hello বন্ধুরা। symphony.
বাংলাদেশের সবথেকে বেশি ব্যবহৃত মোবাইল।আপনারা হয়তো জানেন যে, Recently symphony চমৎকার কিছু মোবাইল রিলিজ করেছে। যা অন্যান্য কোম্পানির মোবাইল গুলো থেকে বেশি জনপ্রিয়তা লাভ করেছে।
মুলত. এখন সিম্পনি মানেই ভিন্ন কিছু। চমৎকার সব ফিচারের পাশাপাশি দাম ও হাতের মুঠোয়। তাই অনেকেই পছন্দের শীর্ষে সিম্পনি কে জায়গা দিয়েছে।
এরই ধারাবাহিকতা বজায় রেখে, সিম্পনি রিলিজ করে নতুন সিরিজের স্মার্টফোন।
চলতি মাস[ February ] এর ১ তারিখে সিম্ফনি থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিম্পনি মোবাইলের head of marketing তাইয়েবুর রহমান বলেন, উন্নয়নশীল বাংলাদেশের সব স্তরের মানুষের মধ্যে স্মার্টফোনের চাহিদা বেড়েছে। বাজেট যেমনই হোক উন্নত প্রযুক্তির স্মার্টফোন ব্যবহারের দাবিদার সবাই।
তিনি এই প্রসঙ্গক্রমে আরো উল্লেখ করেন, প্রযুক্তির ব্যবহার এবং দামে এই মোবাইল অন্য সব মোবাইল থেক এগিয়ে থাকবে।
তিনি এর বৈশিষ্ট্য উল্লেখ করে বলেন,
৬ দশমিক ২২ ইঞ্চির বড় আইপিএস ডিসপ্লেতে আছে এইচডি প্লাস বা ১৫২০*৭২০ রেজুলেশন।
RAM:2GB
Rom:GB
যা 128 gb পযর্ন্ত বাড়ানো যাবে।
তিনি আরো বলেন, চমৎকার ফটো তোলার জন্যে স্মার্টফোনটির ব্যাক ক্যামেরায় ব্যবহার করা হয়েছে গুগল কাস্টমাইজড এবং সনি সেন্সর এর ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
আর selfe তুলতে সামনে 5 মেগা পিক্সেল এর camera use করা হয়েছে।
camera featured : প্রোট্রেইট মোড, নাইট মোড, গুগল ট্রান্সলেটর, এইচডিআর এবং ফেস বিউটি।
মোবাইল টিতে 4000 মেগা এম্পিয়ারের ব্যাটারি থাকায় 2 দিন অনায়াসে ই ব্যবহার যোগ্য।
এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক এবং ডার্ক থিম এর পাশাপাশি অন্য আরো অনেক বৈশিষ্ট্য সম্পন্ন ডিভাইস টি সিম্ফনির সব আউটলেটে পাওয়া যাচ্ছে বাংলালিংক এবং রবির ডাটা বান্ডেলসহ মাত্র সাত হাজার দুইশ ৯০ টাকায়।
Dont miss
আপনার ইন্টারনেট জ্ঞান সম্পুর্নই বৃথা।যদি না এ মজার তথ্যগুলো জানেন!
মজার ৫টি ওয়েবসাইট ! যেগুলো আপনার ইন্টারনেটের একঘেয়েমি দুর করার পাশাপাশি আপনাকে উপহার দিবে নতুন কিছু।
এই পোস্টটি সর্বপ্রথম প্রকাশিত হয় TrickBD.Com এ
7 thoughts on "বাজেট যেমনই হোক। উন্নত প্রযুক্তির স্মার্টফোন ব্যবহারের দাবিদার সবাই। তাই symphony নিয়ে আসল নতুন সিরিজের মোবাইল।"