000 mAh, 10W Fast Charging
  • Redme 9c: Lithium-polymer 5000 mAh (non-removable), 10W Fast Charging

ক্যামেরাঃ

  • Z30 Pro: পিছনে Triple 13+2+5 Megapixel এবং সামনে 8 Megapixel 
  • Redme 9c:পিছনে Triple 13+2+2 Megapixel এবং সামনে 5 Megapixel

প্রসেসরঃ

  • Z30 Pro: অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10, চিপসেট মিডিয়াটেক হেলিও এ 25 (12 এনএম), প্রসেসর অক্টা-কোর, 1.8 গিগাহার্টজ, জিপিইউ পাওয়ারভিআর জিই 8320
  • Redme 9c:অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 (এমআইইউআই 12), চিপসেট মিডিয়াটেক হেলিও জি 35 (12 এনএম), প্রসেসর অক্টা কোর, ২.৩ গিগাহার্টজ, জিপিইউ পাওয়ারভিআর জিই 8320

মেমোরিঃ

  • Z30 Pro: ROM    64 GB, Ram 4GB.
  • Redme 9c: ROM 32 / 64 GB (eMMC 5.1), Ram 2 / 3 GB

সাপোর্টঃ

  • Z30 Pro: OTG,Fingerprint, Face Unlock.
  • Redme 9c: OTG, Fingerprint, Face Unlock.

বক্সঃ

  • Z30 Pro & Redme 9c

পার্থক্যঃ

কিছু কিছু ক্ষেত্রে একহলেও Z30 Pro থেকে স্পিড ভালো Redme 9c এর ৷ অন্যদিকে আবার Redme 9c এর থেকে ফ্রন্ট ক্যামেরা Z30 pro এর ৷

দামের দিকে তাকালে Redme 9c দাম গুনতে হবে ১২ হাজার ৪৯৯ টাকা সেক্ষেত্র ১ হাজার ৬০৯ টাকা কমেই পাচ্ছেন z30 pro ৷ Ram এর ক্ষেত্রেও z30 দিচ্ছে ৪জিবি কিন্তু Redme 9c দিচ্ছে ৩জিবি ৷

আমার কাছে Symphony Z30 Pro Xiaomi Redmi 9C এর থেকে বেটার মনে হয় আপনার কোনটা তা কমেন্টস করে আমাদের জানন ৷
যদি পোস্টটি ভালো লাগে তাহলে আমার সাইটটি ঘুরে দেখুন একবার ☞ hmvai.com
 

18 thoughts on "সিম্ফোনি z30 pro না কি শাওমি Redme 9c কোনটা কিনবেন কোনটা কিবনেন না"

  1. STI Lover Author says:
    “কিছু কিছু ক্ষেত্রে
    একহলেও Z30 Pro
    থেকে স্পিড ভালো
    Redme 9c এর”৷
    kibave bujlen eta?
    1. sopon Author Post Creator says:
      Z30 Pro: অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10, চিপসেট মিডিয়াটেক হেলিও এ 25 (12 এনএম), প্রসেসর অক্টা-কোর, 1.8 গিগাহার্টজ, জিপিইউ পাওয়ারভিআর জিই 8320
      Redme 9c:অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 (এমআইইউআই 12), চিপসেট মিডিয়াটেক হেলিও জি 35 (12 এনএম), প্রসেসর অক্টা কোর, ২.৩ গিগাহার্টজ, জিপিইউ পাওয়ারভিআর জিই 832
      (z30 1.8 গিগাহার্টজ / 9c 2.3 গিগাহার্টজ) এখন বলুন কার কত স্পিড ৷
  2. STI Lover Author says:
    Ami mone kori aisomoye z30 pro er moto mobile e hoy na eto kom dame+ bettary,camera,memory+cpu.
    1. sopon Author Post Creator says:
      সঠিক বলেছেন কম দামে z30 pro good phone
  3. Rasel khan Contributor says:
    Jar jeta valo lagbe se seta kinba..
    1. sopon Author Post Creator says:
      Apnar konta valo lage
  4. সুন্দর পোস্ট আমি কিনবো এর ভিতরে ৷
    1. sopon Author Post Creator says:
      Konta kinben
  5. Mr_Triple_X Contributor says:
    Ami inshallah z30pro kinbo…
    1. sopon Author Post Creator says:
      Tai
  6. MD Shakil Ahmed Contributor says:
    ভাইনz30 pro ফোনের কি ব্যাটারি+ ব্যাকপাট খোলা যায়, নাকি, অন্য সব ফোনের মতো প্লিজ জানাবেন
  7. akram Author says:
    ভাইরে ভাই এত পার্থক্য করলেন আর দুইটার প্রসেসর এর পার্থক্য নিয়া কিছুই বললেন না,এইটা কেমন কথা?
    হেলিও এ২৫ আর জি৩৫ দুইটা প্রসেসরের কতটা ব্যবধান তাও বললেন না,জি ৩৫ একটা গেমিং প্রসেসর তাও বল্লেন না,কেমনে হইল তাইলে?
    1. sopon Author Post Creator says:
      প্রসেসর তো পার্থক্য লেখা আছে
  8. Mr_Triple_X Contributor says:
    accha vai, z30 pro te pubg lag sara khela jabe?
    1. sopon Author Post Creator says:
      Hmm
  9. Ahad Author says:
    ফোন ইউজ না করে ভালো খারাপ যাচাই করতে আসেন কি করে? Typical judgmental guy.
    1. sopon Author Post Creator says:
      পৃথিবির সব ফোন ব্যাবহার করে কি রিভিউ লিখতে হবে ৷ তাহলে সাংবাদিকরা ক্রিকেট না খেলে কেন লিখে ক্রিকেট নিয়ে?
    2. Ahad Author says:
      As I said earlier, typical judgmental guy lol

Leave a Reply