Site icon Trickbd.com

[Part-2][Recovery][Philz] কিভাবে CWM কে Philz Touch Recovery এ রুপান্তর করবেন ? [The Ending]- by Riadrox

Unnamed

[Part-2][Recovery][Philz] কিভাবে CWM কে Philz Touch Recovery এ রুপান্তর করবেন ? [The Ending]- by Riadrox

পূর্বের পোস্টঃ

[Part-1][Recovery][Philz] কেন আপনার CWM রিকভারি কে Philz Touch Recovery এ রুপান্তর করবেন এবং কিভাবে করবেন? [The Begining]- by Riadrox

## যত বক বক করার তা তো আগের পোস্টেই করেছি, এবার ডাইরেক্ট একশন্।


যা যা লাগবেঃ

## প্রথমে এই পোস্ট থেকে কিভাবে বুট ইমেজ Extract/Unpack করতে হয় তা শিখে নিন। কারন বুট ইমেজ আর রিকভারি ইমেজ একই ভাবে Extract/Unpack করা যায়।

## আশা করি আপনারা এক্সট্রাক্ট করে শিখে ফেলেছেন। না ট্রাই করে পরবর্তী ধাপে যাবেননা।

## Demo Philz Touch Recovery (Xolo A500 as an example )


কাজঃ

# Root/Cache ফোল্ডারে দুটা ফোল্ডার তৈরি করুন, Stock ও Philz

## এবার Philz Touch Recovery Download করে নিন।

## rename করে recovery.img করে নিন এবং cache ফোল্ডারের Philz ফোল্ডার এ রাখুন।

## এবার স্টক recovery ফাইলটি Cache/Stock
ফোল্ডারে রাখুন।

## এবার Boot img এক্সট্রাক্ট করার ঐ পোস্ট দেখে একইভাবে রিকভারি img দুটি এক্সট্রাক্ট করুন।

## এবার ফাইল ম্যানেজার এ গিয়ে Stock ফোল্ডার থেকে Kernel নামক ফাইলটি Philz ফোল্ডারে কপি করুন। (Philz ফোল্ডারের Kernel এর সাথে রিপ্লেস করুন।) **

## আবার Stock ফোল্ডারের Ramdisk এর ভিতর ঢুকুন আর এ চিত্রের দুটি ফাইল Philz ফোল্ডারের Ramdisk এ রিপ্লেস করুন।


## কাজ শেষ। এবার Apktool এর মাধ্যমে Philz এর Ramdisk ফোল্ডারে ক্লিক করুন Repack দিন।শেষ হলে ঐ Philz ফোল্ডারে New.img নামে একটা ফাইল তৈরি হবে, ঐটা Flashify / mobileuncle tools দিয়ে ফ্লাশ দিন।

## এবার রিকভারি mood e গেলেই পেয়ে যাবেন Philz Touch Recovery

===============================================

ধন্যবাদ

সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
আমার ফেসবুক পেজ