Site icon Trickbd.com

গেমিং ফোন কিনতে চান তাহলে এই ফোনটি (Infinix Hot 10) আপনার জন্য! রিভিউ তো আগে দেখুন তারপর অন্যকিছু

 

Infinix Hot 10  বাজাট যতই হোক তবুও সেরা ফোন কিনতে হবে ৷ ভয় পাবেন না বাজেট হাতের নাগালের ভিতরেই রইছে ৷

 

মোবাইল আমরা সবাই ব্যবহার করি কেউ দামি, কেউ আবার কমদামি ৷ দাম যেমন হোক তবুও যেন ফোন সবাই ব্যবহার করি ৷ 

স্মার্ট ফোন প্রতিযোগিতায় কার ফোন কত ভালো গেম রেসিং করা যায়, ফ্রি ফায়ার খেললে মোবাইল হ্যাং করে কিনা, চার্জ কেমন যায়, ক্যামেরা কেমন ক্লিয়ার আরো ইত্যাদি ইত্যাদি ৷ তবুও গুরুত্ব বিষয় হলো, চার্জ কেমন যায়, নেট কতটা ফাস্ট চলে, স্টোরেজ কত?

 

এই ফোনের গেমিং প্রসেসর তাই গেমস খেলতে ভয় নাই ৷

 

চলুন তাহলে জেনে নেওয়া যাক Infinix Hot 10 সম্পর্কে:

 

দামঃ

এই ফোনের দাম পড়বে  12,990 টাকা ৷

 

রিলিজ:

এই ফোনটা রিলিজ হয় আর 2020 এর ওক্টোবর মাসের ১৭ তারিখে  ৷

 

 কালার:

এই ফোনটি চারটি কালারে পাওয়া যাবে,  Obsidian Black, Amber Red, Moonlight Jade, Ocean Wave 

এই ফোনে ওটিজি সাপোর্ট আছে৷

ডিসপ্লে:

ফোনের ডিসপ্লের আকার 6.78 ইঞ্চি,

রেজোলিউশন এইচডি 720 এক্স 1640 পিক্সেল (264 পিপিআই),

টেকনোলজি টিএফটি টাচস্ক্রিন ৷

 

Body:

Style>    Punch-hole,

Material> Glass front, plastic body

 

 ক্যামেরা:

এই ফোনের তিনটি ব্যাক ক্যামেরা, দুইটি 16 2 2 মেগাপিক্সেল এবং AL Lens ৷ অটোফোকাস, কোয়াড-এলইডি ফ্ল্যাশ, লো-লাইট সেন্সর এবং আরও অনেক কিছু

ভিডিও রেকর্ডিং পুরো এইচডি (1080 পি)

এবং সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে ৷

 

ব্যাটারি:

5200 mAh ব্যাটারি এবং 10w ফাস্ট চার্জিং ৷

 

অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড 10 ভার্সন ৷

 

পারফরম্যান্স:

চিপসেট মিডিয়াটেক হেলিও জি70 (12 এনএম),

প্রসেসর অক্টা-কোর, 2.0 গিগাহার্টজ,

জিপিইউ Mali-G52 2EEMC2 ৷

স্টোরেজঃ

র‌্যাম 3/4/6 জিবি 

রম 64/128 জিবি (ইএমএমসি 5.1)

মাইক্রোএসডি স্লট; 512 গিগাবাইট পর্যন্ত সাপোর্ট করবে (ডেডিকেটেড স্লট) ৷

 

এই ছিল আজকের Infinix Hot 10 ফোন রিভিউ ৷ 

 যদি পোস্টটি ভালো লাগে তাহলে আমার  সাইটটি ঘুরে দেখুন একবার ? hmvai.com

ফোনের ক্যামেরা, ব্যাটারি, ৱ্যাম-রম, পারফর্মেন্স ভালো আছে দামটাও বাজেটের মধ্যে ৷ আমার কাছে ভালো লেগেছে, আপনার কেমন লাগলো ? অবশ্যই কমেন্ট করে জানাবেন ৷