আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ


আশা করি সবাই ভালোই আছেন!
আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজকে আপনাদের সাথে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক শেয়ার করতে যাচ্ছি।
আপনারা টাইটেল দেখেই বুঝেছেন যে আজকে লিখাটি Magisk /KernelSU রিলেটেড তাই যারা ফোনটি Magisk বা KernelSU এর মাধ্যমে রুট করেছেন তাদের জন্য বিষয়টি কাজে দিবে।

আমি এমন একটি Magisk / KernelSU module আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যার মাধ্যমে আপনার ফোনের Ram এর সহকারী র্যাম হিসেবে বা Zram ৩জিবি এক্সট্রা পাবেন।

শুরুতেই সহজ ভাষায় আপনাদের Zram সম্বর্কে বলি:

Zram বা Swap memory মূলতো ইন্টার্নাল স্টোরেজকে হোস্ট করে র্যামের চাপ কিছুটা কমায়, উদাহরণস্বরূপ বলতে পারি আপনি ১০০এমবির একটা প্রোগ্রাম অপেন করা পর সেটা মিনিমাইজ করে আরো এরকম কিছু প্রোগ্রাম যখন অপেন করবেন তখন ব্যাকগ্রাউন্ড এসব প্রোগ্রাম আপনার র্যাম এ ক্যাশ হিসেবে জমা হবে আর এমন মূহুর্তে যখন আপনার র্যাম পরিপূর্ণ বা ফুল হয়ে যাবর তখন ব্যাকগ্রাউন্ডে থাকা কিছু প্রোগ্রাম কম্প্রেস হয়ে আপনান Zram বা Swap Memory তে জায়গা করে নিবে,এতে আপনার ফোনের র্যামের ঘাটতি অনেকটা লাঘব হবে যদিও এটা পুরোপুরি র্যাম এর মতো কাজ করেনা।

আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।


আমি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা যদি বলি, এই মডিউলটি থেকে মোটামুটি সুফল পেয়েছি এবং অন্যান্য মডিউল থেকে এটা অনেক বেশি ফাস্ট কাজ করতে পারে।

এখন আসি সেটাপ করার প্রসেসে:
এই মডিউলটি সেটাপ করার মৃুলতো বিশেষ কিছু নেই, শুধুমাত্র পোস্টের শেষে দেয়া ডাউনলোড লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিবেন এবং গতানুগতিক নিয়মে Magisk বা Kernel SU অ্যাপটি Open করে মডিউলটি স্টোরেজ থেকে সেলেক্ট করে ফ্ল্যাশ করে দিবেন।
এবার রিবুট করলেই প্লে স্টোর থেকে Disk Manager অ্যাপটি Open করলে নিচের স্ক্রিনশটের মতো দেখতে পাবেন আপনার ফোনের Zram ৩জিবি হয়েছে এবং এটি কাজ করছে।


ডাউনলোড লিংক (Telegram) : Download Zram Config module

ডাউনলোড লিংক (Mega Drive) : Download Zram Config module

আশাকরি আপনারা এর মাধ্যমে উপকৃত হবেন।
ভূলত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন।

আজকে এতো টুকুই।
আল্লাহ হাফিজ।


প্রয়োজনে যোগাযোগ:
Facebook

11 thoughts on "আপনার ফোনের Zram বা Swap Memory বাড়িয়ে নিন, Ram এর সক্ষমতা বাড়ান।[Magisk /KernelSU module]"

  1. Avatar photo Asif Khan Contributor says:
    Root needed?
    1. Avatar photo Ahmad Tajnur Habib Author Post Creator says:
      Yes ofcourse
  2. panoj85940 Subscriber says:
    Hudai lav hoy na kono
  3. panoj85940 Subscriber says:
    lav hoy na kono
  4. fuckutrickbd Contributor says:
    Kaj kore na
  5. Avatar photo mdniarif Contributor says:
    bhai ami pixel er custome rom use kori sei kane KernelSU ki vabe boot krbo jodi jana take aktu help korben please.
  6. Avatar photo quamruzzaman Contributor says:
    disk manager link den.. play store a khuje pacchi na
    1. Avatar photo Mashrafi Hasan Akash Contributor says:
      DiskInfo App Name
  7. Avatar photo Mashrafi Hasan Akash Contributor says:
    Bhai Amar To 4gb Show Kortese Disk info App Diye
    Module Flash Na Kore
    1. Avatar photo Ahmad Tajnur Habib Author Post Creator says:
      4GB show korteche karon memory extension 4gb kra ache apnar
  8. Avatar photo Sarwartrick76 Contributor says:
    আজাইরা

Leave a Reply