Site icon Trickbd.com

মাত্র ৫ মিনিট চার্জেই ৩ঘন্টা কথা বলা যাবে এই ফোনটিতে। আরও থাকছে যেসব ফিচার্স!

Unnamed

টাইটেল দেখে অবাক হওয়ার কিছু নেই। অত্যন্ত অপ্পোর অফিসিয়াল এডভারটাইজমেন্ট থেকে এরকমটাই জানা যায়। মাত্র ৫মিনিট চার্জে ৩ ঘন্টা অনবরত কথা বলে যেতে পারবেন নতুন Oppo A77s ফোনটিতে। আরও যেসব ফিচার্স পাচ্ছেন, জেনে নিব স্পেসিফিকেশনসহ। Let’s go for it..

ইন্ট্রোডিউসিং ইউ উইথ নিউ অপ্পো এ৭৭এস

এবার আসি মৌলিক স্পেক্সগুলোতে যা না জানলেই নয়ঃ

এছাড়া থাকছে,

ডিসপ্লে ও বডিঃ

বিল্ড কোয়ালিটিঃ

ব্যাটারীঃ

ক্যামেরাঃ

এছাড়া থাকছেঃ

ফোনটির যে দিকগুলো ভালো লেগেছেঃ

ফোনটির যে দিকগুলো ভালো লাগেনি আমার কাছেঃ

সর্বোপরি ফোনটার যাবতীয় এস্পেক্সগুলি আমার কাছে ভালো ঠেকেছে, তাই পোস্টটি করা। আপনার বাজেট ২০-২৫ হাজার হলে সেটটি ট্রাই করতে পারেন। এই বাজেটে বেস্ট সেট না হলেও ওয়ান অফ দ্য বেস্ট বলে এশিউর করতে পারি অপ্পো এ৭৭এস মডেলটি  আপনাকে। পোস্টটি ভালো লাগলে ঘুরে আসতে পারেন এখান থেকে

আল্লাহ হাফেয।