[Root][JB] নিয়ে যান 4G Patch আর চমকে দিন বন্ধুদের !! – by Riadrox
Intro
বাংলাদেশে এখনও 4G আসেনি, ভারতের প্রায় সব সিমেই এখন 4G।
কিন্তু কেমন হয় যদি আপনার ফোনের নেটওয়ার্ক বার এ 4G লেখা ওঠে।
# অর্থাৎ যে Signal Bar এ আগে H, H+, E, G, 3G লেখা উঠত, সেখানে যদি 4G লেখা উঠে তবে খুব খুশি হবেন নিশ্চয়!
তবে এটা আসল 4G না, আসল 4G এর মত স্পিডও পাবেন না, তাহলে এর
সুবিধাটি কি?
সুবিধা একটাই আপনার অজ্ঞ বন্ধুদের চমকে দিতে পারবেন।
আমিও একজনকে চমকে দিয়েছিলাম,
তার ঘটনাটি বলি, সে আমার ফোনের 4G লেখা দেখে বিস্মিত হয়ে সে ভাবে আসলেই বাংলাদেশে 4g চালু হইছে, সে অনেক চেষ্টা করে নিজের ফোনে 4G আনতে।
কিন্তু পারে না।
আমাকেও ব্যাপারটা বলে নি, কাস্টমার কেয়ারে যখন শুনল তখন বুঝল আমি আসলে নকল 4G চালাচ্ছিলাম, তারপর তাকে এই প্যাচটি দিলাম, সে এখন মহাখুশি!!
যারা বুঝতে পারেননি তাদের জন্যঃ
প্যাচ ইনস্টল করার পরবর্তী অবস্থাঃ
যা যা লাগবেঃ
১) রুটেড ফোন (জেলিবিন) স্টক রম
২) CWM / Other Custom Recovery ইনস্টল করা থাকতে হবে । CWM ছাড়া ইনস্টল করতে এখানে দেখুন
|
বিঃদ্রঃ এটা H+ এর যায়গায় 4G, শুধু H এর যায়গায় 3G শো করবে।
আসল কাজঃ
## Flashable 4G Patch ডাউনলোড করুন।
## CWM/TWRP এ গিয়ে Install Zip From,,,, থেকে Zip ফাইলটি ফ্লাশ করুন।
## Reboot দিন।
## Net অন করুন আর দেখুন।
## আগের অবস্থায় যেতে 4G Patch Uninstall ফ্লাশ করুন।
————————————————–
এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।
ধন্যবাদ।
সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox