ইন্টারনেট ব্যবহার করে কিন্তু ওয়েবসাইটের কথা জানেনা এরকম লোক খুব কমই আছে। প্রতিনিয়ত ইন্টারনেট থেকে আমাদের কতকিছুই অনুসন্ধান করার দরকার পড়ে।অনেকে তো আছে এরকম যে, কোনো কাজ ছাড়াই সারাদিন শুধু ইন্টারনেটে বা অনলাইনে সময় ব্যয় করে। তাই তাদের কাছে একঘেয়েমি চলে আসে।
সাধারণত খুব বেশী ইন্টারনেট ব্যবহার করা ক্ষতিকর হলেও খুব কম লোক ই এটা বোঝেন। কিন্তু, তারপরও তারা রাত-দিন ২৪ঘন্টাই অনলাইনে পড়ে থাকে।
কিন্তু, কি লাভ! যদি নতুন কিছু উপভোগ করতে পারতাম তাহলে কতই না ভালো হতো।
হ্যাঁ, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এমন ৫টি ওয়েবসাইট যেগুলোর মাধ্যমে আপনি আপনার ইন্টারনেট ব্যবহারের একঘেয়েমি দুর করে এবং তারই সাথে নতুন কিছু জানতে পারবেন।
তো চলুন দেখে নিই ওয়েবসাইট গুলো কি কি?
1.Virtual Mount Everest Climbing
↪ ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে উত্তর দিবেন?দয়া করে যদি উত্তর দেন তাহলে আমি পছন্দ করি!
প্রশ্ন টি হচ্ছে যে, আমরা কোন দেশে বাস করি?
* এখন আপনি নিশ্চয়ই ভাবছেন বাংলাদেশ। হ্যাঁ আমরা বাংলাদেশে বাস করি। কিন্তু আমাদের দ্বারা কখনো সম্ভব না নেপালের মাউন্ট এভারেস্টে গিয়ে উপরে ওঠা। তাহলে কি করা যায়# গুগল এ সার্চ দিব তাই না?অথবা ইউটিউবে ভিডিও গুলো দেখে নিব^
কিন্তু সেগুলো কতটুকু সত্য তা আমরা জানিনা^
এখানে আপনাকে সাহায্য করবে এই ওয়েবসাইটটি।সরাসরি গুগলে গিয়ে সার্চ করেন, Virtual Mount Everest Climbing
প্রথমে যে ওয়েবসাইটে আসবে সেখানে গিয়ে ভিজিট করেন। তাহলে আপনাকে তারা মাউন্ট এভারেস্টের একদম নিচ থেকে উপরে নিয়ে যাবে। কি এখন খুশি তো !তাহলে চলুন দ্বিতীয় একটা দেখে নিই^

2.A soft Murmur
নাম দেখেই হয়তো বুঝে গেছেন এটা কিসের ওয়েবসাইট? আমি বলার আগেই অনেক সাইটে ভিজিট করে ফেলেছেন;যারা জানেন না তাদের জন্যই বলছি:- বর্ষাকাল আপনার কেমন লাগে !সাধারণত ছাত্র-ছাত্রী বা শিক্ষার্থীদের কাছে বর্ষাকালটা অনেক ফ্রী হয়ে থাকে।মেঘের গর্জন এবং বৃষ্টির রিমঝিম শব্দ টা মানুষের হৃদয় কেড়ে নেয়।
এছাড়াও পাখির সকালবেলার কিচিরমিচির আমাদের অনেক ভালো লাগে।কিন্তু শহরে তো আর এসব শব্দ শোনা যায় না।আচ্ছা শহরের কথা বাদই দিলাম। সব সময় যেমন ধরেন গরমকালে কি ধরনের শব্দ গুলো শোনা যায়?তাহলে এই মুহূর্তে কি করা উচিত !কি করা উচিত আমি আপনাদেরকে দিচ্ছি।
এ কাজে আপনাকে সাহায্য করবে এই ওয়েবসাইটটি।যে ভাবে উপভোগ করতে পারেন এই ওয়েবসাইট টি।
@ একটা স্মার্টফোন এবং একটি হেডফোন থাকলে দুইটা কানেক্ট করে নেন।
তারপর গুগলে গিয়ে সার্চ করেন,A soft Murmur
প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেখানে গিয়ে আপনি এ সকল শব্দ উপভোগ করুন এবং মনকে প্রফুল্ল করে নেন।
3.Is it Normal?
ওয়েবসাইটটি গুগলে গিয়ে সার্চ করেন এবং আপনি আপনার অনুভূতি জেনে নিন।এই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে জেনে নিবেন তা গুগলে গিয়ে সার্চ করার সাথে সাথে জেনে নিতে পারবেন। বিস্তারিত এখানে আমার বলার দরকার নেই।
তারপরও যারা জানে না তাদের জন্য কিছু বলছি,
আপনার অনুভূতি কেমন,আপনার মন কি চাচ্ছে বাকি চাচ্ছে না তারা আপনাকে প্রশ্ন করবে আপনি প্রশ্নগুলোর উত্তর দিয়ে আপনার মনের অনুভূতি আবেগ সবকিছু জেনে নিতে পারবেন।
4.Solve the Riddle!
ওয়েব সাইটটির মাধ্যমে আপনি রিডার সমাধান করতে পারবেন।
[ এ website depends করবে আপনার পরিবেশ ও অদ্ভূত সব আওয়াজের উপর”]
5.9-Eyes
এ ওয়েবসাইটথেকে আপনি কিছু শিখতে পারবেন কিনা আমি তা জানি না,তবে হাসতে যে আপনাকে বাধ্য হতে হবে. তবে, এটা ঠিক যে, আপনাকে আপনি বিভিন্ন দেশের বিভিন্ন রাস্তায় ঘটে যাওয়া হাস্যকর সব ফটো দেখতে পারবেন। যেগুলো দেখার পর না হেসে উপায় নাই।
????????????????
বন্ধরা, আজকের মতো এখানেই বিদাই নিচ্ছি।
উপরে উল্লেখ্য ৫টি ওয়েবসাইট এর মধ্যে কোনটি আপনার নিকট সবচেয়ে বেশী ভালো লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে।
????????????????
আপনাদের সুবিধার জন্যে 1st website link দিলাম।বাকি গুলো গুগল এ পাবেন।
http://www.everest3d.de/jost-kobusch-live-tracking-everest

17 thoughts on "মজার ৫টি ওয়েবসাইট ! যেগুলো আপনার ইন্টারনেটের একঘেয়েমি দুর করার পাশাপাশি আপনাকে উপহার দিবে নতুন কিছু।"

  1. Shakib Expert Author says:
    অসাধারণ অভিজ্ঞতা হল সাইটগুলোতে visit করে।
    ধন্যবাদ ?

    একটা friendly Suggestion, don’t mind please
    আপনি চাইলে website এর নামের পাশে link attached করে দিতে পারতেন। আমার মত visitorরা সহজেই এই মজাদার সাইট ভিজিট করতে পারত

    আবার ও ধন্যবাদ পোস্টটা ভালো লাগলো??

  2. Adib☠️☠️? Contributor says:
    লিংক এখানে দেন।
  3. Dip Dey - Walker #57341 Contributor says:
    Link Aikhane Den + SS Den
    1. STI Lover Author Post Creator says:
      TNX
  4. Real_man Contributor says:
    link koi mia
    1. Md Hridoy Author Post Creator says:
      গুগলে সার্চ করেন
  5. Ashim Contributor says:
    link chara ei dhoroner post er mane ki? faltu jottosov
  6. AJFahad Contributor says:
    Thank YOU
  7. AJFahad Contributor says:
    Good post
  8. AJFahad Contributor says:
    Nice post
  9. AJFahad Contributor says:
    Keep it up and go ahead
  10. AJFahad Contributor says:
    ❤️❤️❤️

Leave a Reply