Site icon Trickbd.com

[Full Tutorial] কিভাবে আপনার ফোনের Boot.img ব্যাকআপ করবেন ! (রিকভারি ছাড়াই) – by Riadrox

Unnamed

[Full Tutorial] কিভাবে আপনার ফোনের Boot.img ব্যাকআপ করবেন ! (রিকভারি ছাড়াই) – by Riadrox

,
,
,
,
,
,

Intro

## আমাদের মাঝে মাঝেই বুট ইমেজ ফাইলটা দরকার হয়। যাদের কাস্টম রিকভারি (CWM) আছে তারা সহজেই স্টক রম ব্যাকআপ করে পেয়ে যান।

## কিন্তু যাদের CWM নেই তারা এই বুট ইমেজ সংগ্রহ করতে বড় বড় সাইজের Stock rom Firmware file ডাউনলোড করেন।

## এটা নিশ্চয় খুব ব্যয়বহুল আর সময়সাপেক্ষ।

## আর তাই নিজের ফোনের বুট ইমেজটা ফোনের মাধ্যমেই পাওয়ার জন্য আজ আমার এ পোস্ট।

,
,
,


যা যা লাগবেঃ

## Flashify Latest Download here

## আপনার ফোনের যেকোনো ফাইল ম্যানেজার।

## ধৈর্য্য।

কীভাবে কি করবেনঃ

## প্রথমেই Flashify Latest ভার্সন টা ডাউনলোড করে ইনস্টল করুন।

## এবার ওপেন করে Accept করুন।

## এরপর Backup/Restore ট্যাবে যান। এবং Backup Current Kernel এ ক্লিক করেন। নিচের মত আসবে।

## এবার Back it up এ ক্লিক করুন।

## ব্যাকআপ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ব্যাকআপ শেষ হলে একইভাবে Backup Current Recovery দিয়ে বর্তমান রিকভারি ব্যাকআপ দিতে পারবেন। যদি আপনি চান।

## এবার যেকোনো ফাইলম্যানেজার এ ঢুকুন ও নিচের ফোল্ডার টিতে যান।

Sdcard/Android/data/com.cgollner.flashify/files/flashify-backup/boot

## দেখুন 5-6 এমবির একটা ফাইল তৈরি হয়েছে। এটাই আপনার ফোনের বুট ইমেজ।

## এখন আপনার সুবিধার্থে Rename করে boot.img করে নিন।

## একই ভাবে Recovery ফোল্ডারে আপনার ফোনের Recovery টা পেয়ে যাবেন।

,
,
,
,

,
,
,
,
,

————————————————–

এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।

ধন্যবাদ।

সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
আমার ফেসবুক পেজ