টাইটেল দেখে অবাক হওয়ার কিছু নেই। অত্যন্ত অপ্পোর অফিসিয়াল এডভারটাইজমেন্ট থেকে এরকমটাই জানা যায়। মাত্র ৫মিনিট চার্জে ৩ ঘন্টা অনবরত কথা বলে যেতে পারবেন নতুন Oppo A77s ফোনটিতে। আরও যেসব ফিচার্স পাচ্ছেন, জেনে নিব স্পেসিফিকেশনসহ। Let’s go for it..
ইন্ট্রোডিউসিং ইউ উইথ নিউ অপ্পো এ৭৭এস
- মডেলঃ Oppo A77s
- র্যামঃ ৮ জিবি
- রমঃ ১২৮ জিবি
- বাজারমূল্যঃ ৳২৪০০০ বাংলাদেশি টাকা
- কালার ভ্যারিয়েন্টঃ কমলা (লেদার), আকাশি এবং কালো (প্লাস্টিক)।
- ফোনটি রিলিজ হয়ঃ অক্টোবর ২০২২
- যা কিনা চায়নাতে প্রস্তুত হয়েছে।
এবার আসি মৌলিক স্পেক্সগুলোতে যা না জানলেই নয়ঃ
-
- অপারেটিং সিস্টেমঃ এন্ড্রয়েড। ফোনটি এন্ড্রয়েড ১২-এ রান করছে।
- নেটওয়ার্ক ব্যান্ডসঃ ৪জি/৩জি/২জি। সাথে থাকছে ডাবল সিম স্লট।
- চিপসেটঃ কোয়ালকম এসএম৬২২৫ স্ন্যাপড্রাগন ৬৮০ ৪জি (৬ ন্যানোমিটার)
- সিপিইউঃ ওক্টা-কোর (৪x২.৪ গিগাহার্টজ ক্রিয়ো ২৬৫ গোল্ড & ৪x১.৯ গিগাহার্টজ ক্রিয়ো ২৬৫ সিলভার)
- জিপিইউঃ অ্যান্ড্রেনো ৬১০ – ৬৪ বিট
এছাড়া থাকছে,
-
- কাস্টম ইউজার এজেন্টঃ কালার ওপারেটিং সিস্টেম ১২.১
ডিসপ্লে ও বডিঃ
-
- ডিসপ্লে টাইপঃ প্লেন টু লাইন সুইচিং এলসিডি টাচস্ক্রিন, থাকছে ১৬.৭এম কালারস।
- ডিসপ্লে সাইজ ৬.৫৬ ইঞ্চি
- ডিস্প্লে রেজুলেশনঃ ৭২০ x ১৬১২ পিক্সেলস
- ডিস্প্লে রেশিওঃ ২০ঃ৯
- পিপিআই ডেন্সিটিঃ ~২৬৯
বিল্ড কোয়ালিটিঃ
-
- গ্লাস ফ্রন্ট এবং প্লাস্টিক ফ্রেম।
- কিছু কিছু ফোনে ইকো লেদারের ব্যাক নচেৎ প্লাস্টিকের ব্যাক থাকছে
- নচ পাচ্ছেন টাইপ ভি (V) ধাচের।
- ফ্রিঙ্গারপ্রিন্ট (সাইড মাউন্টেড)
- ফোনটির ওজনঃ ১৮৭/১৯০ গ্রাম
ব্যাটারীঃ
- টাইপঃ লিও-পলিমার ৫০০০ এম্পিআর, নন-রিমুভেবল
- চার্জিং সুবিধাঃ টাইপ-সি তে চার্জ হবে ব্যাটারী। যার জন্য রয়েছে ইউএসবি টাইপ-সি ২.০ পোর্ট।
- ফাস্ট চার্জিংঃ এভেইলেবল! পাচ্ছেন ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। যা দিয়ে কিনা ৬৯ মিনিটে ফোনটি ফুলি চার্জ হয়ে যাবে (সোর্সঃ এডভারটাইজমেন্ট বাই ওপ্পো)।
ক্যামেরাঃ
- ব্যাক ক্যামঃ [৫০ মেগাপিক্সেল, এপার্চার এফ/১.৮, ২৭ মিলিমিটার (ওয়াইড লেন্স), ২ মেগাপিক্সেল, এপার্চার এফ/২.৪, (ডেপথ লেন্স) ]
- রেজুলেশনঃ ৮১৫০ x ৬১৫০
- ফিচার্সঃ ব্যাককেমেরার সাথে ডুয়াল এলইডি ফ্ল্যাশ থাকছে এবং থাকছে নাইট মোড, এক্সপোজার এডজাস্ট করার সুবিধা, আইএসও কন্ট্রল, লেজার অটোফোকাস, প্যানারমা মোড, এইচডিআর মোড, পোট্রেইট মোড, এছাড়া ফেইস ডিটেকশন, টাচের মাধ্যমে ফোকাস, ডিজিটাল জুম, অটো ফ্লাশ, অনবরত শুটিং, গুগল লেন্স এর মতো সুবিধাগুলি পাচ্ছেন।
- ফ্রন্ট ক্যামঃ [৮ মেগাপিক্সেল, এপার্চার এফ/২.০, ২৬ মিলিমিটার (ওয়াইড লেন্স]
- রেজুলেশনঃ ৩২৬৪ x ২৪৪৮ পিক্সেল্স
- ফিচার্সঃ ফ্রন্ট ক্যামেরার সাথে থাকছে এইচডিআর মোড, প্যানারমা মোড, পোট্রেইট মোড, নাইট মোড ইত্যাদি ।
এছাড়া থাকছেঃ
- হেডফোন এক্সপেরিয়েন্স নেয়ার জন্য ৩.৫এমএম জ্যাক।
- জিপিএস সেন্সর থাকছে।
- ব্লুটুথ ৫.০, এটুডিপি, এলই, এপিটিএক্স, এইচডি।
- ল্যানঃ ডুয়াল ব্যান্ড, ওয়াইফাই ডিরেক্ট, হটস্পট।
- ওয়াই-ফাই ৮০২.১১ এ/বি/জি/এন/এসি।
- এফএম রেডিও নাই তবে
- এনএফসি আছে।
ফোনটির যে দিকগুলো ভালো লেগেছেঃ
- এই বাজেটে ৮জিবি র্যাম মানানসই ঠেকেছে আমার কাছে (এছাড়া ভার্চুয়ালি র্যাম এক্সপ্যান্ড করার সুবিধা তো থাকছেই)
- সেট যখন ওপ্পো, ক্যামেরা নিয়ে ব্যাড কমেন্ট করার তেমন সুযোগ নাই এবার।
- ফোনের লুকটা মারাত্মক লেগেছে আমার কাছে (এককথায়, প্রিমিয়াম একটা ফিল পাওয়া যাবে সেটটি হাতে নিলে)
- ফাস্ট চার্জিংঃ তাদের এডভারটাইজমেন্টে শুনলাম, মাত্র ৭০ মিনিটে ফোন চার্জ হয়ে যাচ্ছে। সেই তো! তবে ফোনটি যেহেতু ওপ্পো অনেকেই এর চেয়েও ফাস্ট চার্জিং এক্সপেক্ট করে থাকবেন।
- গেমিং প্রসেসর দিয়েছে। হাই গ্রাফিক্সের গেমসগুলি খেলতে পারবেন তেমন ল্যাগ ছাড়াই।
ফোনটির যে দিকগুলো ভালো লাগেনি আমার কাছেঃ
- প্লাস্টিক বডি কেন ভাই? যদিও কমলা ভ্যারিয়েন্ট এ ইকো লেদারের ব্যাক দিচ্ছে কিন্তু ফ্রেম তো সেই প্লাস্টিকই।
অর্থাৎ বুঝতেই পারছেন, লেদারের ব্যাক পেতে হলে কমলা কালার নিতে হবে। আর যারা আমার মতো ব্ল্যাক লাভার আছেন বা আকাশী কালারটা নিতে চান, তাদেরকে সেই প্লাস্টিক ব্যাক ধরিয়ে দেয়া হবে।? - অনেকেই আমার মতে এই রেঞ্জে ৫জি এক্সপেক্ট করবেন, নিরাশ না হয়ে উপায় নেই।
- এফএম রেডিও নাই। মানে লিটরেলি? আমি খুব হতভম্ব হয়েছি?
- ফোনটির সাইজ ভালোই বড় বলা যায়। হাত থেকে ফস্কে পড়ে না গেলেই হয় আরকি।
সর্বোপরি ফোনটার যাবতীয় এস্পেক্সগুলি আমার কাছে ভালো ঠেকেছে, তাই পোস্টটি করা। আপনার বাজেট ২০-২৫ হাজার হলে সেটটি ট্রাই করতে পারেন। এই বাজেটে বেস্ট সেট না হলেও ওয়ান অফ দ্য বেস্ট বলে এশিউর করতে পারি অপ্পো এ৭৭এস মডেলটি আপনাকে। পোস্টটি ভালো লাগলে ঘুরে আসতে পারেন এখান থেকে ।
আল্লাহ হাফেয।
16 thoughts on "মাত্র ৫ মিনিট চার্জেই ৩ঘন্টা কথা বলা যাবে এই ফোনটিতে। আরও থাকছে যেসব ফিচার্স!"