আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।

Motorola Moto E7 Power

মোবাইল তো আমরা সবাই ব্যবহার করি। কেউ কমদামী আর বেশি দামী। বর্তমানে প্রতিদিন নতুন নতুন ফিউচার যুক্ত মোবাইল রিলিজ হচ্ছে। আর তার সাথে মোবাইলের দাম আগের তুলনায় অনেক কমছে।Android Operating System দ্বারা তৈরিকৃত মোবাইল সংখ্যা এবং কোম্পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

আজকে Android Operating System দ্বারা তৈরিকৃত এমনি একটি বড় কোম্পানির মোবাইল ফোনের রিভিউ দিতে যাচ্ছি।মটোরোলা মোবাইল সম্প্রতি কয়েকটি লো বাজেটের অসাধারণ ফোন নিয়ে এসেছে। দামে কম হলেও এই ফোনগুলো হয়েছে দুর্দান্ত। মটোরোলা এবার তার নতুন মোবাইল সংযোজন করতে চলেছে এই ফোনটি ও হবে লো বাজেটের এবং ফোনটি হল মটোরোলা মোটো ই ৭ পাওয়ার। চলুন দেখে আসা যাক এই মোবাইলটির স্পেসিফিকেশন।

ফোনের নামঃ Motorola Moto E7 Power

প্রথম রিলিজঃ ১৯ ফেব্রুয়ারি ২০২১

ফোনের কালারঃ Tahiti Blue, Coral Red

ডিসপ্লেঃMotorola Moto E7 Power এর ডিসপ্লের সাইজ ৬.৫১ ইঞ্চি। রেজুলেশন রয়েছে 720 x 1600 pixels IPS LCD 380 nits (typ) রয়েছে।

পিছনের ক্যামেরাঃ পিছনের দুটি ক্যামেরা রয়েছে।প্রথমটি 13 MP, f/2.0, 26mm (wide), 1/3.1″, 1.12µm, PDAF
দ্বিতীয় ক্যামেরা 2 MP, f/2.4, (macro) আর এগুলোর মধ্যে পাবেন LED flash, HDR, panorama ভিডিও রেকর্ডিং হবে 1080p@30fps

সামনের ক্যামেরাঃ সামনের ক্যামেরা রেজুলেশন রয়েছে 5 Megapixel f/2.2, 27mm (wide), 1.12µm এবং ফিউচার গুলো রয়েছে HDR আর ভিডিও রেকর্ডিং 1080p@30fps

ব্যাটারিঃMotorola Moto E7 Power এর ব্যাটারি রয়েছে লিথিয়াম-পলিমার 5000 এমএএইচ (Non-removable) এবং 10W Fast Charging

Performance: Motorola Moto E7 Power এর Operating System রয়েছে Android 10। চিপসেট রয়েছে মিডিয়াটেক হেলিও জি 25 (12 এনএম)।। প্রসেসর রয়েছে অক্টা-কোর (4×2.0 গিগাহার্টজ কর্টেক্স-এ 53 এবং 4×1.5 গিগাহার্টজ কর্টেক্স-এ53)

স্টোরেজঃ Motorola Moto E7 Power ফোনের ইন্টারনাল মেমোরি রয়েছে 32GB 2GB RAM, 64GB 4GB RAM

সিকিউরিটিঃফিঙ্গারপ্রিন্ট (রিয়ার-মাউন্ট করা), অ্যাকসিলোমিটার, প্রক্সিমিটি

দামঃMotorola Moto E7 Power মোবাইলটির বাংলাদেশী মূল্য হবে ৯,৩৪৫ টাকা মাত্র।

Highlight

আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি

2 thoughts on "মটোরোলা মোবাইল সম্প্রতি লো বাজেটের দুর্দান্ত ফোন নিয়ে এসেছে Motorola Moto E7 Power"

  1. STI Lover Author says:
    Symphony atom e best phone in low budget.
    Review
    1. MD Shakib Hasan Author Post Creator says:
      Hmmm

Leave a Reply