[Root] এবার Custom Recovery (CWM/TWRP/CTR/PHILZ) ছাড়াই Flashable Zip ফাইল ইনস্টল করুন !! – by Riadrox
Introduction
## আমি জানি অনেকেই তাদের ফোনে কাস্টম রিকভারি ইনস্টল করতে পারেননি। হয়ত কারও পিসি নেই, কেউ হয়ত গুগলে খুজে পাচ্ছেন না।
আমারও আপনাদের মত অবস্থা ছিল
।
তবে চিন্তা করার কোনো কারন নেই, এ নিয়ে গবেষণা করতেছি, শীঘ্রই সবকিছুর সমাধান হয়ে যাবে। শুধু আপনারা সবাই দোয়া করবেন।
— এবার আসল কথাই আসি – আজ আমি যে ট্রিক শেয়ার করছি তার মাধ্যমে আপনারা রিকভারি ছাড়াই বিভিন্ন জিপ ফাইল, Update ফাইল, Flashable Zip যেগুলো Recovery এর Install zip from sdcard এর মাধ্যমে আপডেট করা হয়। – এই সব ফাইল রিকভারি ছাড়াই ফোন অন রেখেই করতে পারবেন।
তবে,
## কখনই কাস্টম রমের Zip ইনস্টল করার চেষ্টা করবেন না। ভুলেও না। শুধু ছোট ছোট সিস্টেম আপডেট এর জন্য এটি ব্যবহার করবেন। এই ধরুন – Flashable Bootanimation, Tweaks, VRam etc
## আপনার ফোনের কোনো সমস্যার জন্য আমি দায়ী না। দেখেশুনে Zip ফাইল ইনস্টল করবেন।
বর্ণনাঃ
## প্রথমে Flash Gordon এর এই ভার্সনটি ডাউনলোড করে নিন।
## এরপর ইনস্টল করে ওপেন করুন।
## কাংখিত Zip ফাইল সিলেক্ট করে Flash Now এ ক্লিক করুন।
## এবার রিবুট করুন।
হয়ে গেল ফ্লাশিং প্রসেস।
————————————————–
এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।
ধন্যবাদ।
সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
ar flash gordon er kaj ki vai altu bistarito bolben
pls help koren
কেউ যদি এর lolipop rom এর খবর জেনে থাকেন তাহলে দয়া করে জানাবেন