Site icon Trickbd.com

[Script] [Root] [Nobrick] TDT Special Tweak Script for smooth & bugless Android (Full installation Tutorial Bangla) by Riadrox

Unnamed

[Script] [Root] [Nobrick] TDT Special Tweak Script for smooth & bugless Android (Full installation Tutorial Bangla) by Riadrox

,
,
,
,
,
,

Introduction

## আপনার ফোন কি স্লো বা কোনো এপ প্রসেস করতে সময় লাগে?!!
ফোন এ ল্যাগ বেশি এবং প্রচুর বাগ রয়েছে??

## তাহলে এই স্ক্রিপটি আপনার জন্য।

## ফোন রুট করেছেন অথচ ফোন মডিফাই করবেন না তা কিভাবে হয়। স্ক্রিপটিং না করলেও শিখে রাখা ভাল। এগুলো প্রোগ্ররামিং এও অনেক কাজে লাগে।

## আগেই বলে রাখি স্ক্রিপটির ডেভলপার আমি না। আমি শুধু মডিফায়ার।

কি কি সুবিধা আছে?

## Init d সাপোর্ট। যাদের ফোন Init d বা Swap সাপোর্টেড না তারা এর মাধ্যমে সোয়াপ সাপোর্টার করতে পারবেন।

## Build prop টুইকস। Phone smooth করতে এই ফিচার।

## Enhanced Phone Boosting – ফোন বুস্ট করে সুপারফাস্ট করবে।

## Sql database ইনেবল। ও Better Ram ম্যানেজমেন্ট।

## তো শুরু করা যাক।


যা যা লাগবেঃ

১. রুটেড ফোন।

২.CWM/TWRP ইনস্টল্ড থাকতে হবে।

৩. Terminal Emulator Latest [/b]

৪. Init.d Enabler Flashable Zip Script

৫. Script TDT For Smooth & Bugless Android (আসল স্ক্রিপট)

৬. Emergency Uninstaller Zip ( ব্রিক না হওয়ার জন্য)


কার্যপ্রনালীঃ

## প্রথমে জিপ ফাইল তিনটি একটি ফোল্ডারে রাখুন।

## এবার রিকভারি মোডে যান। CWM /TWRP যাই হোক। তবে ফোনের ডিফল্ট দিয়ে হবে না।

## Install Zip from sdcard >> Choose zip from sdcard >> আপনার ঐ ফোল্ডারে যান। এবং Flashable init d supporter any android zip টা ইনস্টল দিন।

## আবার Install Zip from sdcard >> Choose zip from sdcard >> আপনার ঐ ফোল্ডারে যান। এবং Flashable TweakScript For Bugless and Smooth
Android Perform zip টা ইনস্টল দিন।

## Reboot system now

## ফোন অন হতে একটু সময় লাগবে অপেক্ষা করুন।যদি ১৫ মিনিট পরও ফোন অন না হয় তাহলে Emergency Uninstaller Zip ইনস্টল দিন রিকভারি থেকে।

## অন হলে ২ মিনিট ফোনে হাত দিবেন না। কিছুক্ষন পর ঢুকুন।

## আপনি অলরেডি কিছু স্পিড অনুভব করবেন।
কিন্তু এখনও আসল কাজ বাকি।

## Terminal Emulator ওপেন করুন।

## su লিখে Enter চাপুন। এখানে Enter বলতে আপনার ফোনের যেকোনো কিবোর্ডের ইন্টার বাটন।
নিচে দেখুন।

## এবার বড় হাতের TDT লিখে ইন্টার দিন।

## অনেক কিছু ইনস্টল চাইবে 1 লিখে ইন্টার দিন।

## এরপর মেনু আসবে।

2) Install build prop tweaks

3)Install Entropy

4) Boost the system

## পরপর ২ লিখে ইন্টার চাপুন ইনস্টল শেষে ৩ লিখে ইন্টার চাপুন। এবার অটো রিবুট হবে।

## রিবুট শেষে Terminal Emulator থেকে একই কাজ করুন এবং মেনু থেকে Boost the system দিন।

## কাজ শেষ।

,
,
,
,
,

,
,
,

## Tested on Symphony w16, v80, Lava iris250

## Do it at your own risk!!

,
,
,
,
,
,
,
,
,

————————————————–

এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।

*** I need Wapka Mb, Please Contact me, I will pay ***

Credit: Riadrox

FB/Myself.Riadrox