[Root] এবার Custom Recovery (CWM/TWRP/CTR/PHILZ) ছাড়াই Flashable Zip ফাইল ইনস্টল করুন !! – by Riadrox
Introduction
## আমি জানি অনেকেই তাদের ফোনে কাস্টম রিকভারি ইনস্টল করতে পারেননি। হয়ত কারও পিসি নেই, কেউ হয়ত গুগলে খুজে পাচ্ছেন না।
আমারও আপনাদের মত অবস্থা ছিল
।
তবে চিন্তা করার কোনো কারন নেই, এ নিয়ে গবেষণা করতেছি, শীঘ্রই সবকিছুর সমাধান হয়ে যাবে। শুধু আপনারা সবাই দোয়া করবেন।
— এবার আসল কথাই আসি – আজ আমি যে ট্রিক শেয়ার করছি তার মাধ্যমে আপনারা রিকভারি ছাড়াই বিভিন্ন জিপ ফাইল, Update ফাইল, Flashable Zip যেগুলো Recovery এর Install zip from sdcard এর মাধ্যমে আপডেট করা হয়। – এই সব ফাইল রিকভারি ছাড়াই ফোন অন রেখেই করতে পারবেন।
তবে,
## কখনই কাস্টম রমের Zip ইনস্টল করার চেষ্টা করবেন না। ভুলেও না। শুধু ছোট ছোট সিস্টেম আপডেট এর জন্য এটি ব্যবহার করবেন। এই ধরুন – Flashable Bootanimation, Tweaks, VRam etc
## আপনার ফোনের কোনো সমস্যার জন্য আমি দায়ী না। দেখেশুনে Zip ফাইল ইনস্টল করবেন।
বর্ণনাঃ
## প্রথমে Flash Gordon এর এই ভার্সনটি ডাউনলোড করে নিন।
## এরপর ইনস্টল করে ওপেন করুন।
## কাংখিত Zip ফাইল সিলেক্ট করে Flash Now এ ক্লিক করুন।
## এবার রিবুট করুন।
হয়ে গেল ফ্লাশিং প্রসেস।
————————————————–
এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।
ধন্যবাদ।
সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox