আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আশা করি সবাই ভালোই আছেন!
আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে আপনাদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক শেয়ার করতে যাচ্ছি।
আপনারা টাইটেল দেখেই বুঝেছেন যে আজকে লিখাটি Magisk /KernelSU রিলেটেড তাই যারা ফোনটি Magisk বা KernelSU এর মাধ্যমে রুট করেছেন তাদের জন্য বিষয়টি কাজে দিবে।
আমি এমন একটি Magisk / KernelSU module আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যার মাধ্যমে আপনার ফোনের Ram এর সহকারী র্যাম হিসেবে বা Zram ৩জিবি এক্সট্রা পাবেন।
শুরুতেই সহজ ভাষায় আপনাদের Zram সম্বর্কে বলি:
আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
আমি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা যদি বলি, এই মডিউলটি থেকে মোটামুটি সুফল পেয়েছি এবং অন্যান্য মডিউল থেকে এটা অনেক বেশি ফাস্ট কাজ করতে পারে।
এখন আসি সেটাপ করার প্রসেসে:
এই মডিউলটি সেটাপ করার মৃুলতো বিশেষ কিছু নেই, শুধুমাত্র পোস্টের শেষে দেয়া ডাউনলোড লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিবেন এবং গতানুগতিক নিয়মে Magisk বা Kernel SU অ্যাপটি Open করে মডিউলটি স্টোরেজ থেকে সেলেক্ট করে ফ্ল্যাশ করে দিবেন।
এবার রিবুট করলেই প্লে স্টোর থেকে Disk Manager অ্যাপটি Open করলে নিচের স্ক্রিনশটের মতো দেখতে পাবেন আপনার ফোনের Zram ৩জিবি হয়েছে এবং এটি কাজ করছে।
ডাউনলোড লিংক (Telegram) : Download Zram Config module
ডাউনলোড লিংক (Mega Drive) : Download Zram Config module
আশাকরি আপনারা এর মাধ্যমে উপকৃত হবেন।
ভূলত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন।
আল্লাহ হাফিজ।
প্রয়োজনে যোগাযোগ:
Facebook