Site icon Trickbd.com

[Hot Post] অনেক তো তৈরি করলেন cwm, twrp recovery, এবার বানান ★Philz Touch★ recovery খুব সহজেই By Shovo

Unnamed

অনেকে CWM, TWRP রিকভারি তৈরি করছেন, বা গুগলে খুঁজে পেয়েছেন,
আবার অনেকে হাজার খুঁজাখুঁজি করেও কোনো রিকভারিই পাচ্ছেন না।
তাই আপনাদের সাথে শেয়ার করলাম PHILZ TOUCH Recovery
Philz একটি টাচ্ রিকভারি য মূলত CWM থেকেই মোড করে তৈরি করা হয়েছে। CWM recovery থেকে PHILZ recovery তে সুবিধা অনেক বেশি। এ রিকভারিটি টাচৃ
রিকভারি, সো বাটন টিপতে হয় না। Breakup &Restore হতে খুব কম সময় লাগে।
কখন শেষ হবে তা দেখা যায়। শেষ হলে ভাইব্রেশন হয়ে জানিয়ে দেয়।

চলুন শুরু করা যাক।
★★★Tool Details:★★★
Name: Easy Touch Philz Installer
Recovery Name: Philz Touch Recovery
Recovery Version: 6.x
Developer: Phil3759
Support: Up to Android 4.4.x

★★★যা যা লাগবে★★★
1- আপনার ফোনটি Rooted হতে হবে।
2- আপনার কম্পিউটারে ADB driver install থাকতে হবে।
3- মোবাইলে Busybox Install থাকতে হবে।
4- কম্পিউটার (Install Any Windows)
5- Easy Philz Installer - Download

★★★কাজের ধারা★★★
ধাপ ১: Philz installer টি Download করে আপনার কম্পিউটারে Winzip or Winrar দিয়ে extract করে “PhilzSetup.exe” setup দিন।

ধাপ ২: Setup complete হওয়ার পর নিচের মত একটি window দেখতে পাবেন। complete না হওয়া অবধি অপেক্ষা করুন।

ধাপ ৩: এখন আপনাকে জিজ্ঞেস করবে “Magic Installer” টি open করতে চান। “Yes” এ Click করুন।

ধাপ ৪: এখন নতুন আরেক টি window আসবে। সেখান থেকে start Easy “Philz Installer For Mediatek” সিলেক্ট করে “Ok” তে ক্লিক করুন।
ধাপ ৫: এখন নিচের মত একটি window আসবে। “Yes” এ ক্লিক করুন।

ধাপ ৬: এখন আপনার ফোনের “USB Debugging” on করে কম্পিউটারে connected করুন। ভালোভাবে connected করে “Ok” তে ক্লিক করুন।

ধাপ ৭: এখন আপনার মোবাইলে একটি pop up window আসবে।
সেখানে Root Permission চাইবে। Permission দিন। এখন Installing শুরু হয়ে যাবে। আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।

ধাপ ৮: এরপর নিচের মত একটি window আসবে
সেখানে আপনাকে জিজ্ঞেস করবে
“Do you Have flipped recovery screen?
এখন আপনি “No” তে ক্লিক করুন।

সব কিছু ঠিকঠাক করতে পারলে
recovery install successfully করতে পারবেন।
installing process শেষ হলে আপনার
ফোন টি PC থেকে unplag করে shutdown
করুন।
তারপর Power button ও volume + অথবা

volume – একসাথে চেপে ধরুন। আর দেখুন
আপনার ফোন রিকুভারি মুডে চলে
গেছে। আর তৈরি হয়ে গেল আপনার
ফোনের Philz recovery
ভুল হলে ক্ষমা করবেন।
ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন।

বিঃদ্রঃ সব কিছু নিজ দায়িত্বে
করবেন। আপনার ফোনের কোন প্রকার
ক্ষয়ক্ষতির জন্য আমি দায়ি থাকবো না।
কপি করলে ক্রেডিট দিতে ভুলবেন না।
বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন।
ফেসবুকে আমি