[Full Tutorial] কিভাবে আপনার ফোনের Boot.img ব্যাকআপ করবেন ! (রিকভারি ছাড়াই) – by Riadrox
,
,
,
,
,
,
Intro
## আমাদের মাঝে মাঝেই বুট ইমেজ ফাইলটা দরকার হয়। যাদের কাস্টম রিকভারি (CWM) আছে তারা সহজেই স্টক রম ব্যাকআপ করে পেয়ে যান।
## কিন্তু যাদের CWM নেই তারা এই বুট ইমেজ সংগ্রহ করতে বড় বড় সাইজের Stock rom Firmware file ডাউনলোড করেন।
## এটা নিশ্চয় খুব ব্যয়বহুল আর সময়সাপেক্ষ।
## আর তাই নিজের ফোনের বুট ইমেজটা ফোনের মাধ্যমেই পাওয়ার জন্য আজ আমার এ পোস্ট।
,
,
,
যা যা লাগবেঃ
## Flashify Latest Download here
## আপনার ফোনের যেকোনো ফাইল ম্যানেজার।
## ধৈর্য্য।
কীভাবে কি করবেনঃ
## প্রথমেই Flashify Latest ভার্সন টা ডাউনলোড করে ইনস্টল করুন।
## এরপর Backup/Restore ট্যাবে যান। এবং Backup Current Kernel এ ক্লিক করেন। নিচের মত আসবে।
## এবার Back it up এ ক্লিক করুন।
## ব্যাকআপ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ব্যাকআপ শেষ হলে একইভাবে Backup Current Recovery দিয়ে বর্তমান রিকভারি ব্যাকআপ দিতে পারবেন। যদি আপনি চান।
## এবার যেকোনো ফাইলম্যানেজার এ ঢুকুন ও নিচের ফোল্ডার টিতে যান।
Sdcard/Android/data/com.cgollner.flashify/files/flashify-backup/boot
## দেখুন 5-6 এমবির একটা ফাইল তৈরি হয়েছে। এটাই আপনার ফোনের বুট ইমেজ।
## এখন আপনার সুবিধার্থে Rename করে boot.img করে নিন।
## একই ভাবে Recovery ফোল্ডারে আপনার ফোনের Recovery টা পেয়ে যাবেন।
,
,
,
,
,
,
,
,
————————————————–
এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।
ধন্যবাদ।
সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
আমার ফেসবুক পেজ
একটা পোষ্ট ও সম্পুর্ন না পড়ে থাকা যায় নাহ।।
কিন্তু আপনার পোষ্টে একটা অতভুত আকর্ষন আছে আমার বৃদ্ধাংগুলিতে।
কেননা পোষ্ট টাইটেলের শেষে যদি by Riadrox পাই তাইলেই টিপ মারি।।।
কিন্তুু অামার symphony v40 এ কিভাবে custom rom দিব? কাষ্টম রোম দেয়ার পর অাবার যখন firmware দিব তখন কি কাষ্টম রোম দেয়ার মতোই firmware দিতে হয় নাকি কম্পিউটার লাগে ? ভাইয়া এখন শুধু বলেন symphony V40 এ কাষ্টম রোম দিবো কিভাবে?
please answer me bro
jodi thake kono custom rom ba port korte hoi taahole plzz help koren.
custom rom thakle link deyen. soto vai hisaabe amar abdarta rakhben asa kori…. ☺☺☺
ami ei method ta agei jantam n ei method ta ami yeasin k comment ei bolechilam but sheta bistarito chilo na. Thank you once again for the post. 🙂
http://firmwarefile.com/samsung-gt-s7580