[Script] [Root] [Nobrick] TDT Special Tweak Script for smooth & bugless Android (Full installation Tutorial Bangla) by Riadrox
,
,
,
,
,
,
Introduction
## আপনার ফোন কি স্লো বা কোনো এপ প্রসেস করতে সময় লাগে?!!
ফোন এ ল্যাগ বেশি এবং প্রচুর বাগ রয়েছে??
## তাহলে এই স্ক্রিপটি আপনার জন্য।
## ফোন রুট করেছেন অথচ ফোন মডিফাই করবেন না তা কিভাবে হয়। স্ক্রিপটিং না করলেও শিখে রাখা ভাল। এগুলো প্রোগ্ররামিং এও অনেক কাজে লাগে।
## আগেই বলে রাখি স্ক্রিপটির ডেভলপার আমি না। আমি শুধু মডিফায়ার।
কি কি সুবিধা আছে?
## Init d সাপোর্ট। যাদের ফোন Init d বা Swap সাপোর্টেড না তারা এর মাধ্যমে সোয়াপ সাপোর্টার করতে পারবেন।
## Build prop টুইকস। Phone smooth করতে এই ফিচার।
## Enhanced Phone Boosting – ফোন বুস্ট করে সুপারফাস্ট করবে।
## Sql database ইনেবল। ও Better Ram ম্যানেজমেন্ট।
## তো শুরু করা যাক।
যা যা লাগবেঃ
১. রুটেড ফোন।
২.CWM/TWRP ইনস্টল্ড থাকতে হবে।
৩. Terminal Emulator Latest [/b]
৪. Init.d Enabler Flashable Zip Script
৫. Script TDT For Smooth & Bugless Android (আসল স্ক্রিপট)
৬. Emergency Uninstaller Zip ( ব্রিক না হওয়ার জন্য)
কার্যপ্রনালীঃ
## প্রথমে জিপ ফাইল তিনটি একটি ফোল্ডারে রাখুন।
## এবার রিকভারি মোডে যান। CWM /TWRP যাই হোক। তবে ফোনের ডিফল্ট দিয়ে হবে না।
## Install Zip from sdcard >> Choose zip from sdcard >> আপনার ঐ ফোল্ডারে যান। এবং Flashable init d supporter any android zip টা ইনস্টল দিন।
## আবার Install Zip from sdcard >> Choose zip from sdcard >> আপনার ঐ ফোল্ডারে যান। এবং Flashable TweakScript For Bugless and Smooth
Android Perform zip টা ইনস্টল দিন।
## Reboot system now
## ফোন অন হতে একটু সময় লাগবে অপেক্ষা করুন।যদি ১৫ মিনিট পরও ফোন অন না হয় তাহলে Emergency Uninstaller Zip ইনস্টল দিন রিকভারি থেকে।
## অন হলে ২ মিনিট ফোনে হাত দিবেন না। কিছুক্ষন পর ঢুকুন।
## আপনি অলরেডি কিছু স্পিড অনুভব করবেন।
কিন্তু এখনও আসল কাজ বাকি।
## Terminal Emulator ওপেন করুন।
## su লিখে Enter চাপুন। এখানে Enter বলতে আপনার ফোনের যেকোনো কিবোর্ডের ইন্টার বাটন।
নিচে দেখুন।
## এবার বড় হাতের TDT লিখে ইন্টার দিন।
## অনেক কিছু ইনস্টল চাইবে 1 লিখে ইন্টার দিন।
## এরপর মেনু আসবে।
2) Install build prop tweaks
3)Install Entropy
4) Boost the system
## পরপর ২ লিখে ইন্টার চাপুন ইনস্টল শেষে ৩ লিখে ইন্টার চাপুন। এবার অটো রিবুট হবে।
## রিবুট শেষে Terminal Emulator থেকে একই কাজ করুন এবং মেনু থেকে Boost the system দিন।
## কাজ শেষ।
,
,
,
,
,
,
,
## Tested on Symphony w16, v80, Lava iris250
## Do it at your own risk!!
,
,
,
,
,
,
,
,
,
————————————————–
এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।
*** I need Wapka Mb, Please Contact me, I will pay ***
Credit: Riadrox
FB/Myself.Riadrox
এখোন কি করবো?
Kitkat?
Apnar set er mediatec model koto?ebong…
kon custom rom?
[## রিবুট শেষে Terminal Emulator থেকে একই কাজ করুন এবং মেনু থেকে Boost the system দিন।]
একই কাজ বলতে এখানে কোন কোন কাজ আবার করতে বলেছেন?
বলতে আপনার ফোনের যেকোনো
কিবোর্ডের ইন্টার বাটন।
নিচে দেখুন।
## এবার বড় হাতের TDT লিখে ইন্টার
দিন।
## অনেক কিছু ইনস্টল চাইবে 1 লিখে
ইন্টার দিন।
## এরপর মেনু আসবে।
3)Install Entropy
4) Boost the system
## প্রথমে ২ লিখে ইন্টার চাপুন ইনস্টল
শেষে,(Buildprop)
৩ লিখে ইন্টার চাপুন। ( Entropy)
এবার
অটো রিবুট হবে।
ইনস্টল হল।
এরকম দেখাল – https://trickbd.com/wp-content/uploads/2015/08/14579546641081.jpg
এবার 1 লিখে ইন্টার চাপলে আবার মেনুতে যাবে।
এবার 3) Ebable Entropy এর জন্য 3 likhe Enter চাপুন।
এরকম দেখাবে – https://trickbd.com/wp-content/uploads/2015/08/1457954612334.jpg
ও রিবুট হবে।
Tarpor TDT like not found dekhay…. Ki korbo
zip ta install dear por phone on hocche but abr eka eka reboot nicche… unistall zip ta flash dear por thik hocche.. ki korbo
Script TDT For Smooth & Bugless Android
CWM recovery theke install dici
tarpor a Terminal emulator open korar por su like enter dilam but
u0_a98@android likha ase ami akhon ki korbo?
127 root@android — not found base.ki korbo bolen plz?