[Part-1][Recovery][Philz] কেন আপনার CWM রিকভারি কে Philz Touch Recovery এ রুপান্তর করবেন এবং কিভাবে করবেন? [The Begining]- by Riadrox
## অনেকে CWM রিকভারি তৈরি করছেন, বা গুগলে খুজে পেয়েছেন, আবার অনেকে হাজার ঘেটেও কোনো রিকভারিই খুজে পাচ্ছেন না।
## আজকে আমার পোস্ট টি সবার জন্য। যাদের অলরেডি CWM রিকভারি ইন্সটল করেছেন তাদের ১০০% কাজ হবে। আর অন্যরা ট্রাই করবেন, তবে কাজ নাও হতে পারে।
Philz Touch Recovery কি?
## CWM কি তা তো আর আলাদা করে বলার কিছু নেই। এবার PhilZ এর সাথে পরিচয় করিয়ে দেই।
Philz একটি টাচ্ রিকভারি য মূলত CWM থেকেই মোড করে তৈরি করা হয়েছে।
## আপনি CWM অনেক সুবিধা পাবেন না, যা Philz এ পাবেন। অথচ কোম্পানি, সোর্স একই। Philz রিকভারি শুধু CWM এর আপগ্রেডেড ভার্সন।
## তাই আপনার উচিত আপডেটেড কিছু ইউস করা । এছাড়াও আরও কারন আছে, সেগুলো পড়ে বলছি। আগে এক ঝলক দেখে নিন রিকভারি টা।
CWM এর অসুবিধাটা কি? কেন এটা বাদ দেব?
## আমার মতে মূল যে সমস্যা, একদম মূলে – সেটা হল এর ফাংশন গুলো বাটন টিপে টিপে করতে হয়। দেখবেন CWM ইন্সটল করার কয়েক মাসের মধ্যে আপনার ফোনের তেরটা বেজে গেছে। হয় পাওয়ার বাটন ঢিলা ব নস্ট হয়ে গেছে, নয়ত ভলিয়ম বাটন দুটি।
## এর পর একটা সমস্যা যেটা হলো ব্যাকআপ বা রিস্টোর হয় অনেক সময় ধরে, একদম বিরক্তিকর।
## রিকভারি থেকে ফোন অফ করার জন্য ব্যাটারি খুলতে হয়। তাহলে কেসিং (ব্যাকপার্ট) এ সমস্যা হওয়াটা তো স্বাভাবিক।
## ব্যাকআপের সাইজ বড় হয়। ৬০০ এমবি থেকে ২ জিবি স্পেস খায়।
## আরও কত কি?!!!!
Philz এর সুবিধাগুলো কি কি?
## CWM এর যেসব অসুবিধা আপনাদের বললাম, সবগুলোর সমাধানই রয়েছে এ রিকভারিতে। সাথে রয়েছে আরও সুবিধা।
## এ রিকভারিটি টাচৃ রিকভারি, সো বাটন টিপার প্রশ্নই আসে না।
## ব্যাক আপ রিস্টোরে খুব কম সময় লাগে + কখন শেষ হবে তা বলে দেয় + শেষ হলে ভাইব্রেশন হয়ে জানিয়ে দেয়।
## আমি চাইলে ব্যাকআপ কম্রেপশন করে ব্যাকআপ সাইজ অর্ধেক করতে পারবেন। মেমরিতে স্পেস ও বেচে যাবে।
## রিকভারি থেকেই পাওয়ার অফ করতে পারবেন।
## রিকভারি অনেকক্ষন ধরে রাখলে ফোনের স্ক্রিন অফ হয়ে ব্যাটারি বাচাবে,তাই রিকভারি মুডেই ফোন চার্জ দিতে পারবেন।
## রিকভারি কালার, মেনু সাইজ, ভাইব্রেশন চেন্জ করতে পারবেন।
## একসাথে অনকেগুলো Zip ইনস্টল করতে পারবেন।
## কাস্টম রম দেওয়ার আগে Clean to install a new rom দিবেন, অটোমেটিক Format system, data, cache, wipe dalvik cache হবে। নো খাটুনি।
## আরও দ্বিগুন সুবিধা আছে। লেখতে পারব না।
আমি কি CWM থেকে Philz এ যেতে পারব?
## হ্যাঁ, পারবেন, তাও আপনার মোবাইল এর মাধ্যমেই। আগামী দিন যে টিউটোরিয়াল দিব তা হুবহু ফলো করবেন তাহলেই হবে।
ব্রিক হওয়ার ভয়,,,, আছে কি?
## ধুর মিয়া, রিকভারি নিয়ে কাজ করলে ফোন ব্রিক হয় নাকি। খালি রিকভারিতে সমস্যা হয়, অইটা রিস্টোর মারলেই ঠিক হয়ে যায়।
যদি কাজ না করে?
## সেটা এখনই কিভাবে বলছেন, ট্রাই করেন না হলে আমি আছিই, এই রিকভারি নিয়ে অনেক অভিজ্ঞতাই আছে।
তো কি বুঝলেন? আজ রেডি হয়ে যান কাল টিউটোরিয়াল নিয়ে হাজির হব, ইনশাল্লাহ্!
পরবর্তী পোস্টঃ পর্ব ২
[Part-2][Recovery][Philz] কিভাবে CWM কে Philz Touch Recovery এ রুপান্তর করবেন ? [The Ending]- by Riadrox
================================================
ধন্যবাদ
সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
আমার ফেসবুক পেজ
Philz টা কি বানাতে পারবো????
টা কাজ করেনা net connect পায়না ,যেভাবে data of থাকলে connect হয়না ঐরকম।।help me.
OS version – Lollipop 5.1
Pls vaia akta solution den!
ar amar ei phoner jonno ekta lollipop rom dorkar plz ektu help koren……..
me.helpless
nije pari nai.port krte…
bt rom ta ank.vlo lage
plz help.korio